মিনেপলিস,4 জুন : অ্যামেরিকান পুলিশের হাতে খুন হয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড । নৃশংসতার সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছে পৃথিবী । জর্জের অটোপ্সি রিপোর্ট জানিয়েছে, হত্যা করা হয়েছিল জর্জকে । বুধবার সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ্যে আসে । জানা যায়, এপ্রিলে কোরোনা আক্রান্ত হয়েছিলেন জর্জ ।
হেনেপিন কাউন্টি মেডিকেল এগজামিনার অফিস জর্জ ফ্লয়েডের 20 পাতার অটোপ্সি রিপোর্ট প্রকাশ করে । এই প্রকাশে সম্মতি ছিল জর্জের পরিবারেরও । ঘাড়ে পা দিয়ে চেপে রাখার কারণেই জর্জ হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁর মৃত্যু হয় । এই মৃত্যু হত্যা বলে জানায় অটোপ্সি রিপোর্ট ।
মুখ্য মেডিকেল পরীক্ষক অ্যান্ড্রিউ বাকের জর্জের স্বাস্থ্যের বিবরণ বিস্তারিত প্রকাশ করেন । তিনি এও জানান, 3 এপ্রিল কোরোনা সংক্রমিত হয়েছিলেন জর্জ ফ্লয়েড । কিন্তু তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ ছিল না ।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ফ্লয়েডের ফুসফুস সুস্থ ছিল । কিন্তু হৃদপিণ্ডের ধমনীতে সংকীর্ণতা লক্ষ্য করা গিয়েছে ।
প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে বারবার হুমকি আসার পরেও ভয় পাননি প্রতিবাদকারীরা । তাঁরা রাস্তায় নেমেছেন । মিছিলে হেঁটেছেন । শাস্তির দাবিতে স্লোগান তুলেছেন । ‘আমায় শ্বাস নিতে দাও’ পোস্টারে ছেয়েছে অ্যামেরিকার রাজপথ । পুলিশের সঙ্গে অনেক জায়গায় সংঘর্ষ বেধেছে । কিন্তু লাঠিচার্জ, গুলি, কাঁদানে গ্যাস কিছুতেই পিছু হটেননি বিক্ষোভকারীরা । এখনও প্রতিবাদের স্লোগান শহরের রাস্তায় । মানুষ বর্ণবিদ্বেষ চান না । মানুষ হিংসা চান না । এখন শুধু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, একে অন্যের জন্য স্লোগান দেওয়া । অ্যামেরিকার এই ছবিই ফিরে আসেছে বারবার ।