ETV Bharat / international

বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি 5 লাখ - coronavirus pandemic

বিশ্বে ক্রমাগত বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । 1 কোটি 5 লাখ 77 হাজার 756 মানুষ কোরোনায় আক্রান্ত । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 লাখ 13 হাজার 186 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 57 লাখ 90 হাজার 762 জন ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 1, 2020, 12:54 PM IST

হায়দরাবাদ, 1 জুলাই : বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি 5 লাখ 77 হাজার 756 । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 লাখ 13 হাজার 186 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 57 লাখ 90 হাজার 762 জন ।

অ্যামেরিকাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । গবেষক অ্যন্টনি ফাউসির আশঙ্কা , অ্যামেরিকায় প্রতিদিন যদি কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখেও পৌঁছায় তিনি অবাক হবেন না । তিনি বলেন, " আমরা এখনও এই রোগ নিয়ন্ত্রণ করে উঠতে পারিনি । বহু অ্যামেরিকাবাসী মাস্ক ব্যবহার করছেন না বা সামাজিক দূরত্ব মানছেন না । "

তিনি আরও জানিয়েছেন, নতুন আক্রান্তের সংখ্যার মধ্যে অর্ধেক আক্রান্তই হল অ্যামেরিকার চারটি প্রদেশের । তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিউইয়র্কে । এর আগে এখানকার গর্ভনর জানিয়েছিলেন, কোনও অ্যামেরিকানরা যদি এই প্রদেশগুলি থেকে ভ্রমণ করে আসেন তাহলে তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে । গতকাল, নতুন করে এখানে আক্রান্ত হয়েছেন 40 হাজার । গত পাঁচদিনে চতুর্থবার আক্রান্তের সংখ্যাটা বেড়ে 40 হাজার ছুঁয়েছে ।

অন্যদিকে, ব্রিটিশ স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা বিভাগ সূত্রে খবর, সোমাবার দুপুর অবধি ব্রিটেনে কোরোনায় আক্রান্ত হয়ে 155 জন মারা গেছেন । দেশের মোট মৃত্যুর সংখ্যা 43 হাজার 730 । গতকাল সকালে এখানে 3 লাখ 12 হাজার 654 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । ব্রিটেনে প্রতিদিন 689 জনের মতো ব্যক্তি কোরোনায় আক্রান্ত হচ্ছেন ।

হায়দরাবাদ, 1 জুলাই : বিশ্বে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি 5 লাখ 77 হাজার 756 । মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 লাখ 13 হাজার 186 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 57 লাখ 90 হাজার 762 জন ।

অ্যামেরিকাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । গবেষক অ্যন্টনি ফাউসির আশঙ্কা , অ্যামেরিকায় প্রতিদিন যদি কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখেও পৌঁছায় তিনি অবাক হবেন না । তিনি বলেন, " আমরা এখনও এই রোগ নিয়ন্ত্রণ করে উঠতে পারিনি । বহু অ্যামেরিকাবাসী মাস্ক ব্যবহার করছেন না বা সামাজিক দূরত্ব মানছেন না । "

তিনি আরও জানিয়েছেন, নতুন আক্রান্তের সংখ্যার মধ্যে অর্ধেক আক্রান্তই হল অ্যামেরিকার চারটি প্রদেশের । তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত নিউইয়র্কে । এর আগে এখানকার গর্ভনর জানিয়েছিলেন, কোনও অ্যামেরিকানরা যদি এই প্রদেশগুলি থেকে ভ্রমণ করে আসেন তাহলে তাঁদের কোয়ারানটিনে থাকতে হবে । গতকাল, নতুন করে এখানে আক্রান্ত হয়েছেন 40 হাজার । গত পাঁচদিনে চতুর্থবার আক্রান্তের সংখ্যাটা বেড়ে 40 হাজার ছুঁয়েছে ।

অন্যদিকে, ব্রিটিশ স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা বিভাগ সূত্রে খবর, সোমাবার দুপুর অবধি ব্রিটেনে কোরোনায় আক্রান্ত হয়ে 155 জন মারা গেছেন । দেশের মোট মৃত্যুর সংখ্যা 43 হাজার 730 । গতকাল সকালে এখানে 3 লাখ 12 হাজার 654 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । ব্রিটেনে প্রতিদিন 689 জনের মতো ব্যক্তি কোরোনায় আক্রান্ত হচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.