ফরেব, 6 জুন : তালিবানদের কবল থেকে মুক্তি পেল 83 জন সাধারণ নাগরিক । গতকাল রাতে কায়সারের ফরেব জেলা থেকে আফগানি সেনারা তাদের উদ্ধার করে ।
আফগানি সেনার একটি বিশেষ দল, শাহিন ক্যর মুখপাত্র মহম্মদ হানিফ রেজ়ি জানিয়েছেন, নাগরিকদের উদ্ধারে বিশেষ অভিযান চালানো হয় । জঙ্গিরা সেনাদের পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় । সেনা ক্যাম্পে নাগরিকদের নাম নথিভুক্তকরণের কাজ চলছে । এরপর তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে ।
এ বিষয়ে তালিবান জঙ্গিরা এখনও কিছু বলেনি । উল্লেখ্য, জঙ্গিরা মাঝেমধ্যেই গ্রাম ও হাইওয়ে থেকে সরকারি গুপ্তচর সন্দেহে সাধারণ নাগরিকদের আটক করে ।