ETV Bharat / international

Biden to visit Poland : ইউরোপ সফরে বাইডেন, ন্যাটোর সঙ্গে জরুরি আলোচনা পোল্যান্ডে

যদিও বাইডেনের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস (White House officials have said Biden has no plans to travel to Ukraine) ৷ ইউরোপ সফরে রওনা হওয়ার আগে সোমবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপের মিত্র দেশের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা সারবেন বাইডেন ৷

Biden to visit Poland
ইউরোপ সফরে বাইডেন, ন্যাটোর সঙ্গে জরুরি আলোচনায় যাচ্ছেন পোল্যান্ড
author img

By

Published : Mar 21, 2022, 12:36 PM IST

ওয়াশিংটন, 21 মার্চ : ইউক্রেনে আক্রমণ শানিয়ে মস্কো যেন এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (North Atlantic Treaty Organization) বা ন্যাটোকে ৷ তাতেই কি খানিক ভয় পেয়ে গিয়েছেন জো বাইডেন ৷ তবে ভয় পান আর না পান, যুদ্ধ আবহে পরবর্তী রূপরেখা তৈরি করতে চলতি সপ্তাহেই পোল্যান্ডে আসছেন মার্কিন প্রেসিডেন্ট (Joe Biden to visit Poland on Europe trip this week) ৷ উদ্দেশ্য সামরিক জোট ন্যাটোর পাশাপাশি ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠক ৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনা আরও কাছাকাছি এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো অন্তর্ভুক্ত মিত্র দেশগুলিকে ৷ তারই ফলশ্রুতি এই বৈঠক ৷ ন্যাটো বহির্ভূত ইউক্রেনকে অস্ত্র এবং প্রয়োজনীয় সমস্ত সামরিক নিরাপত্তা প্রদান করা হবে ৷ রাশিয়ার আক্রমণে কোণঠাসা ভলোদিমির জেলেনস্কিকে শুরু থেকেই আশ্বাস প্রদান করে আসছে বাইডেন সরকার এবং ন্যাটো ৷

পাশাপাশি রাশিয়ার সীমান্তে যুদ্ধের ঝুঁকিপূর্ণ সমস্ত সম্ভাবনা এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ তারা, কিভের পক্ষ নিয়ে ঘোষণা করেছে ন্যাটো ৷ সে ব্যাপারেই পরবর্তী নীল নকশা তৈরি করতে মার্কিন প্রেসিডেন্টের পোল্যান্ড যাত্রা বলে মনে করছে কূটনৈতিক মহল ৷ তবে বাইডেনের এই পোল্যান্ড সফর তাঁর ইউরোপ সফরের অংশবিশেষ ৷ যে সফরে আগামী বুধবার রওনা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

যদিও বাইডেনের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস (White House officials have said Biden has no plans to travel to Ukraine) ৷ ইউরোপ সফরে রওনা হওয়ার আগে সোমবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপের মিত্র দেশের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা সারবেন বাইডেন ৷ তালিকায় রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি প্রমুখ ৷ বুধবার ইউরোপ সফরের শুরুতে ব্রাসেলসে পৌঁছবেন বাইডেন ৷

ওয়াশিংটন, 21 মার্চ : ইউক্রেনে আক্রমণ শানিয়ে মস্কো যেন এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (North Atlantic Treaty Organization) বা ন্যাটোকে ৷ তাতেই কি খানিক ভয় পেয়ে গিয়েছেন জো বাইডেন ৷ তবে ভয় পান আর না পান, যুদ্ধ আবহে পরবর্তী রূপরেখা তৈরি করতে চলতি সপ্তাহেই পোল্যান্ডে আসছেন মার্কিন প্রেসিডেন্ট (Joe Biden to visit Poland on Europe trip this week) ৷ উদ্দেশ্য সামরিক জোট ন্যাটোর পাশাপাশি ইউরোপের মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠক ৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনা আরও কাছাকাছি এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো অন্তর্ভুক্ত মিত্র দেশগুলিকে ৷ তারই ফলশ্রুতি এই বৈঠক ৷ ন্যাটো বহির্ভূত ইউক্রেনকে অস্ত্র এবং প্রয়োজনীয় সমস্ত সামরিক নিরাপত্তা প্রদান করা হবে ৷ রাশিয়ার আক্রমণে কোণঠাসা ভলোদিমির জেলেনস্কিকে শুরু থেকেই আশ্বাস প্রদান করে আসছে বাইডেন সরকার এবং ন্যাটো ৷

পাশাপাশি রাশিয়ার সীমান্তে যুদ্ধের ঝুঁকিপূর্ণ সমস্ত সম্ভাবনা এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ তারা, কিভের পক্ষ নিয়ে ঘোষণা করেছে ন্যাটো ৷ সে ব্যাপারেই পরবর্তী নীল নকশা তৈরি করতে মার্কিন প্রেসিডেন্টের পোল্যান্ড যাত্রা বলে মনে করছে কূটনৈতিক মহল ৷ তবে বাইডেনের এই পোল্যান্ড সফর তাঁর ইউরোপ সফরের অংশবিশেষ ৷ যে সফরে আগামী বুধবার রওনা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ৷

আরও পড়ুন : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

যদিও বাইডেনের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস (White House officials have said Biden has no plans to travel to Ukraine) ৷ ইউরোপ সফরে রওনা হওয়ার আগে সোমবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপের মিত্র দেশের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা সারবেন বাইডেন ৷ তালিকায় রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি প্রমুখ ৷ বুধবার ইউরোপ সফরের শুরুতে ব্রাসেলসে পৌঁছবেন বাইডেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.