ETV Bharat / international

136 জন যাত্রী নিয়ে নদীতে পড়ল বিমান - Board Skids On Runway

অ্যামেরিকার সেন্ট জন নদীতে পড়ল বোয়িং 737 বিমান । তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 4, 2019, 9:25 AM IST

মিয়ামি, 4 মে : 136 জন যাত্রী নিয়ে সেন্ট জন নদীতে পড়ল বোয়িং 737 বিমান । দুর্ঘটনাটি অ্যামেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলের ।

গুয়ান্তানামো বে থেকে টেক অফ করার সময় স্থানীয় সময় রাত 9 টা 40 মিনিট নাগাদ রানওয়ের সীমানায় সেন্ট জন নদীতে পড়ে যায় বিমানটি । তবে বিমানটি ডুবে যায়নি। সেটি জলে ভাসছিল । যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে।

নদীতে বিমানের জ্বালানি ছড়িয়ে যাতে দূষন না হয় তা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশাসন। কিউবা থেকে আসছিল বিমানটি।

মিয়ামি, 4 মে : 136 জন যাত্রী নিয়ে সেন্ট জন নদীতে পড়ল বোয়িং 737 বিমান । দুর্ঘটনাটি অ্যামেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিলের ।

গুয়ান্তানামো বে থেকে টেক অফ করার সময় স্থানীয় সময় রাত 9 টা 40 মিনিট নাগাদ রানওয়ের সীমানায় সেন্ট জন নদীতে পড়ে যায় বিমানটি । তবে বিমানটি ডুবে যায়নি। সেটি জলে ভাসছিল । যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছে।

নদীতে বিমানের জ্বালানি ছড়িয়ে যাতে দূষন না হয় তা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশাসন। কিউবা থেকে আসছিল বিমানটি।

Karauli (Rajasthan), May 03 (ANI): While addressing a public rally in Rajasthan's Karauli on Friday, Prime Minister Narendra Modi said, "We have gathered here today. At the same time, people living in coastal areas in eastern and southern India are facing an extremely severe cyclone. Centre is in continuous contact with governments of Odisha, West Bengal, Andhra Pradesh, Tamil Nadu and Puducherry. I took latest update from officers. I held a review meeting yesterday. More than Rs 1000 crore was released to concerned governments in advance. NDRF, Indian Coast Guard, Army, Navy, Air Force are working with administration. I assure that the people affected in cyclone, need not to worry as the nation and Centre are with them."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.