নাইরোবি (কেনিয়া), 5 জানুয়ারি : কেনিয়ায় অ্যামেরিকার সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ৷ অ্যামেরিকা ও কেনিয়ার জওয়ানদের জন্য যৌথভাবে এই সেনা ঘাঁটি ব্যবহার হত ৷ হামলায় দায় স্বীকার করেছে আল-শাবাব নামে সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন ৷
দক্ষিণপূর্ব কেনিয়ার সোমালি সীমান্তের নিকটবর্তী লামু এলাকায় সিম্বা সেনা ছাউনিতে আজ ভোরবেলা হামলা চালায় জঙ্গিরা ৷ আল-শাবাবের প্রকাশিত এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে ৷
-
Al-Shabaab has attacked a US military base in Lamu, Kenya.
— Samira Sawlani (@samirasawlani) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
No news on casualties etc as gunfire exchange continues pic.twitter.com/6KPPRUoacK
">Al-Shabaab has attacked a US military base in Lamu, Kenya.
— Samira Sawlani (@samirasawlani) January 5, 2020
No news on casualties etc as gunfire exchange continues pic.twitter.com/6KPPRUoacKAl-Shabaab has attacked a US military base in Lamu, Kenya.
— Samira Sawlani (@samirasawlani) January 5, 2020
No news on casualties etc as gunfire exchange continues pic.twitter.com/6KPPRUoacK
সেনা ঘাঁটিতে জঙ্গিহানার ঘটনা নিশ্চিত করেছেন লামুর কমিশনার ইরুঙ্গু মাচারিয়া ৷ কিন্তু ঘটনায় কোনও জওয়ান প্রাণ হারিয়েছেন কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি ৷ আল কায়দার সঙ্গেও যোগ রয়েছে আল-শাবাব নামের এই জঙ্গি সংগঠনের ৷ সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে ৷
গতমাসেরও শেষের দিকে সোমালির রাজধানী মোগাদিশুতে জঙ্গিহানায় মারা যায় কমপক্ষে 79 জন ৷ ওই হামলার পিছনেও আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান করা হয়েছিল ৷
এদিকে সোলেইমানির মৃত্যুর পর থেকে বাগদাদ সহ বেশ কিছু এলাকায় অ্যামেরিকান বেশ কিছু সেনা ঘাঁটিতে হামলার খবর সামনে আসে ৷ গতকাল বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের কাছেই দু'রাউন্ড মর্টার হামলা হয় ৷ এর প্রায় পরে পরেই আল-বালাদ বায়ুসেনা ঘাঁটিতে দু'টি রকেট হামলার খবর পাওয়া যায় ৷ হামলার ঘটনা নিশ্চিত করেছে অ্যামেরিকান সেনা ৷