ETV Bharat / international

Kabul Airport Blast : তোমাদের খুঁজে বের করব, এর মূল্য দিতে হবে; আইসিসকে হুঁশিয়ারি বাইডেনের - Presiden Jon Biden on blast

কাবুল বিমানবন্দরের হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ জঙ্গি গোষ্ঠীটিকে উচিত শিক্ষা দেবেন বলে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন
প্রেসিডেন্ট বাইডেন
author img

By

Published : Aug 27, 2021, 7:29 AM IST

Updated : Aug 27, 2021, 9:42 AM IST

ওয়াশিংটন, 27 অগস্ট : কাবুল বিমানবন্দরের হামলায় 72 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে 12 জন আমেরিকার সেনা ৷ ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ এই হামলা সংক্রান্ত বিবৃতি দিতে গিয়ে জঙ্গিদের হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি বলেন, বড় কোনও সামরিক অভিযান লাগবে না ৷ আমরা তোমাদের খুঁজে বের করব ৷

বাইডেন জানান, ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি গোষ্ঠীর (Islamic State-Khorasan terror group) নেতারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে, তা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে আমেরিকার কাছে ৷ তিনি বলেন, "আইএসআইএস-এর যে নেতারা এর বিস্ফোরণের নির্দেশ দিয়েছে, তাদের খুঁজে বার করা হবে ৷ আমরা পুরোপুরি নিশ্চিত না হলেও অনুমান করতে পারি কারা এই কাজ করিয়েছে ৷ বিশাল কোনও সামরিক অভিযান ছাড়া কিভাবে তাদের সন্ধান পেতে হয়, সেই উপায় আমরা বের করে ফেলব ৷"

বাইডেন আরও বলেন, "যারা এই কাজ করেছে, তাদের জেনা রাখা ভাল, আমরা ভুলব না । তোমাদের এর মূল্য চোকাতে হবে ।"

আরও পড়ুন : Kabul Airport Blast : বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেটের দাবি মৃত 160

তালিবানরা কাবুলের দখলের নেওয়ার পর ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি গোষ্ঠীর বহু সদস্যকে আফগানিস্তানের জেল থেকে ছেড়ে দেয় ৷ তারপর থেকে এই জঙ্গি গোষ্ঠী মার্কিন সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল। একথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন ৷

ওয়াশিংটন, 27 অগস্ট : কাবুল বিমানবন্দরের হামলায় 72 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে 12 জন আমেরিকার সেনা ৷ ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ৷ এই হামলা সংক্রান্ত বিবৃতি দিতে গিয়ে জঙ্গিদের হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তিনি বলেন, বড় কোনও সামরিক অভিযান লাগবে না ৷ আমরা তোমাদের খুঁজে বের করব ৷

বাইডেন জানান, ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি গোষ্ঠীর (Islamic State-Khorasan terror group) নেতারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে, তা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে আমেরিকার কাছে ৷ তিনি বলেন, "আইএসআইএস-এর যে নেতারা এর বিস্ফোরণের নির্দেশ দিয়েছে, তাদের খুঁজে বার করা হবে ৷ আমরা পুরোপুরি নিশ্চিত না হলেও অনুমান করতে পারি কারা এই কাজ করিয়েছে ৷ বিশাল কোনও সামরিক অভিযান ছাড়া কিভাবে তাদের সন্ধান পেতে হয়, সেই উপায় আমরা বের করে ফেলব ৷"

বাইডেন আরও বলেন, "যারা এই কাজ করেছে, তাদের জেনা রাখা ভাল, আমরা ভুলব না । তোমাদের এর মূল্য চোকাতে হবে ।"

আরও পড়ুন : Kabul Airport Blast : বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেটের দাবি মৃত 160

তালিবানরা কাবুলের দখলের নেওয়ার পর ইসলামিক স্টেট-খোরাসান জঙ্গি গোষ্ঠীর বহু সদস্যকে আফগানিস্তানের জেল থেকে ছেড়ে দেয় ৷ তারপর থেকে এই জঙ্গি গোষ্ঠী মার্কিন সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল। একথাও উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন ৷

Last Updated : Aug 27, 2021, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.