ETV Bharat / international

Modi-Harris meet : ভারত আমেরিকার খুব গুরুত্বপূর্ণ সহযোগী, প্রধানমন্ত্রীকে জানালেন কমলা হ্যারিস

প্রথমবার একের অপরের সঙ্গে দেখা করলেন দু'জনে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ আমেরিকা আর ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ বেশ কিছু সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় দু'জনের মধ্যে ৷ কমলা হ্যারিসকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছেন মোদি ৷

প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট
author img

By

Published : Sep 24, 2021, 9:53 AM IST

Updated : Sep 24, 2021, 2:30 PM IST

ওয়াশিংটন, 24 সেপ্টেম্বর : মুখোমুখি দেখা গেল নরেন্দ্র মোদি-কমলা হ্যারিসের ৷ বৃহস্পতিবার হোয়াইট হাউজে (White House) প্রথম সাক্ষাতে হ্যারিসকে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) ৷ বললেন, "আপনার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়া একটা ঐতিহাসিক ঘটনা ৷ বিশ্বে অনেকেই আপনাকে দেখে উৎসাহিত বোধ করেন ৷" এর আগে জুন মাসে ভারতের কোভিড-19 পরিস্থিতি নিয়ে কমলা হ্যারিসের ( US Vice President Kamala Harris ) সঙ্গে ফোনে কথা হয়েছিল মোদির ৷

এদিন কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে মোদি জানান, ভারত আর আমেরিকার মধ্যে সহযোগিতার সম্পর্ক ‘স্বাভাবিক’ (natural partners) ৷ বৈঠকে দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব (strategic partnership), বিশ্বের বেশ কিছু সাধারণ বিষয় যেমন গণতান্ত্রিক পরিস্থিতির বর্তমান সংকট, আফগানিস্তান এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল (Indo-Pacific) নিয়ে আলোচনা হয় ৷

সাংবাদিকদের সামনে কমলা হ্যারিসের উপস্থিতিতে মোদি বলেন, "ভারত আর আমেরিকার মধ্যে সহযোগিতার সম্পর্ক হওয়াটা খুব স্বাভাবিক ৷ আমাদের মূল্যবোধ একই রকম, ভূ-রাজনৈতিক স্বার্থও এক ৷" এর সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ভারত আর আমেরিকার গণতন্ত্র বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে পুরনো ৷ দু'দেশের মধ্যে মূল্যবোধ, সহযোগিতা আর সমন্বয় ধীরে ধীরে বাড়ছে ৷ তিনি বলেন, "আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট বাইডেন আর আপনার নেতৃত্বে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছাবে ৷" তিনি ভাইস প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানান ৷ প্রসঙ্গত উল্লেখ্য কমলা হ্যারিসের মা (Shyamala Gopalan) ভারতীয়, তামিলনাড়ুতে থাকতেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

  • Both @POTUS and you assumed office at a time when our planet faced very tough challenges. In a short time you have had many achievements to your credit be it ok COVID-19, climate change or the Quad: PM @narendramodi to @VP

    — PMO India (@PMOIndia) September 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জো বাইডেনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার গুরুত্ব প্রসঙ্গে মোদি বলেন, "যখন আমাদের গ্রহ খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, সেই সময় আপনারা দু'জনে আমেরিকার দায়িত্বভার নিয়েছেন ৷ খুব কম সময়ের মধ্যে আপনারা অনেক কিছুর মোকাবিলা করার কৃতিত্ব অর্জন করেছেন ৷ সেটা কোভিড-19 হোক, জলবায়ু পরিবর্তন বা কোয়াড ৷"

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের আধিপত্য বিস্তার প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, "আমেরিকা সব সময় উন্মুক্ত এবং স্বাধীন ইন্দো-প্যাসিফিকের উপর জোর দিয়েছে ৷" ভারত, আমেরিকা এবং অন্য শক্তিশালী দেশগুলি বারে বারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে চিনের আগ্রাসন থেকে মুক্ত করার কথা জানিয়েছে ৷ বিশ্বে দেশগুলির মধ্যে এখন সংযোগ আরও বেড়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা আজ কোভিড-19, জলবায়ু সংকটের মতো চ্যালেঞ্জের মুখোমুখি ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আমরা একই রকম চিন্তাভাবনা করছি, যা গুরুত্বপূর্ণ ৷"

