ETV Bharat / international

জঙ্গিদের প্রতি পাকিস্তানের সমর্থনই আলোচনায় বাধা দিচ্ছে : অ্যামেরিকা - Pakistan's Support For Terror Groups

সীমান্ত সন্ত্রাসবাদে জড়িতদের সমর্থন জানাচ্ছে ইসলামাবাদ ৷ সেকারণেই ভারতের সঙ্গে আলোচনায় বাধা তৈরি হয়েছে ৷ মনে করছে অ্যামেরিকা ৷ সম্প্রতি ইমরান খান বলেছিলেন, "কাশ্মীরে সন্ত্রাস চালিয়ে যাওয়া পাকিস্তান থেকে আসা জঙ্গিরা কাশ্মির ও পাকিস্তান উভয়েরই শত্রু ৷" পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেও স্বাগত জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস ৷

নরেন্দ্র মোদি ও ইমরান খান
author img

By

Published : Oct 22, 2019, 12:46 PM IST

ওয়াশিংটন, 22 অক্টোবর : সিমলা চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মুখোমুখি বসে কথা বলে সমস্যার সমাধান করে নেওয়া উচিত ৷ কিন্তু, সীমান্ত সন্ত্রাসবাদে জড়িতদের প্রতি ইসলামাবাদের মদত দুই দেশের আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে অ্যামেরিকা ৷

দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস বলেন, "আমরা বিশ্বাস করি যে, 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী, ভারত-পাকিস্তানের মুখোমুখি বসে কথা বলা উচিত ৷ একমাত্র তাতেই দুই দেশের মধ্যে তৈরি উত্তেজনা কমার সর্বাধিক সম্ভাবনা রয়েছে ৷"

তিনি আরও বলেন, "2002 থেকে 2007 ব্যাকচ্যানেল আলোচনার সময় ভারত ও পাকিস্তান কাশ্মীর সহ বেশ কয়েকটি ইশু নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ৷"

কিন্তু, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনার পরিস্থিতি নেই ৷ তাঁর কথায়, "উৎপাদনশীল দ্বিপাক্ষিক আলোচনা শুরুর জন্য আস্থা বাড়াতে হবে ৷ সীমান্তে সন্ত্রাসবাদে জড়িত জঙ্গিগোষ্ঠীগুলির পক্ষে পাকিস্তানের অব্যাহত সমর্থন এই আলোচনার পথে বাধা তৈরি করেছে ৷"

প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানান ওয়েলস ৷ ইমরান খান বলেছিলেন, "কাশ্মীরে সন্ত্রাস চালিয়ে যাওয়া পাকিস্তান থেকে আসা জঙ্গিরা কাশ্মির ও পাকিস্তান দুই দেশেরই শত্রু ৷"

পাকিস্তানকে সতর্ক করে ওয়েলস বলেন, "জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার মতো পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গি গোষ্ঠীগুলি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে ৷ পাকিস্তান কর্তৃপক্ষ তাদের কাজের জন্য দায়বদ্ধ রয়েছেন ৷ আমরা বিশ্বাস করি যে, পাকিস্তান তার ভূখণ্ডের জঙ্গিদের বিরুদ্ধে ঠিকঠাক পদক্ষেপ নিলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে মুখোমুখি কথা বলে সাফল্য আসবে৷"

অ্যামেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পে এর আগে একাধিকবার ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার বলেছেন ৷ তিনি বলেন, "অ্যামেরিকা কাশ্মিরীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে ৷ কিন্তু জঙ্গিদের কাজকে নিন্দা করে ৷"

ওয়াশিংটন, 22 অক্টোবর : সিমলা চুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তানের মুখোমুখি বসে কথা বলে সমস্যার সমাধান করে নেওয়া উচিত ৷ কিন্তু, সীমান্ত সন্ত্রাসবাদে জড়িতদের প্রতি ইসলামাবাদের মদত দুই দেশের আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে অ্যামেরিকা ৷

দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস বলেন, "আমরা বিশ্বাস করি যে, 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী, ভারত-পাকিস্তানের মুখোমুখি বসে কথা বলা উচিত ৷ একমাত্র তাতেই দুই দেশের মধ্যে তৈরি উত্তেজনা কমার সর্বাধিক সম্ভাবনা রয়েছে ৷"

তিনি আরও বলেন, "2002 থেকে 2007 ব্যাকচ্যানেল আলোচনার সময় ভারত ও পাকিস্তান কাশ্মীর সহ বেশ কয়েকটি ইশু নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ৷"

কিন্তু, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনার পরিস্থিতি নেই ৷ তাঁর কথায়, "উৎপাদনশীল দ্বিপাক্ষিক আলোচনা শুরুর জন্য আস্থা বাড়াতে হবে ৷ সীমান্তে সন্ত্রাসবাদে জড়িত জঙ্গিগোষ্ঠীগুলির পক্ষে পাকিস্তানের অব্যাহত সমর্থন এই আলোচনার পথে বাধা তৈরি করেছে ৷"

প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বক্তব্যকে স্বাগত জানান ওয়েলস ৷ ইমরান খান বলেছিলেন, "কাশ্মীরে সন্ত্রাস চালিয়ে যাওয়া পাকিস্তান থেকে আসা জঙ্গিরা কাশ্মির ও পাকিস্তান দুই দেশেরই শত্রু ৷"

পাকিস্তানকে সতর্ক করে ওয়েলস বলেন, "জইশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তইবার মতো পাকিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গি গোষ্ঠীগুলি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে ৷ পাকিস্তান কর্তৃপক্ষ তাদের কাজের জন্য দায়বদ্ধ রয়েছেন ৷ আমরা বিশ্বাস করি যে, পাকিস্তান তার ভূখণ্ডের জঙ্গিদের বিরুদ্ধে ঠিকঠাক পদক্ষেপ নিলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে মুখোমুখি কথা বলে সাফল্য আসবে৷"

অ্যামেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পে এর আগে একাধিকবার ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার বলেছেন ৷ তিনি বলেন, "অ্যামেরিকা কাশ্মিরীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে ৷ কিন্তু জঙ্গিদের কাজকে নিন্দা করে ৷"

Ranchi (Jharkhand), Oct 21 (ANI): India displayed brilliant performance with the ball on Day three of the third and final test match against South Africa. Speaking on this, Proteas batsman Zubayr Hamza said, "First half century for the national side, pretty happy was that, but also disappointing in the same breadth not having gone onto make use of that opportunity. It's been a tough day, disappointing for the side. We struggled to built partnership even under the time there was relentless pressure from the bowlers they were quite disciplined."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.