ETV Bharat / international

জঙ্গি হামলার পরিকল্পনা, পিস্তল কিনতে গিয়ে ধৃত বাংলাদেশি - is

নিউইয়র্কের টাইমস স্কয়্যারে জঙ্গি হামলার পরিকল্পনা করায় গ্রেপ্তার করা হল অ্যামেরিকায় বসবাসকারী এক বাংলাদেশি যুবককে ।

FBI
author img

By

Published : Jun 9, 2019, 10:34 AM IST

নিউ ইয়র্ক, 9 জুন : অ্যামেরিকায় বসবাসকারী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল FBI । তার নাম আশিকুল আলম (২২) । নিউইয়র্কের টাইমস স্কয়্যারে সে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছিল ।

আশিকুল জঙ্গিগোষ্ঠী IS-এর (ইসলামিক স্টেট) সমর্থক বলে দাবি FBI-র । বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে । FBI-র একজন আন্ডারকভার এজেন্টের কাছ থেকে দু'টি গ্লক-19 পিস্তল কিনতে গিয়ে ধরা পরে সে । অনেক দিন ধরেই আশিকুলের ওপর নজর রাখছিল FBI ।

উল্লেখ্য, 2017 সালে নিউ ইয়র্কের টাইমস স্কয়্যারে পাইপবোমা হামলা হয় । ওই বছরেই মে মাসে টাইমস স্কয়্যারে এক ব্যক্তি গাড়ি নিয়ে হামলা চালায় । সেই ঘটনায় 18 বছরের এক তরুণী নিহত হয় এবং ২০ জন জখম হয় । এর আগে 2010 সালে গাড়ি বোমা নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা ।

নিউ ইয়র্ক, 9 জুন : অ্যামেরিকায় বসবাসকারী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল FBI । তার নাম আশিকুল আলম (২২) । নিউইয়র্কের টাইমস স্কয়্যারে সে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছিল ।

আশিকুল জঙ্গিগোষ্ঠী IS-এর (ইসলামিক স্টেট) সমর্থক বলে দাবি FBI-র । বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় তাকে । FBI-র একজন আন্ডারকভার এজেন্টের কাছ থেকে দু'টি গ্লক-19 পিস্তল কিনতে গিয়ে ধরা পরে সে । অনেক দিন ধরেই আশিকুলের ওপর নজর রাখছিল FBI ।

উল্লেখ্য, 2017 সালে নিউ ইয়র্কের টাইমস স্কয়্যারে পাইপবোমা হামলা হয় । ওই বছরেই মে মাসে টাইমস স্কয়্যারে এক ব্যক্তি গাড়ি নিয়ে হামলা চালায় । সেই ঘটনায় 18 বছরের এক তরুণী নিহত হয় এবং ২০ জন জখম হয় । এর আগে 2010 সালে গাড়ি বোমা নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা ।

Wayanad (Kerala), Jun 08 (ANI): Congress president Rahul Gandhi, who had won the Wayanad Lok Sabha seat, held a road show in his constituency to thank his voters. After the road show, the Congress president said he will raise issues in Parliament that will be in interest of people of Wayanad and Kerala. Although Gandhi won the Wayanad constituency with a massive margin, he lost his traditional seat of Amethi to BJP's Smriti Irani.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.