ওয়াশিংটন, 14 জানুয়ারি : 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন৷ ওইদিনই শপথ নেবেন তাঁর রানিং মেট এবং পরবর্তী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস৷ ওই অনুষ্ঠান নিয়ে কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকছে, তা নিয়ে জো বাইডেনকে অবগত করা হল৷ এই বিষয়টি শপথ গ্রহণের অপেক্ষায় থাকা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন এফবিআই আধিকারিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের অফিসাররা৷ একই সঙ্গে এই সংক্রান্ত রোজকার তথ্যও বাইডেনকে জানানো হবে বলে জানিয়েছে বাইডেন-হ্যারিসের ট্রানজিশন টিম৷ এক বিবৃতি দিয়ে তাদের তরফে এই কথা জানানো হয়েছে৷
বুধবার ওই বিবৃতি জারি করা হয়৷ তাতে বলা হয়েছে যে এই ট্রানজ়িশন টিম আপাতত ট্রাম্প প্রশাসনের আধকারিকদের সঙ্গে সমন্বয় সাধনের কাজ করছেন৷ এই সমন্বয় সাধন ক্ষমতা হস্তান্তরের জন্য করা হচ্ছে৷ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে সহজে হয়, সেদিকেই ওই ট্রানজ়িশন টিমের নজর রয়েছে৷ পাশাপাশি কোনওরকম হিংসাত্মক ঘটনা ঘটতে পারে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর৷
আরও পড়ুন : দ্বিতীয়বার ট্রাম্পকে ইমপিচ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের
উল্লেখ্য, নির্বাচনে হার নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াশিংটনের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা৷ এই নিয়ে ধুন্ধুমার বেধে গিয়েছিল৷ ট্রাম্পও শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের ফল বদল করার চেষ্টা করে গিয়েছেন৷ ফলে আগামী কয়েকদিন অশান্তির আশঙ্কা করছে ডেমোক্র্যাট দল৷ তাই তারা সবদিক থেকে সতর্কতা অবলম্বন করতে চাইছে৷