কাবুল, 22 অগস্ট: আবারও ভয়ংকর ঘটনার সাক্ষী থাকল কাবুল বিমানবন্দর ৷ তালিবানের (Taliban) আতঙ্কে দেশ ছেড়ে পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত 7 জন আফগান (Afghanistan) নাগরিক ৷ যুদ্ধে দীর্ণ আফগানিস্তান থেকে পালাতে কাবুল বিমানবন্দরে (Kabul Airport) হুড়োহুড়ি পড়ে গেলে শূন্যে গুলি চালায় তালিবান ৷ সেই দেখে দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে পালাতে গিয়ে পদপিষ্ট হন অনেকে ৷
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রবিবার এই খবর নিশ্চিত করা হয়েছে ৷ তারা জানায়, হাজার হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় কাবুল বিমানবন্দরে ভিড় জমিয়েছেন ৷ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, "কাবুল বিমানবন্দরে জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত 7 আফগান নাগরিকের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷"
আরও পড়ুন: MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ
কাবুলে জনতার ভিড় দেখে তালিবান গুলি চালালে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ প্রাণে বাঁচতে ছুটতে গিয়ে হুড়মুড়িয়ে মাটিতে পড়ে যান বহু মানুষ ৷ তাঁদের পায়ে দলেই এগিয়ে যেতে থাকেন অন্যরা ৷ আতঙ্কে সবাই তখন বিচারবুদ্ধি হারিয়েছেন ৷ এর ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷
তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই আফগানিস্তান ছেড়ে পালানোর মরিয়া চেষ্টায় মানুষের ঢল নেমেছে কাবুল বিমানবন্দরে ৷ বিমানে উঠতে না-পেরে বিমানের চাকা জড়িয়ে পালানোর মর্মান্তিক দৃশ্যে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব ৷ বিমানের চাকা থেকে মেলে দেহাংশও ৷ শনিবারই মার্কিন দূতাবাস নয়া নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করে মার্কিন প্রশাসনের প্রতিনিধির নির্দেশ ছাড়া কাবুল বিমানবন্দরে যেতে নিষেধ করে দেয় ৷ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি জারি করে জানায়, "পরিস্থিতি খুবই প্রতিকূল ৷ তবে নাগরিকদের সুরক্ষিত রাখতে যা যা করা সম্ভব তা আমরা করছি ৷"
আরও পড়ুন: Afghanistan Crisis : আফগানিস্তান থেকে ফিরতে বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে 5 দিনে 2000 ফোন !
কাবুল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা মানুষদের সাহায্য করতে দেখা গিয়েছে ব্রিটিশ ও পশ্চিমি দেশের সেনাদের ৷ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ায় তাঁরা হোস পাইপ দিয়ে জনতার গায়ে জল ছুড়ে দিচ্ছেন, পানীয় জলের বোতল বিলি করছেন ৷
আরও পড়ুন: Evacuation from Afghanistan : 107 জন ভারতীয়কে নিয়ে দেশের মাটি ছুঁল বায়ুসেনার বিমান
এদিকে, নয়া সরকার গঠনের জন্য আলোচনা চালাতে কাবুলে পৌঁছেছেন তালিবানের শীর্ষ নেতারা ৷ দিন দুয়েক আগেই কাতার থেকে কান্দহার গিয়েছেন মুল্লাহ আবদুল গনি বরাদর ৷ যিনি 2020 সালে আমেরিকার সঙ্গে জঙ্গিদের শান্তি চুক্তিতে সমঝোতা করেছিলেন ৷ তালিবান ও আফগান সরকারের আধিকারিকদের সঙ্গে সমঝোতায় তিনিই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে ৷