ETV Bharat / international

বাকস্বাধীনতার পক্ষে সওয়াল অ্য়ামেরিকার

author img

By

Published : Feb 11, 2021, 4:03 PM IST

বাকস্বাধীনতার পক্ষে সওয়াল বাইডেন প্রশাসনের ৷ সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর মিছিলে হিংসার পর টুইটারে এনিয়ে ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগ তোলে ভারত সরকার৷ বহু অ্য়াকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ ৷ দিল্লির এমন অবস্থানের প্রেক্ষিতে ‘ভারতবন্ধু’ অ্য়ামেরিকার বাকস্বাধীনতার পক্ষে সওয়াল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

"Committed To Freedom Of Expression": US Amid Twitter Row In India
বাকস্বাধীনতার পক্ষে সওয়াল অ্য়ামেরিকার

ওয়াশিংটন, 11 ফেব্রুয়ারি : বাকস্বাধীনতা নিয়ে একদিকে যখন ভারত সরকারের সঙ্গে দড়ি টানাটানি চলছে টুইটারের, ঠিক তখনই ফের একবার গণতন্ত্র তথা বাকস্বাধীনতা রক্ষার পক্ষে সওয়াল করল অ্যামেরিকা ৷ সেদেশের ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র নেড প্রাইস এই প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমি যেটা বলতে চাই তা হল, বিশ্বের সর্বত্রই গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে আমরা সমর্থন করি৷’’

আরও পড়ুন: সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর মিছিলে হিংসার পর টুইটারে এনিয়ে ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগ তোলে ভারত সরকার ৷ কেন্দ্রের নির্দেশেই বহু অ্য়াকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ ৷ বহু অ্য়াকাউন্টের অ্য়াক্সেস ভারতে ব্লকও করা হয় ৷ এমনকী, কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ স্বয়ং জানান, সামাজিক মাধ্য়মকে ব্য়বহার করে ভুয়ো খবর ছড়ালে বা হিংসায় মদত দিলে কঠোর পদক্ষেপ করা হবে৷ দিল্লির এমন অবস্থানের প্রেক্ষিতে ‘ভারতবন্ধু’ অ্য়ামেরিকার বাক স্বাধীনতার পক্ষে সওয়াল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

ওয়াশিংটন, 11 ফেব্রুয়ারি : বাকস্বাধীনতা নিয়ে একদিকে যখন ভারত সরকারের সঙ্গে দড়ি টানাটানি চলছে টুইটারের, ঠিক তখনই ফের একবার গণতন্ত্র তথা বাকস্বাধীনতা রক্ষার পক্ষে সওয়াল করল অ্যামেরিকা ৷ সেদেশের ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র নেড প্রাইস এই প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, ‘‘আমি যেটা বলতে চাই তা হল, বিশ্বের সর্বত্রই গণতন্ত্র ও বাকস্বাধীনতাকে আমরা সমর্থন করি৷’’

আরও পড়ুন: সামাজিক মাধ্যমের অপব্য়বহারে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি রবি শংকরের

সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্র্যাক্টর মিছিলে হিংসার পর টুইটারে এনিয়ে ভুয়ো পোস্ট ছড়ানোর অভিযোগ তোলে ভারত সরকার ৷ কেন্দ্রের নির্দেশেই বহু অ্য়াকাউন্ট বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ ৷ বহু অ্য়াকাউন্টের অ্য়াক্সেস ভারতে ব্লকও করা হয় ৷ এমনকী, কেন্দ্রীয়মন্ত্রী রবিশংকর প্রসাদ স্বয়ং জানান, সামাজিক মাধ্য়মকে ব্য়বহার করে ভুয়ো খবর ছড়ালে বা হিংসায় মদত দিলে কঠোর পদক্ষেপ করা হবে৷ দিল্লির এমন অবস্থানের প্রেক্ষিতে ‘ভারতবন্ধু’ অ্য়ামেরিকার বাক স্বাধীনতার পক্ষে সওয়াল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.