ETV Bharat / international

আমেরিকার সুপারমার্কেটে বন্দুকবাজের হামলা, মৃত 10 - বন্দুকবাজের হামলা

কিং সুপারস স্টোর নামে একটি সুপারমার্কেটে বিকেল তিনটের একটু আগে ঘটনাটি ঘটে ৷ প্রাণ বাঁচাতে পিছনে দরজা দিয়ে পালিয়ে যান অনেকে ৷

Cop Among  In US Supermarket Shooting, Suspect In Custody
Cop Among In US Supermarket Shooting, Suspect In Custody
author img

By

Published : Mar 23, 2021, 8:07 AM IST

Updated : Mar 23, 2021, 8:24 AM IST

বোল্ডার (কলোরাডো), 23 মার্চ : সুপারমার্কেটে ঢুকে এলোপাথাড়ি গুলি ৷ কিছু বােঝার আগেই মেঝেতে পড়ল একের পর এক রক্তাক্ত দেহ ৷ আমেরিকার দক্ষিণ কলোরাডোর বোল্ডার শহরে ঘটল এমনই ভয়ঙ্কর ঘটনা ৷ বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত্য়ু হয়েছে এক পুলিশকর্মীরও ৷ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ডেনভারের থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শহর হল বোল্ডার ৷ সোমবার কিং সুপারস স্টোর নামে একটি সুপারমার্কেটে বিকেল তিনটের একটু আগে ঘটনাটি ঘটে ৷ সেই সময় স্টোরে উপস্থিত ক্রেতারা জানিয়েছেন, হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায় ৷ প্রাণ বাঁচাতে পিছনের দরজা দিয়ে তাঁরা পালিয়ে যান ৷ তাঁদের মধ্যে কেউ পুলিশে খবর দেন ৷ মিনিট খানেকের মধ্যে ওই সুপারমার্কেট ঘিরে ফেলে পুলিশ ৷ অভিযুক্তকে ধরতে গিয়ে এক পুলিশকর্মীর মৃত্যু হয় ৷ রক্তাক্ত অবস্থায় ওই বন্দুকবাজকে গ্রেপ্তার করে পুলিশ ৷

আরও পড়ুন : জর্জিয়ার 3 মাসাজ পার্লারে দুষ্কৃতী হামলা, মৃত 7

বোল্ডার পুলিশ কমান্ডার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, "ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মৃতদের মধ্যে বোল্ডারের এক পুলিশ কর্মীও রয়েছেন ৷" সিসিটিভি ভিডিয়োতে দেখা গিয়েছে, শ্বেতবর্ণের মাঝারি বয়সের খালি গায়ের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ৷ তার গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ যদিও ওই ব্যক্তিই অভিযুক্ত কি না তা খোলসা করেনি পুলিশ ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : ফের সোশাল মিডিয়ায় ট্রাম্প ?

বোল্ডার (কলোরাডো), 23 মার্চ : সুপারমার্কেটে ঢুকে এলোপাথাড়ি গুলি ৷ কিছু বােঝার আগেই মেঝেতে পড়ল একের পর এক রক্তাক্ত দেহ ৷ আমেরিকার দক্ষিণ কলোরাডোর বোল্ডার শহরে ঘটল এমনই ভয়ঙ্কর ঘটনা ৷ বন্দুকবাজের অতর্কিত হামলায় মৃত্য়ু হয়েছে এক পুলিশকর্মীরও ৷ কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ডেনভারের থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত শহর হল বোল্ডার ৷ সোমবার কিং সুপারস স্টোর নামে একটি সুপারমার্কেটে বিকেল তিনটের একটু আগে ঘটনাটি ঘটে ৷ সেই সময় স্টোরে উপস্থিত ক্রেতারা জানিয়েছেন, হঠাৎ করে গুলির আওয়াজ শোনা যায় ৷ প্রাণ বাঁচাতে পিছনের দরজা দিয়ে তাঁরা পালিয়ে যান ৷ তাঁদের মধ্যে কেউ পুলিশে খবর দেন ৷ মিনিট খানেকের মধ্যে ওই সুপারমার্কেট ঘিরে ফেলে পুলিশ ৷ অভিযুক্তকে ধরতে গিয়ে এক পুলিশকর্মীর মৃত্যু হয় ৷ রক্তাক্ত অবস্থায় ওই বন্দুকবাজকে গ্রেপ্তার করে পুলিশ ৷

আরও পড়ুন : জর্জিয়ার 3 মাসাজ পার্লারে দুষ্কৃতী হামলা, মৃত 7

বোল্ডার পুলিশ কমান্ডার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, "ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মৃতদের মধ্যে বোল্ডারের এক পুলিশ কর্মীও রয়েছেন ৷" সিসিটিভি ভিডিয়োতে দেখা গিয়েছে, শ্বেতবর্ণের মাঝারি বয়সের খালি গায়ের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ৷ তার গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে ৷ যদিও ওই ব্যক্তিই অভিযুক্ত কি না তা খোলসা করেনি পুলিশ ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সম্ভাব্য কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : ফের সোশাল মিডিয়ায় ট্রাম্প ?

Last Updated : Mar 23, 2021, 8:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.