ETV Bharat / international

অনুপ্রবেশকারীদের সঙ্গেই করোনার অনুপ্রবেশ, সীমান্তরক্ষীর ভূমিকায় ভুটানের রাজা - করোনাভাইরাসের খবর

করোনা ভাইরাস রুখতে পাহাড়-জঙ্গল পেরিয়ে সীমান্তে পাহারাদারের ভূমিকায় ভুটানের রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ তাঁর সঙ্গে আছেন সে দেশের প্রধানমন্ত্রী লোটে শেরিংও ৷

bhutan-king-jigme-khesar-namgyel-wangchuck-patrols-eastern-border-areas-to-keep-check-on-coronavirus-spread
করোনা রুখতে পাহাড়-জঙ্গল পেরিয়ে সীমান্তে পাহারায় ভুটানের রাজা
author img

By

Published : Jun 18, 2021, 3:50 PM IST

থিম্পু, 18 জুন : ইতিহাসের পাতায়, রূপকথার গল্পে অনেক রাজার গল্প আমরা শুনেছি ৷ অত্যাচারী রাজা, খামখেয়ালি রাজা, সন্ন্যাসী রাজা, দানী রাজা কিংবা প্রজাবৎসল রাজা ৷ এ বার গল্পের পাতা থেকে একেবারে বাস্তবের মাটিতে দেখা মিলল আক্ষরিক অর্থেই এক প্রজাবৎসল রাজার ৷ ভুটানের রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ রাজ্যের মানুষের স্বার্থে নিজের বিলাসী জীবন ছেড়ে সীমান্তে গিয়ে পাহারা দিচ্ছেন তিনি ৷ লক্ষ্য, করোনার সংক্রমণ মোকাবিলা ৷

ভুটানের পূর্ব সীমান্ত দিয়ে প্রায়ই হয়ে থাকে বেআইনি অনুপ্রবেশ ৷ আর এ ভাবেই করোনা ভাইরাসেরও দেশে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে অভিনব এক পদক্ষেপ করেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ করোনার সংক্রমণ ছড়ানো রুখতে তিনি নিজে পূর্বের সীমান্ত এলাকায় দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছেন ৷ যাতে বেআইনি অনুপ্রবেশ না ঘটে ৷ এক-দুদিন নয়, এ ভাবেই ঝড়-জল-রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি দাঁড়িয়ে রয়েছেন টানা পাঁচদিন ৷ তিনি একা নয়, তাঁর সঙ্গী আর এক পাহারাদার দেশের প্রধানমন্ত্রী লোটে শেরিং ৷

bhutan-king-jigme-khesar-namgyel-wangchuck-patrols-eastern-border-areas-to-keep-check-on-coronavirus-spread
করোনা রুখতে পাহাড়-জঙ্গল পেরিয়ে সীমান্তে পাহারায় ভুটানের রাজা

আরও পড়ুন: দেশে করোনা পরিস্থিতিতে স্বস্তি, কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ভুটান মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি তেনজিং লামসাং রাজা ও প্রধানমন্ত্রীর সীমান্ত পাহারা দেওয়ার বেশ কয়েকটি ছবি টুইট করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের খাঁড়াই বেয়ে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন রাজা ৷ পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, "সম্মানীয় রাজা জঙ্গল, পাহাড় পেরিয়ে 5 দিন ধরে ট্রেক করে ভুটানের পূর্ব সীমান্ত এলাকায় গিয়েছেন ৷ কোভিড 19 প্রতিরোধে সীমান্তের পোস্টগুলিতে পাহারা দিচ্ছেন তিনি ৷ অতিমারি শুরু হওয়ার পর থেকে এই এলাকায় 14-15 বার সফরে গেলেন রাজা ৷ তাঁর সঙ্গে এ বার গিয়েছেন প্রধানমন্ত্রী ৷"

  • His Majesty The King trekked 5 days in Bhutan’s eastern border areas through forests, rain, high passes & leeches to check on border posts put up to check illegal crossings to prevent COVID-19.

    This is his 14th or 15th trip since pandemic started.

    Accompanied by PM this time. pic.twitter.com/bh2acXkSll

    — Tenzing Lamsang (@TenzingLamsang) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মিলছে না ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা; কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শরণার্থীরা

করোনা ভাইরাসের আগমণের পর থেকে খুব কম সময়ই প্রাসাদে সময় কাটিয়েছেন রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ নানা সময়ে নানা ভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি ৷ কারও হাতে সাহায্য তুলে দেওয়া, দুর্গতদের পাশে দাঁড়ানো তো ছিলই ৷ এ বার করোনার সংক্রমণ রুখতে নিজেই সটান সীমান্তরক্ষীর ভূমিকায় রাজামশাই ৷

আরও পড়ুন: পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয়

ভুটানে এখনও পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা 1,826 জন ৷ কোভিডে মৃত্যু হয়েছে মাত্র একজনের ৷ প্রতিদিন গড়ে সেখানে করোনায় আক্রান্ত হন 17 জন ৷ এর আগেও মহামারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ৷ তিনি বলেছিলেন, "এখনই এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে না-পারলে আমরা ধুয়ে মুছে সাফ হয়ে যাব ৷"