জলবায়ু সংকটে ভারতের ন্যাশনাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "দু'দেশই জলবায়ু পরিবর্তন নিয়ে একে অপরের মধ্যে সমন্বয়ের গুরত্বের কথা স্বীকার করেছি ৷ প্রধানমন্ত্রী পুনর্ব্যবহারযোগ্য শক্তির (renewable energy) দিকে ভারতকে নিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি ন্যাশনাল হাইড্রোজেন মিশন চালু করেছেন ৷ এমনকি জলবায়ুর স্থায়িত্বের কথা মাথায় রেখে জীবনযাপনের ধরন বদলানোর উপরও জোর দিচ্ছেন ৷"

  • Glad to have met @VP @KamalaHarris. Her feat has inspired the entire world. We talked about multiple subjects that will further cement the India-USA friendship, which is based on shared values and cultural linkages. pic.twitter.com/46SvKo2Oxv

    — Narendra Modi (@narendramodi) September 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতে কোভিড-19 পরিস্থিতি যখন খুব খারাপ ছিল, সেই সময় কমলা হ্যারিসের সঙ্গে মোদির ফোনে কথা হয়েছিল ৷ সে দিনের কথা মনে করে মোদি বলেন, "কোভিড-19 সংক্রমণের সাংঘাতিক ঢেউয়ের সময় একটা কঠিন যুদ্ধ চলছিল ৷ আমার মনে আছে, সেই সময় আপনি পাশে থাকার কথা জানিয়েছিলেন ৷" সেই কথাগুলো যেন পরিবারের কেউ বলছেন, এতটাই আন্তরিক ছিল জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সে সময় যে শব্দগুলো আপনি ব্যবহার করেছিলেন, তাতে মনে হয়েছিল আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ আমি সব সময় সে কথাগুলি মনে রাখব আর আমাদের অন্তরের গভীর থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷" মোদি জানান, ভারত যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছিল, সে সময় আমেরিকার সরকার, আমেরিকার কোম্পানিগুলি এবং আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা সেই লড়াইয়ের মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছিল ৷ ভারতীয় বংশোদ্ভূত 40 লক্ষ মানুষ দু'দেশের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধন হিসেবে রয়েছে, জানান মোদি ৷

আরও পড়ুন : Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের

ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ভারতকে আমেরিকার ‘খুবই গুরুত্বপূর্ণ সহযোগী’ (very important partner) হিসেবে উল্লেখ করে নয়া দিল্লির ভ্যাকসিন রফতানিকে স্বাগত জানান ৷ এ বছর এপ্রিলে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় ভারত দেশের বাইরে ভ্যাকসিন পাঠানো বন্ধ করে দিয়েছিল ৷ এই সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ফের 'ভ্যাকসিন মৈত্রী'র (Vaccine Maitri) মাধ্যমে ভ্যাকসিন পাঠানোর কথা ঘোষণা করেছেন ৷ আর পাশাপাশি কোভ্যাক্স (COVAX) প্রকল্পে অন্য দেশগুলিকে ভ্যাকসিন পাঠানোর প্রতিশ্রুতি পূরণ করার কথাও জানিয়েছেন ৷

কমলা হ্যারিস দু'দেশের গণতন্ত্র রক্ষার কথা জানিয়ে বলেন, "বিশ্বজুড়ে গণতন্ত্র সংকটের মুখে, হুমকির মুখে ৷ সব দেশের গণতান্ত্রিক নীতিগুলি মেনে চলা খুবই জরুরি ৷ নিজের ঘরে গণতন্ত্রকে মজবুত করতে যা করা উচিত, তা বজায় রেখে চলা এবং দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করা অবশ্য কর্তব্য ৷"

বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) জানিয়েছেন, কমলা হ্যারিস নিজে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের নাম উল্লখে করেছেন ৷ হ্যারিস জানিয়েছেন, বহু জঙ্গি গোষ্ঠী সেখানে কাজ করছে ৷ তিনি পাকিস্তানকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ৷ যাতে এই জঙ্গি গোষ্ঠীগুলি আমেরিকা বা ভারতের নিরাপত্তাকে প্রভাবিত করতে না পারে ৷

আজ শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের (President Joe Biden) সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ পাশাপাশি কোয়াড গোষ্ঠীর নেতাদের (Quad Leaders' Summit) সঙ্গেও বৈঠকে অংশ নেবেন মোদি ৷

