ফেয়েত্তেভিল, 2 নভেম্বর : আবারও ট্রাম্পের নিশানায় চিন । রবিবার এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “চিন যা করেছে তা অ্যামেরিকা কখনও ভুলবে না । কোরোনা ভাইরাস অ্যামেরিকার অর্থনীতি বিধ্বস্ত করে দিয়েছে ।”
ট্রাম্প বলেন, “অ্যামেরিকার ইতিহাসে অর্থনীতি তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল । কিন্তু চিন থেকে একটি ভাইরাস এসে সব নষ্ট করে দিল । এত কিছুর পরও আমরা দুই মিলিয়ন মানুষের জীবন বাঁচাতে পেরেছি । কিন্তু যা হয়েছে তা ঠিক হয়নি । আমরা ভুলব না চিন যা করেছে । আমরা তা ভুলতে পারি না ।” কোরোনা ভাইরাস নিয়ে চিনকে প্রথম থেকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । কোরোনা সংক্রমণের সবথেকে বেশি প্রভাব পড়েছে অ্যামেরিকায় । 2 লাখ 31 হাজার মানুষের মৃত্যু হয়েছে । বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে ।
গতকাল নির্বাচনী সভা থেকে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে চিনের প্রতি নরমপন্থা নিয়ে কটাক্ষ করেন ট্রাম্প । তাঁঁর অভিযোগ, বেজিং চাইছে নির্বাচনে বিডেন জিতুন । প্রতিপক্ষ প্রার্থীকে ঘুমন্ত বলে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প । গতকাল মোট পাঁচটি জনসভায় যোগ দেন ডোনাল্ড ট্রাম্প । আজ আরও পাঁচটি জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা । আগামীকাল সেখানে প্রেসিডেন্ট নির্বাচন ।