ETV Bharat / international

সেনা অভিযানে তালিবানদের কবল থেকে মুক্ত 83

নাগরিকদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয় । জঙ্গিরা সেনাদের পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ।

তালিবানদের কবল থেকে মুক্ত 83
author img

By

Published : Jun 6, 2019, 2:15 PM IST

ফরেব, 6 জুন : তালিবানদের কবল থেকে মুক্তি পেল 83 জন সাধারণ নাগরিক । গতকাল রাতে কায়সারের ফরেব জেলা থেকে আফগানি সেনারা তাদের উদ্ধার করে ।

আফগানি সেনার একটি বিশেষ দল, শাহিন ক্যর মুখপাত্র মহম্মদ হানিফ রেজ়ি জানিয়েছেন, নাগরিকদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয় । জঙ্গিরা সেনাদের পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । সেনা ক্যাম্পে নাগরিকদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে । এরপর তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে ।

এ বিষয়ে তালিবান জঙ্গিরা এখনও কিছু বলেনি । উল্লেখ্য, জঙ্গিরা মাঝেমধ্যেই গ্রাম ও হাইওয়ে থেকে সরকারি গুপ্তচর সন্দেহে সাধারণ নাগরিকদের আটক করে ।

ফরেব, 6 জুন : তালিবানদের কবল থেকে মুক্তি পেল 83 জন সাধারণ নাগরিক । গতকাল রাতে কায়সারের ফরেব জেলা থেকে আফগানি সেনারা তাদের উদ্ধার করে ।

আফগানি সেনার একটি বিশেষ দল, শাহিন ক্যর মুখপাত্র মহম্মদ হানিফ রেজ়ি জানিয়েছেন, নাগরিকদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয় । জঙ্গিরা সেনাদের পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । সেনা ক্যাম্পে নাগরিকদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে । এরপর তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে ।

এ বিষয়ে তালিবান জঙ্গিরা এখনও কিছু বলেনি । উল্লেখ্য, জঙ্গিরা মাঝেমধ্যেই গ্রাম ও হাইওয়ে থেকে সরকারি গুপ্তচর সন্দেহে সাধারণ নাগরিকদের আটক করে ।


Bhadohi (Uttar Pradesh), May 05 (ANI): Prime Minister Narendra Modi visited Uttar Pradesh's Bhadohi on Sunday. He said, "850 people of our country were locked up in jails of Saudi Arabia. Few days back, Crown Prince visited India. Month of Ramadan is approaching, I requested him to release them so that they can come home for Ramadan. He accepted my proposal and released tm even before Ramzan."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.