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

টিকাকারণ নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেছিলেন, "দেশের অনেকেই ভেবেছিলেন যে কোভিডের দুটি অধ্যায়ের পর এই ভাইরাস হয়তো শেষ হয়ে গিয়েছে ৷ টিকাকরণ কর্মসুচি অবশ্যই আশার আলো, তবে দেড় বছর কেটে যাওয়ার পর এখনও ঝুঁকি রয়েছে মহামারির ৷"

থিম্পু, 18 জুন : ইতিহাসের পাতায়, রূপকথার গল্পে অনেক রাজার গল্প আমরা শুনেছি ৷ অত্যাচারী রাজা, খামখেয়ালি রাজা, সন্ন্যাসী রাজা, দানী রাজা কিংবা প্রজাবৎসল রাজা ৷ এ বার গল্পের পাতা থেকে একেবারে বাস্তবের মাটিতে দেখা মিলল আক্ষরিক অর্থেই এক প্রজাবৎসল রাজার ৷ ভুটানের রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ রাজ্যের মানুষের স্বার্থে নিজের বিলাসী জীবন ছেড়ে সীমান্তে গিয়ে পাহারা দিচ্ছেন তিনি ৷ লক্ষ্য, করোনার সংক্রমণ মোকাবিলা ৷

ভুটানের পূর্ব সীমান্ত দিয়ে প্রায়ই হয়ে থাকে বেআইনি অনুপ্রবেশ ৷ আর এ ভাবেই করোনা ভাইরাসেরও দেশে ঢুকে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে অভিনব এক পদক্ষেপ করেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ করোনার সংক্রমণ ছড়ানো রুখতে তিনি নিজে পূর্বের সীমান্ত এলাকায় দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছেন ৷ যাতে বেআইনি অনুপ্রবেশ না ঘটে ৷ এক-দুদিন নয়, এ ভাবেই ঝড়-জল-রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি দাঁড়িয়ে রয়েছেন টানা পাঁচদিন ৷ তিনি একা নয়, তাঁর সঙ্গী আর এক পাহারাদার দেশের প্রধানমন্ত্রী লোটে শেরিং ৷

bhutan-king-jigme-khesar-namgyel-wangchuck-patrols-eastern-border-areas-to-keep-check-on-coronavirus-spread
করোনা রুখতে পাহাড়-জঙ্গল পেরিয়ে সীমান্তে পাহারায় ভুটানের রাজা

আরও পড়ুন: দেশে করোনা পরিস্থিতিতে স্বস্তি, কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

ভুটান মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি তেনজিং লামসাং রাজা ও প্রধানমন্ত্রীর সীমান্ত পাহারা দেওয়ার বেশ কয়েকটি ছবি টুইট করেছেন ৷ যেখানে দেখা যাচ্ছে পাহাড়ের খাঁড়াই বেয়ে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছেন রাজা ৷ পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, "সম্মানীয় রাজা জঙ্গল, পাহাড় পেরিয়ে 5 দিন ধরে ট্রেক করে ভুটানের পূর্ব সীমান্ত এলাকায় গিয়েছেন ৷ কোভিড 19 প্রতিরোধে সীমান্তের পোস্টগুলিতে পাহারা দিচ্ছেন তিনি ৷ অতিমারি শুরু হওয়ার পর থেকে এই এলাকায় 14-15 বার সফরে গেলেন রাজা ৷ তাঁর সঙ্গে এ বার গিয়েছেন প্রধানমন্ত্রী ৷"

  • His Majesty The King trekked 5 days in Bhutan’s eastern border areas through forests, rain, high passes & leeches to check on border posts put up to check illegal crossings to prevent COVID-19.

    This is his 14th or 15th trip since pandemic started.

    Accompanied by PM this time. pic.twitter.com/bh2acXkSll

    — Tenzing Lamsang (@TenzingLamsang) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মিলছে না ফ্রি রেশন, স্বাস্থ্য পরিষেবা; কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শরণার্থীরা

করোনা ভাইরাসের আগমণের পর থেকে খুব কম সময়ই প্রাসাদে সময় কাটিয়েছেন রাজা জিগমে খেসর নামগেইল ওয়াংচুক ৷ নানা সময়ে নানা ভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি ৷ কারও হাতে সাহায্য তুলে দেওয়া, দুর্গতদের পাশে দাঁড়ানো তো ছিলই ৷ এ বার করোনার সংক্রমণ রুখতে নিজেই সটান সীমান্তরক্ষীর ভূমিকায় রাজামশাই ৷

আরও পড়ুন: পাঞ্জা লড়া থেকে নাচ, জম্মু-কাশ্মীরে জওয়ানদের সঙ্গে খিলাড়ি অক্ষয়

ভুটানে এখনও পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা 1,826 জন ৷ কোভিডে মৃত্যু হয়েছে মাত্র একজনের ৷ প্রতিদিন গড়ে সেখানে করোনায় আক্রান্ত হন 17 জন ৷ এর আগেও মহামারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ৷ তিনি বলেছিলেন, "এখনই এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে না-পারলে আমরা ধুয়ে মুছে সাফ হয়ে যাব ৷"

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

টিকাকারণ নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেছিলেন, "দেশের অনেকেই ভেবেছিলেন যে কোভিডের দুটি অধ্যায়ের পর এই ভাইরাস হয়তো শেষ হয়ে গিয়েছে ৷ টিকাকরণ কর্মসুচি অবশ্যই আশার আলো, তবে দেড় বছর কেটে যাওয়ার পর এখনও ঝুঁকি রয়েছে মহামারির ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.