ওয়াশিংটন, 24 সেপ্টেম্বর : মুখোমুখি দেখা গেল নরেন্দ্র মোদি-কমলা হ্যারিসের ৷ বৃহস্পতিবার হোয়াইট হাউজে (White House) প্রথম সাক্ষাতে হ্যারিসকে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) ৷ বললেন, "আপনার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হওয়া একটা ঐতিহাসিক ঘটনা ৷ বিশ্বে অনেকেই আপনাকে দেখে উৎসাহিত বোধ করেন ৷" এর আগে জুন মাসে ভারতের কোভিড-19 পরিস্থিতি নিয়ে কমলা হ্যারিসের ( US Vice President Kamala Harris ) সঙ্গে ফোনে কথা হয়েছিল মোদির ৷

এদিন কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে মোদি জানান, ভারত আর আমেরিকার মধ্যে সহযোগিতার সম্পর্ক ‘স্বাভাবিক’ (natural partners) ৷ বৈঠকে দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব (strategic partnership), বিশ্বের বেশ কিছু সাধারণ বিষয় যেমন গণতান্ত্রিক পরিস্থিতির বর্তমান সংকট, আফগানিস্তান এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল (Indo-Pacific) নিয়ে আলোচনা হয় ৷

সাংবাদিকদের সামনে কমলা হ্যারিসের উপস্থিতিতে মোদি বলেন, "ভারত আর আমেরিকার মধ্যে সহযোগিতার সম্পর্ক হওয়াটা খুব স্বাভাবিক ৷ আমাদের মূল্যবোধ একই রকম, ভূ-রাজনৈতিক স্বার্থও এক ৷" এর সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ভারত আর আমেরিকার গণতন্ত্র বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে পুরনো ৷ দু'দেশের মধ্যে মূল্যবোধ, সহযোগিতা আর সমন্বয় ধীরে ধীরে বাড়ছে ৷ তিনি বলেন, "আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে প্রেসিডেন্ট বাইডেন আর আপনার নেতৃত্বে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছাবে ৷" তিনি ভাইস প্রেসিডেন্টকে ভারতে আসার আমন্ত্রণ জানান ৷ প্রসঙ্গত উল্লেখ্য কমলা হ্যারিসের মা (Shyamala Gopalan) ভারতীয়, তামিলনাড়ুতে থাকতেন ৷

আরও পড়ুন : Narendra Modi : ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়ে ওয়াশিংটনের পথে মোদি

  • Both @POTUS and you assumed office at a time when our planet faced very tough challenges. In a short time you have had many achievements to your credit be it ok COVID-19, climate change or the Quad: PM @narendramodi to @VP

    — PMO India (@PMOIndia) September 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জো বাইডেনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার গুরুত্ব প্রসঙ্গে মোদি বলেন, "যখন আমাদের গ্রহ খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, সেই সময় আপনারা দু'জনে আমেরিকার দায়িত্বভার নিয়েছেন ৷ খুব কম সময়ের মধ্যে আপনারা অনেক কিছুর মোকাবিলা করার কৃতিত্ব অর্জন করেছেন ৷ সেটা কোভিড-19 হোক, জলবায়ু পরিবর্তন বা কোয়াড ৷"

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের আধিপত্য বিস্তার প্রসঙ্গে কমলা হ্যারিস বলেন, "আমেরিকা সব সময় উন্মুক্ত এবং স্বাধীন ইন্দো-প্যাসিফিকের উপর জোর দিয়েছে ৷" ভারত, আমেরিকা এবং অন্য শক্তিশালী দেশগুলি বারে বারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে চিনের আগ্রাসন থেকে মুক্ত করার কথা জানিয়েছে ৷ বিশ্বে দেশগুলির মধ্যে এখন সংযোগ আরও বেড়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা আজ কোভিড-19, জলবায়ু সংকটের মতো চ্যালেঞ্জের মুখোমুখি ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আমরা একই রকম চিন্তাভাবনা করছি, যা গুরুত্বপূর্ণ ৷"

