ETV Bharat / international

কেনিয়ায় অ্যামেরিকার সেনা ঘাঁটিতে হামলা, দায় স্বীকার আল-শাবাবের

আজ ভোরবেলা কেনিয়ায় অ্যামেরিকার সেনা ছাউনিতে জঙ্গি হামলা হয় ৷ দক্ষিণ-পূর্ব কেনিয়ার সোমালি সীমান্তের নিকটবর্তী সিম্বা সেনা ঘাঁটিতে হামলা চালায় আল শাবাব নামে সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন ৷ আল কায়দার সঙ্গেও তাদের যোগ রয়েছে বলে জানা গেছে ৷

US Army
প্রতীকি ছবি
author img

By

Published : Jan 5, 2020, 1:02 PM IST

Updated : Jan 5, 2020, 1:43 PM IST

নাইরোবি (কেনিয়া), 5 জানুয়ারি : কেনিয়ায় অ্যামেরিকার সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ৷ অ্যামেরিকা ও কেনিয়ার জওয়ানদের জন্য যৌথভাবে এই সেনা ঘাঁটি ব্যবহার হত ৷ হামলায় দায় স্বীকার করেছে আল-শাবাব নামে সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন ৷

দক্ষিণপূর্ব কেনিয়ার সোমালি সীমান্তের নিকটবর্তী লামু এলাকায় সিম্বা সেনা ছাউনিতে আজ ভোরবেলা হামলা চালায় জঙ্গিরা ৷ আল-শাবাবের প্রকাশিত এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে ৷

  • Al-Shabaab has attacked a US military base in Lamu, Kenya.
    No news on casualties etc as gunfire exchange continues pic.twitter.com/6KPPRUoacK

    — Samira Sawlani (@samirasawlani) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনা ঘাঁটিতে জঙ্গিহানার ঘটনা নিশ্চিত করেছেন লামুর কমিশনার ইরুঙ্গু মাচারিয়া ৷ কিন্তু ঘটনায় কোনও জওয়ান প্রাণ হারিয়েছেন কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি ৷ আল কায়দার সঙ্গেও যোগ রয়েছে আল-শাবাব নামের এই জঙ্গি সংগঠনের ৷ সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে ৷

গতমাসেরও শেষের দিকে সোমালির রাজধানী মোগাদিশুতে জঙ্গিহানায় মারা যায় কমপক্ষে 79 জন ৷ ওই হামলার পিছনেও আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান করা হয়েছিল ৷

এদিকে সোলেইমানির মৃত্যুর পর থেকে বাগদাদ সহ বেশ কিছু এলাকায় অ্যামেরিকান বেশ কিছু সেনা ঘাঁটিতে হামলার খবর সামনে আসে ৷ গতকাল বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের কাছেই দু'রাউন্ড মর্টার হামলা হয় ৷ এর প্রায় পরে পরেই আল-বালাদ বায়ুসেনা ঘাঁটিতে দু'টি রকেট হামলার খবর পাওয়া যায় ৷ হামলার ঘটনা নিশ্চিত করেছে অ্যামেরিকান সেনা ৷

নাইরোবি (কেনিয়া), 5 জানুয়ারি : কেনিয়ায় অ্যামেরিকার সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা ৷ অ্যামেরিকা ও কেনিয়ার জওয়ানদের জন্য যৌথভাবে এই সেনা ঘাঁটি ব্যবহার হত ৷ হামলায় দায় স্বীকার করেছে আল-শাবাব নামে সোমালিয়ার একটি জঙ্গি সংগঠন ৷

দক্ষিণপূর্ব কেনিয়ার সোমালি সীমান্তের নিকটবর্তী লামু এলাকায় সিম্বা সেনা ছাউনিতে আজ ভোরবেলা হামলা চালায় জঙ্গিরা ৷ আল-শাবাবের প্রকাশিত এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে ৷

  • Al-Shabaab has attacked a US military base in Lamu, Kenya.
    No news on casualties etc as gunfire exchange continues pic.twitter.com/6KPPRUoacK

    — Samira Sawlani (@samirasawlani) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেনা ঘাঁটিতে জঙ্গিহানার ঘটনা নিশ্চিত করেছেন লামুর কমিশনার ইরুঙ্গু মাচারিয়া ৷ কিন্তু ঘটনায় কোনও জওয়ান প্রাণ হারিয়েছেন কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানতে পারা যায়নি ৷ আল কায়দার সঙ্গেও যোগ রয়েছে আল-শাবাব নামের এই জঙ্গি সংগঠনের ৷ সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা দীর্ঘদিন ধরে হামলা চালাচ্ছে ৷

গতমাসেরও শেষের দিকে সোমালির রাজধানী মোগাদিশুতে জঙ্গিহানায় মারা যায় কমপক্ষে 79 জন ৷ ওই হামলার পিছনেও আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান করা হয়েছিল ৷

এদিকে সোলেইমানির মৃত্যুর পর থেকে বাগদাদ সহ বেশ কিছু এলাকায় অ্যামেরিকান বেশ কিছু সেনা ঘাঁটিতে হামলার খবর সামনে আসে ৷ গতকাল বাগদাদে অ্যামেরিকান দূতাবাসের কাছেই দু'রাউন্ড মর্টার হামলা হয় ৷ এর প্রায় পরে পরেই আল-বালাদ বায়ুসেনা ঘাঁটিতে দু'টি রকেট হামলার খবর পাওয়া যায় ৷ হামলার ঘটনা নিশ্চিত করেছে অ্যামেরিকান সেনা ৷

Gorakhpur (UP), Jan 05 (ANI): Chief Minister Yogi Adityanath held 'Janta Darbar' at Gorakhnath temple in Gorakhpur on Jan 05. People submitted their application to CM Yogi and urged him to take requisite step to resolve their issue. Yogi Adityanath used to hold 'Janta Darbar' even before becoming Uttar Pradesh chief minister.
Last Updated : Jan 5, 2020, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.