ETV Bharat / international

অ্যাপল না আপেল? সোশাল মিডিয়ায় ট্রোলড সুন্দরী পাক সঞ্চালিকা

অ্যাপল না আপেল? গুলিয়ে ফেলে সোশাল মিডিয়ায় হাসির খোরাক পাকিস্তান টিভি সঞ্চালিকা

পাক সঞ্চালিকা
author img

By

Published : Jul 8, 2019, 2:20 PM IST

Updated : Jul 8, 2019, 2:46 PM IST

ইসলামাবাদ, 8 জুলাই : অ্যাপল না আপেল? আদৌ কোনটা কী, গুলিয়ে ফেলতেই হল মুশকিল।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা লাইভ শো চলাকালীন অ্যাপল কম্পানির সঙ্গে আপেল ফলকে গুলিয়ে ফেললেন । সেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ট্রোলিংয়ের মুখে পড়েন সঞ্চালিকা ।

প্রতিভা রাই নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, "মন্তব্য করার আগে শুনুন ।" অপর এক জন টুইট করেছেন " আপেল বুদ্ধি নষ্ট করে দেয় ।"

দেখুন ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে স্টুডিয়োতে একজন প্যানেলিস্টের সঙ্গে টিভি সঞ্চালিকার কথোপকথন চলছে । সেখানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্যানেলিস্ট বলেন, "অ্যাপল কম্পানির একার বাজেটই পাকিস্তানের বার্ষিক বাজেটের তুলনায় বেশি ।"


তখনই সঞ্চালিকা অ্যাপল কম্পানির সঙ্গে গুলিয়ে ফেলেন আপেলের । তাঁর উত্তরে তিনি বলেন, "হ্যাঁ, আমি শুনেছি একটা আপেলের দাম অনেকটাই বেশি ।"

সঙ্গে সঙ্গেই প্যানেলিস্ট তাঁকে বলেন, তিনি অ্যাপল কম্পানি নিয়ে বলেছেন, আপেল ফলের কথা নয় । সোশাল মিডিয়ায় অনেকেই পাক সঞ্চালিকাকে নিয়ে মজা করলেও কেউ কেউ এটাকে আবার সামান্য ভুল বলেছেন।

ইসলামাবাদ, 8 জুলাই : অ্যাপল না আপেল? আদৌ কোনটা কী, গুলিয়ে ফেলতেই হল মুশকিল।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঞ্চালিকা লাইভ শো চলাকালীন অ্যাপল কম্পানির সঙ্গে আপেল ফলকে গুলিয়ে ফেললেন । সেই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ট্রোলিংয়ের মুখে পড়েন সঞ্চালিকা ।

প্রতিভা রাই নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, "মন্তব্য করার আগে শুনুন ।" অপর এক জন টুইট করেছেন " আপেল বুদ্ধি নষ্ট করে দেয় ।"

দেখুন ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যাচ্ছে যে স্টুডিয়োতে একজন প্যানেলিস্টের সঙ্গে টিভি সঞ্চালিকার কথোপকথন চলছে । সেখানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্যানেলিস্ট বলেন, "অ্যাপল কম্পানির একার বাজেটই পাকিস্তানের বার্ষিক বাজেটের তুলনায় বেশি ।"


তখনই সঞ্চালিকা অ্যাপল কম্পানির সঙ্গে গুলিয়ে ফেলেন আপেলের । তাঁর উত্তরে তিনি বলেন, "হ্যাঁ, আমি শুনেছি একটা আপেলের দাম অনেকটাই বেশি ।"

সঙ্গে সঙ্গেই প্যানেলিস্ট তাঁকে বলেন, তিনি অ্যাপল কম্পানি নিয়ে বলেছেন, আপেল ফলের কথা নয় । সোশাল মিডিয়ায় অনেকেই পাক সঞ্চালিকাকে নিয়ে মজা করলেও কেউ কেউ এটাকে আবার সামান্য ভুল বলেছেন।

New Delhi, July 08 (ANI): The process to evaluate an employee's performance can be stressful for both the employee and the employer. To make things easier, researchers have created a mobile-sensing system using smartphones, fitness bracelets and a custom app. The system works by monitoring the physical, emotional and behavioural well-being of workers to classify high and low performers. The new mobile-sensing system opens the way for consumer technology to help employees optimise their performance while also allowing companies to assess how individuals are doing in their jobs. The approach can be both a compliment and an alternative to traditional performance tools like interviews and self-evaluations. In the new system, a smartphone tracks physical activity, location, phone usage, and ambient light. A wearable fitness tracker monitors heart functions, sleep, stress, and body measurements like weight and calorie consumption. Location beacons placed in the home and office provide information on the time at work and breaks from the desk.
Last Updated : Jul 8, 2019, 2:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.