ETV Bharat / international

মেয়েদের স্কুলে পৌঁছতে রোজ 12 কিমি যান আফগানিস্তানের এই ব্যক্তি

author img

By

Published : Dec 7, 2019, 6:11 AM IST

ছেলেদের মতোই মেয়েদের তৈরি করতে চান আফগানিস্তানের মিয়া খান । তিন মেয়েকে স্কুলে পৌঁছতে তাই প্রতিদিন 12 কিলোমিটার রাস্তা যান তিনি । সেখানে অপেক্ষা করে ছুটি শেষে মেয়েদের বাড়ি নিয়ে ফেরেন । এটাই তাঁর রোজকার রুটিন ।

MIya Khan
ছবি সৌজন্যে : ফেসবুক

কাবুল, 7 ডিসেম্বর : নিজে পড়াশোনা করতে পারেননি । চান তিন মেয়েই প্রতিষ্ঠিত হোক । চান ছেলেদের মতোই মেয়েদেরও তৈরি করতে । যাতে দিন আনতে পান্তা ফুরানোর অবস্থা তাদের না হয় । তিন মেয়েকে স্কুলে পৌঁছতে আফগানিস্তানের মিয়া খান তাই প্রতিদিন 12 কিলোমিটার যান । তাদের ছুটি হওয়া পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন । আর এটাই তার রোজকার রুটিন ।

আফগানিস্তানের সুইডিস কমিটির উদ্যোগে চলে নুরানিয়া স্কুল । সেখানেই পড়ে মিয়া খানের তিন মেয়ে । তাঁর কাছে, মেয়েদের পড়াশোনা সবসময় দরকার । তাই দিনের হাজারো কাজের মাঝে এই কাজটি তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ । এলাকায় মহিলা চিকিৎসক নেই, তাই তিনি চান মেয়েরা চিকিৎসকই হোক ।

তাঁর কথায়, "আমি পড়াশোনা জানি না । প্রতিদিন কাজ করলে দিন হিসেবে টাকা পাই । কিন্তু আমার কাছে আমার মেয়েদের পড়াশোনা অত্যন্ত দামি । তার কারণ আমাদের এলাকায় কোনও মহিলা চিকিৎসক নেই । আমি খুব ইচ্ছে, আমার মেয়েদের একটা ছেলের সমান তৈরি করার । পড়াশোনা করানো ও প্রতিষ্ঠিত করা ।"

মিয়া খানের এক মেয়ে তাঁর বাবাকে নিয়ে বলেন, "আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ছি । আমি এটার জন্য খুশি যে আমি পড়াশোনা করতে পারছি । আমার বাবা নয় দাদা প্রতিদিন আমাদের স্কুলে নিয়ে যায় বাইকে করে । সেখানে অপেক্ষা করে ছুটি শেষে বাড়ি নিয়ে আসে ।"

সোশাল মিডিয়ায় মিয়া খান এখন ভাইরাল । সকলেই তাঁর চিন্তাধারার প্রশংসা করেছেন । কুর্নিশ জানিয়েছেন তাঁর মানসিকতাকে । অনেকেই লিখেছেন, "গর্বিত এমন বাবাদের জন্য, তিনিই আসল হিরো । অনেক শ্রদ্ধা আপনাকে ।"

কাবুল, 7 ডিসেম্বর : নিজে পড়াশোনা করতে পারেননি । চান তিন মেয়েই প্রতিষ্ঠিত হোক । চান ছেলেদের মতোই মেয়েদেরও তৈরি করতে । যাতে দিন আনতে পান্তা ফুরানোর অবস্থা তাদের না হয় । তিন মেয়েকে স্কুলে পৌঁছতে আফগানিস্তানের মিয়া খান তাই প্রতিদিন 12 কিলোমিটার যান । তাদের ছুটি হওয়া পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন । আর এটাই তার রোজকার রুটিন ।

আফগানিস্তানের সুইডিস কমিটির উদ্যোগে চলে নুরানিয়া স্কুল । সেখানেই পড়ে মিয়া খানের তিন মেয়ে । তাঁর কাছে, মেয়েদের পড়াশোনা সবসময় দরকার । তাই দিনের হাজারো কাজের মাঝে এই কাজটি তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ । এলাকায় মহিলা চিকিৎসক নেই, তাই তিনি চান মেয়েরা চিকিৎসকই হোক ।

তাঁর কথায়, "আমি পড়াশোনা জানি না । প্রতিদিন কাজ করলে দিন হিসেবে টাকা পাই । কিন্তু আমার কাছে আমার মেয়েদের পড়াশোনা অত্যন্ত দামি । তার কারণ আমাদের এলাকায় কোনও মহিলা চিকিৎসক নেই । আমি খুব ইচ্ছে, আমার মেয়েদের একটা ছেলের সমান তৈরি করার । পড়াশোনা করানো ও প্রতিষ্ঠিত করা ।"

মিয়া খানের এক মেয়ে তাঁর বাবাকে নিয়ে বলেন, "আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ছি । আমি এটার জন্য খুশি যে আমি পড়াশোনা করতে পারছি । আমার বাবা নয় দাদা প্রতিদিন আমাদের স্কুলে নিয়ে যায় বাইকে করে । সেখানে অপেক্ষা করে ছুটি শেষে বাড়ি নিয়ে আসে ।"

সোশাল মিডিয়ায় মিয়া খান এখন ভাইরাল । সকলেই তাঁর চিন্তাধারার প্রশংসা করেছেন । কুর্নিশ জানিয়েছেন তাঁর মানসিকতাকে । অনেকেই লিখেছেন, "গর্বিত এমন বাবাদের জন্য, তিনিই আসল হিরো । অনেক শ্রদ্ধা আপনাকে ।"

Lucknow (Uttar Pradesh), Dec 06 (ANI): Speaking on the rising crimes against women in the country, Congress general secretary for Uttar Pradesh East, Priyanka Gandhi said that women should snatch power from the men and make their voices heard by contesting panchayat, assembly and other elections.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.