ওয়াশিংটন, 5 অক্টোবর : এক ঘণ্টা বা দু'ঘণ্টা নয়, লাগাতার প্রায় 6 ঘণ্টা ধরে অচল ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়্যাটসঅ্যাপ এবং মেসেনজার ৷ যার ফল ভুগতে হয়েছে দুনিয়ার প্রায় 1 কোটিরও বেশি গ্রাহককে ৷ আর এই কয়েক ঘণ্টায় ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) ব্যক্তিগত সম্পত্তি কমেছে 600 কোটি ডলারেরও ($6 Billion) বেশি ৷
সোমবার 4.9% মূল্য হ্রাস পেয়েছে সোশ্যাল মিডিয়া সংস্থাটির শেয়ারের ৷ এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি 15% কমেছিল, কাল এনিয়ে দ্বিতীয়বার ৷ আর এই ধাক্কায় বিশ্বের ধনীতম মানুষদের তালিকায় পিছিয়ে গেলেন মার্ক ৷
সোমবার এর ফলে জুকারবার্গের সম্পত্তি দাঁড়াল 12 হাজার 160 কোটি ডলার ($ 121.6 Billion) ৷ এতে তিনি 'ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্স'-এর (Bloomberg Billionaires Index) তালিকায় বিল গেটসের (Bill Gates) নিচে নেমে 5 নম্বরে ঠাঁই পেয়েছেন ৷ এই ইনডেক্স অনুযায়ী এক সপ্তাহে প্রায় 14 হাজার কোটি ডলার ($140 Billion) কমেছে তাঁর ৷
ব্লুমবার্গ ইনডেক্স অনুযায়ী বিশ্বের ধনীতম মানুষটি হলেন এলন মাস্ক (Elon Mask) ৷ তাঁর সম্পত্তির পরিমাণ 21 হাজার 060 কোটি ডলার ($210.6 Billion) ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস (Jeff Bezos) ৷ তিনি 18 হাজার 570 কোটি ডলারের ($185.7 Billion) মালিক ৷ তৃতীয় 15 হাজার 330 কোটি ডলার ($153.3 Billion) সম্পত্তির মালিক বারনার্ড আরনল্ট (Bernard Arnault) ৷ বিল গেটস (Bill Gates) 12 হাজার 400 কোটি ডলারের ($124 Billion) অধিকারী হয়ে চতুর্থ স্থানে রয়েছেন ৷ আর আমেরিকার সোশ্যাল মিডিয়ার একচ্ছত্র অধিপতি মার্ক জুকারবার্গ নেমে এসেছেন পঞ্চম স্থানে ৷ কালকের অঘটনের পর তাঁর সম্পত্তি এখন 12 হাজার 160 কোটি ডলার ($ 121.6 Billion) ৷ (সূত্র: Bloomberg Billionaires Index, 4 Oct, 2021) ৷
আরও পড়ুন : Whatsapp resume : ছন্দে ফিরল হোয়্যাটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম, টুইটে 'সরি' জুকারবার্গের
গতকালের আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আরেকটি বড়সড় ধাক্কা খায় ফেসবুক ৷ 13 সেপ্টম্বর 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' (The Wall Street Journal) এই সোশ্যাল মিডিয়া সংস্থার বিরুদ্ধে পর পর খবর প্রকাশিত করতে থাকে ৷ সেখানে সংস্থার গোপন তথ্যের উপর নির্ভর করে জানায়, এই সংস্থার বহু গোপন কথা প্রকাশ্যে চলে আসে ৷ সংস্থার প্রাক্তন প্রোডাক্ট ইঞ্জিনিয়ার (Facebook product engineer) ফ্রান্সেস হগেন (Frances Haugen) সংস্থার বহু গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে দেন ৷ তিনি কোম্পানির বিরুদ্ধে 'সুরক্ষার সঙ্গে আপস করে লাভ' ((choosing profit over the safety) বেছে নেওয়ার অভিযোগ তোলেন ৷ গতকাল এই হুইসলব্লোয়ার (Whistleblower) নিজেকে সকলের সামনে আনেন ৷ দুনিয়ায় প্রতি মাসে 300 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন ৷