ETV Bharat / international

আফিগানিস্তানে বিস্ফোরণ, মৃত শিশু-সহ 10

আফগানিস্তানে বিস্ফোরণ । মৃত কমপক্ষে 10, আহত 27 ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 7, 2019, 9:57 PM IST

Updated : Oct 7, 2019, 10:03 PM IST

কাবুল, 7 অক্টোবর : আফগানিস্তানে বিস্ফোরণ । মৃত কমপক্ষে 10, আহত 27 । মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে । আজ (সোমবার) আফগানিস্তানের জালালাবাদে একটি পরিত্যক্ত রিকশায় বিস্ফোরণটি ঘটে ।

আফিগানিস্তানের নানগারহারের জালালাবাদে আফগান সেনার গাড়ির পাশে একটি পরিত্যক্ত রিকশায় বিস্ফোরণটি ঘটে । মনে করা হচ্ছে, বিস্ফোরক রাখা ছিল সেখানেই ৷ আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে যাঁরা জখম তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক ।

এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

কাবুল, 7 অক্টোবর : আফগানিস্তানে বিস্ফোরণ । মৃত কমপক্ষে 10, আহত 27 । মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে । আজ (সোমবার) আফগানিস্তানের জালালাবাদে একটি পরিত্যক্ত রিকশায় বিস্ফোরণটি ঘটে ।

আফিগানিস্তানের নানগারহারের জালালাবাদে আফগান সেনার গাড়ির পাশে একটি পরিত্যক্ত রিকশায় বিস্ফোরণটি ঘটে । মনে করা হচ্ছে, বিস্ফোরক রাখা ছিল সেখানেই ৷ আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে যাঁরা জখম তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক ।

এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি৷ আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

Amritsar (Punjab), Oct 07 (ANI): Thronged by the people of different faiths, the 300 year old Peer Baba Sheikh Fatah ji Dargah stands as a testament to communal harmony in the Amritsar city of Punjab. Regarded as the contemporary Sufi saint of Chishti order, Baba Sheik Fatah is said to have spent his entire life working for the welfare of humanity. Today his shrine is thronged by the devotees from different parts of the countries. The dargah holds special place in the hearts of local Jatt community who offer kheer to the saint everytime when their cows or buffalos start with their new lactation period. Along with them, the devotees whose wishes get fulfilled also offer this rice pudding, which is then distributed among all devotees who visit the dargah. Besides, a langar service, which is basically a Sikh tradition, also runs in the Dargah where devotees irrespective of their caste and community can have food. For the last several years, the Dargah of Baba Sheikh Fatah has paying a key role in strengthening secularism and promoting peace and harmony amongst all religions.
Last Updated : Oct 7, 2019, 10:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.