জলবায়ু সংকটে ভারতের ন্যাশনাল হাইড্রোজেন মিশনের (National Hydrogen Mission) কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "দু'দেশই জলবায়ু পরিবর্তন নিয়ে একে অপরের মধ্যে সমন্বয়ের গুরত্বের কথা স্বীকার করেছি ৷ প্রধানমন্ত্রী পুনর্ব্যবহারযোগ্য শক্তির (renewable energy) দিকে ভারতকে নিয়ে যাচ্ছেন এবং সম্প্রতি ন্যাশনাল হাইড্রোজেন মিশন চালু করেছেন ৷ এমনকি জলবায়ুর স্থায়িত্বের কথা মাথায় রেখে জীবনযাপনের ধরন বদলানোর উপরও জোর দিচ্ছেন ৷"

  • Glad to have met @VP @KamalaHarris. Her feat has inspired the entire world. We talked about multiple subjects that will further cement the India-USA friendship, which is based on shared values and cultural linkages. pic.twitter.com/46SvKo2Oxv

    — Narendra Modi (@narendramodi) September 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতে কোভিড-19 পরিস্থিতি যখন খুব খারাপ ছিল, সেই সময় কমলা হ্যারিসের সঙ্গে মোদির ফোনে কথা হয়েছিল ৷ সে দিনের কথা মনে করে মোদি বলেন, "কোভিড-19 সংক্রমণের সাংঘাতিক ঢেউয়ের সময় একটা কঠিন যুদ্ধ চলছিল ৷ আমার মনে আছে, সেই সময় আপনি পাশে থাকার কথা জানিয়েছিলেন ৷" সেই কথাগুলো যেন পরিবারের কেউ বলছেন, এতটাই আন্তরিক ছিল জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সে সময় যে শব্দগুলো আপনি ব্যবহার করেছিলেন, তাতে মনে হয়েছিল আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ আমি সব সময় সে কথাগুলি মনে রাখব আর আমাদের অন্তরের গভীর থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ৷" মোদি জানান, ভারত যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছিল, সে সময় আমেরিকার সরকার, আমেরিকার কোম্পানিগুলি এবং আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা সেই লড়াইয়ের মোকাবিলায় ভারতের পাশে দাঁড়িয়েছিল ৷ ভারতীয় বংশোদ্ভূত 40 লক্ষ মানুষ দু'দেশের মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধন হিসেবে রয়েছে, জানান মোদি ৷

আরও পড়ুন : Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের

ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ভারতকে আমেরিকার ‘খুবই গুরুত্বপূর্ণ সহযোগী’ (very important partner) হিসেবে উল্লেখ করে নয়া দিল্লির ভ্যাকসিন রফতানিকে স্বাগত জানান ৷ এ বছর এপ্রিলে দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময় ভারত দেশের বাইরে ভ্যাকসিন পাঠানো বন্ধ করে দিয়েছিল ৷ এই সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ফের 'ভ্যাকসিন মৈত্রী'র (Vaccine Maitri) মাধ্যমে ভ্যাকসিন পাঠানোর কথা ঘোষণা করেছেন ৷ আর পাশাপাশি কোভ্যাক্স (COVAX) প্রকল্পে অন্য দেশগুলিকে ভ্যাকসিন পাঠানোর প্রতিশ্রুতি পূরণ করার কথাও জানিয়েছেন ৷

কমলা হ্যারিস দু'দেশের গণতন্ত্র রক্ষার কথা জানিয়ে বলেন, "বিশ্বজুড়ে গণতন্ত্র সংকটের মুখে, হুমকির মুখে ৷ সব দেশের গণতান্ত্রিক নীতিগুলি মেনে চলা খুবই জরুরি ৷ নিজের ঘরে গণতন্ত্রকে মজবুত করতে যা করা উচিত, তা বজায় রেখে চলা এবং দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করা অবশ্য কর্তব্য ৷"

বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) জানিয়েছেন, কমলা হ্যারিস নিজে জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের নাম উল্লখে করেছেন ৷ হ্যারিস জানিয়েছেন, বহু জঙ্গি গোষ্ঠী সেখানে কাজ করছে ৷ তিনি পাকিস্তানকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ৷ যাতে এই জঙ্গি গোষ্ঠীগুলি আমেরিকা বা ভারতের নিরাপত্তাকে প্রভাবিত করতে না পারে ৷

আজ শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের (President Joe Biden) সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ পাশাপাশি কোয়াড গোষ্ঠীর নেতাদের (Quad Leaders' Summit) সঙ্গেও বৈঠকে অংশ নেবেন মোদি ৷

Last Updated : Sep 24, 2021, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.