ETV Bharat / international

ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর আমেরিকা, টুইটে বার্তা বাইডেনের

দুর্দিনে আমেরিকার পাশে ছিল ভারত ৷ তাই আজ ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর আমেরিকাও ৷ টুইট বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৷

Biden says US determined to help India amid COVID-19 crisis
ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর আমেরিকা, টুইটে বার্তা বাইডেনের
author img

By

Published : Apr 26, 2021, 8:06 PM IST

ওয়াশিংটন, 26 এপ্রিল : করোনা আবহে ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর আমেরিকা ৷ এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ টুইটারে এই প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি ৷

গত বছর গোটা আমেরিকা যখন করোনায় কাবু, ঠিক তখনই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে সেদেশে রাশি রাশি হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল নয়াদিল্লি ৷ ভারতের সেই সাহায্য তাঁরা যে ভোলেননি, সেকথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাইডেন ৷

তাঁর টুইটার হ্য়ান্ডেলে জো বাইডেন লেখেন, ‘‘এর আগে আমরা যখন বিপদে পড়েছিলাম, তখন ভারত আমাদের হাসপাতালগুলিতে ওষুধ পাঠিয়েছিল ৷ আর এখন ভারত বিপদে আছে ৷ আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর ৷’’

প্রসঙ্গত, এর আগেই রবিবার আমেরিকার তরফে ঘোষণা করা হয়, কোভিশিল্ড তৈরির জন্য ভারতকে প্রয়োজন মাফিক কাঁচামাল সরবরাহ করবে তারা ৷ যদিও আগে বাইডেন জানিয়ে ছিলেন, দেশের চাহিদা মিটিয়ে তবেই অন্যান্য দেশে টিকা বা টিকা তৈরির কাঁচামাল পাঠানো হবে ৷

আরও পড়ুন : কোভিড সঙ্কটে ভারতের পাশে বিশ্ব, আসছে ওষুধ-অক্সিজেন

পরিস্থিতি বদল হয় একটা ফোনে ৷ আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ কোভিশিল্ড তৈরির কাঁচামাল নিয়ে কথা হয় দু’জনের ৷ তারপরই মার্কিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, ভারতকে টিকা তৈরির কাঁচামাল সরবরাহ করবে আমেরিকা ৷

ওয়াশিংটন, 26 এপ্রিল : করোনা আবহে ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর আমেরিকা ৷ এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ টুইটারে এই প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের সহযোগিতার কথা তুলে ধরেন তিনি ৷

গত বছর গোটা আমেরিকা যখন করোনায় কাবু, ঠিক তখনই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে সেদেশে রাশি রাশি হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিল নয়াদিল্লি ৷ ভারতের সেই সাহায্য তাঁরা যে ভোলেননি, সেকথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন বাইডেন ৷

তাঁর টুইটার হ্য়ান্ডেলে জো বাইডেন লেখেন, ‘‘এর আগে আমরা যখন বিপদে পড়েছিলাম, তখন ভারত আমাদের হাসপাতালগুলিতে ওষুধ পাঠিয়েছিল ৷ আর এখন ভারত বিপদে আছে ৷ আমরা ভারতকে সাহায্য করতে বদ্ধপরিকর ৷’’

প্রসঙ্গত, এর আগেই রবিবার আমেরিকার তরফে ঘোষণা করা হয়, কোভিশিল্ড তৈরির জন্য ভারতকে প্রয়োজন মাফিক কাঁচামাল সরবরাহ করবে তারা ৷ যদিও আগে বাইডেন জানিয়ে ছিলেন, দেশের চাহিদা মিটিয়ে তবেই অন্যান্য দেশে টিকা বা টিকা তৈরির কাঁচামাল পাঠানো হবে ৷

আরও পড়ুন : কোভিড সঙ্কটে ভারতের পাশে বিশ্ব, আসছে ওষুধ-অক্সিজেন

পরিস্থিতি বদল হয় একটা ফোনে ৷ আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ কোভিশিল্ড তৈরির কাঁচামাল নিয়ে কথা হয় দু’জনের ৷ তারপরই মার্কিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়, ভারতকে টিকা তৈরির কাঁচামাল সরবরাহ করবে আমেরিকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.