ETV Bharat / international

বয়স্ক ও অল্পবয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে অক্সফোর্ডের ভ্যাকসিন : অ্যাস্ট্রাজ়েনেকা - Oxford Covid Vaccine Draws Immune Among Young, Old

এই ভ্যাকসিন গেম চেঞ্জার বলে দাবি করছে অ্যাস্ট্রেজ়েনেকা । এক মুখপাত্র জানাচ্ছেন , এটা অত্যন্ত আশাজনক যে প্রবীণ এবং তার থেকে কিছুটা কমবয়সি প্রাপ্তবয়স্কের শরীরে একইরকমের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরা পড়েছে ।

AstraZeneca
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 27, 2020, 12:30 PM IST

লন্ডন , 27 অক্টোবর : বিশ্বে কোরোনা ভ্যাকসিন তৈরি করার দৌড়ে প্রথম সারিতে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় । অ্যাস্ট্রাজ়েনেকার সঙ্গে মিলে পরীক্ষামূলক কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ অনেকদিন আগেই শুরু করে দিয়েছে তারা । এখন তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে । এরই মধ্যে অক্সফোর্ড কোরোনা ভ্যাকসিনের ইতিবাচক প্রভাব নিয়ে বিবৃতি দিল অ্যাস্ট্রাজ়েনেকা । তাদের তরফে জানানো হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় পরীক্ষামূলক কোরোনা ভ্যাকসিন বয়স্ক ও অল্পবয়সিদের(প্রাপ্তবয়স্ক) মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে । যা কোরোনা মহামারীর অন্ধকার পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশা জাগাচ্ছে ।

এই ভ্যাকসিন গেম চেঞ্জার বলে দাবি করছে অ্যাস্ট্রেজ়েনেকা । এক মুখপাত্র জানাচ্ছেন , এটা অত্যন্ত আশাজনক যে বয়স্ক এবং কমবয়সিদের শরীরে একইরকমের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরা পড়েছে ।

বিশেষজ্ঞদের মতে , এই ভ্যাকসিন থেকে বয়স্কদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ইতিবাচক । কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রতিরোধ ক্ষমতা ততটা থাকে না । ফলে, বয়স্ক ব্যক্তিদের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকিও বেশি থাকে। যদি এই ভ্যাকসিন সঠিক কাজ করে, তবে তা ধীরে ধীরে বিশ্বকে কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরে যেতে সাহায্য করবে ।

লন্ডন , 27 অক্টোবর : বিশ্বে কোরোনা ভ্যাকসিন তৈরি করার দৌড়ে প্রথম সারিতে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় । অ্যাস্ট্রাজ়েনেকার সঙ্গে মিলে পরীক্ষামূলক কোরোনা ভ্যাকসিন তৈরির কাজ অনেকদিন আগেই শুরু করে দিয়েছে তারা । এখন তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে । এরই মধ্যে অক্সফোর্ড কোরোনা ভ্যাকসিনের ইতিবাচক প্রভাব নিয়ে বিবৃতি দিল অ্যাস্ট্রাজ়েনেকা । তাদের তরফে জানানো হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় পরীক্ষামূলক কোরোনা ভ্যাকসিন বয়স্ক ও অল্পবয়সিদের(প্রাপ্তবয়স্ক) মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে । যা কোরোনা মহামারীর অন্ধকার পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার আশা জাগাচ্ছে ।

এই ভ্যাকসিন গেম চেঞ্জার বলে দাবি করছে অ্যাস্ট্রেজ়েনেকা । এক মুখপাত্র জানাচ্ছেন , এটা অত্যন্ত আশাজনক যে বয়স্ক এবং কমবয়সিদের শরীরে একইরকমের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরা পড়েছে ।

বিশেষজ্ঞদের মতে , এই ভ্যাকসিন থেকে বয়স্কদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি ইতিবাচক । কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে প্রতিরোধ ক্ষমতা ততটা থাকে না । ফলে, বয়স্ক ব্যক্তিদের ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকিও বেশি থাকে। যদি এই ভ্যাকসিন সঠিক কাজ করে, তবে তা ধীরে ধীরে বিশ্বকে কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরে যেতে সাহায্য করবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.