ETV Bharat / headlines

"পাখির চোখ" একুশের নির্বাচন, উত্তরবঙ্গের মন পেতে ফের উদারহস্ত মমতা - কামতাপুর ভাষা একাডেমি

আজ উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Sep 29, 2020, 4:48 PM IST

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : ভোটের আগে উত্তরবঙ্গের মন পেতে এবার কামতাপুরি ভাষা অ্যাকাডেমি গঠনের জন্য 5 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী । আজ শিলিগুড়িতে উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কামতাপুর আন্দোলনের নেতা অতুল রায়ের হাতে এই চেক তুলে দেন তিনি । এর পাশাপাশি, আলিপুরদুয়ারে বক্সা ফোর্টের উন্নয়নে আরও 5 কোটি টাকা দেন । জলপাইগুড়ি জেলায় 130 জন KLO লিংকম্যানের হাতে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী । আগামীকাল আরও 161 জন KLO লিংকম্যানকে নিয়োগ করা হবে ।

আজ প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পুরোহিতদের ভাতা প্রদানের সূচনা করেন । পাশাপাশি জানিয়ে দেন, রাজ্যজুড়ে মন্দির সংস্কারে বিশেষ জোর দিচ্ছে রাজ্য । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাট্টা বিলির ক্ষেত্রে দ্রুত কাজ এগোনোর পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি সংক্রান্ত শংসাপত্র দেওয়ার কাজে নানা জটিলতা নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের ধমক দেন মুখ্যমন্ত্রী । জানান, কাজ কোথাও ফেলে রাখলে চলবে না । দ্রুত কাজ শেষ করুন । সরকারের নীতি রূপায়ণ করতে গিয়ে ইচ্ছাকৃত দেরি, ভুল ব্যাখ্যা ও অপপ্রচার বরদাস্ত করবে না সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “রাজবংশী ভাষা অ্যাকাডেমি আছেই । কামতাপুরি ভাষাও একই ভাষা । অনেকটাই কাছাকাছি । কেউ বলেন রাজবংশী, কেউ বলেন কামতাপুরি । আমি বিবাদ চাই না । তাই এবার কামতাপুরি ভাষা অ্যাকাডেমিও গঠন করা হচ্ছে । সরকার সকলকে নিয়েই চলতে চায় । কারও ভাবাবেগকে আঘাত করতে চাই না আমরা । ”

একশো দিনের কাজ থেকে শুরু করে নানা উন্নয়নের কাজ কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বলেন, “উত্তরবঙ্গে বহু কাজ করছি এবং করেছি । বেশি কাজ করেও মূল্যহীন, কম কাজ করে অশান্তি লাগালে বড় ? আমার কাছে সকলেই পরিবার । ঐক্যবদ্ধভাবেই সকলকে নিয়ে থাকতে চাই । ”

পাশাপাশি কোরোনা পরস্থিতিতে উত্তরবঙ্গে স্বাস্থ্যকর্মীরা ভালো কাজ করেছেন বলেও জানান তিনি । তবে গ্রিন জোনে যাতে নতুন করে রোগ ছড়িয়ে না পড়ে তা নিয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।

শিলিগুড়ি, 29 সেপ্টেম্বর : ভোটের আগে উত্তরবঙ্গের মন পেতে এবার কামতাপুরি ভাষা অ্যাকাডেমি গঠনের জন্য 5 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী । আজ শিলিগুড়িতে উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে কামতাপুর আন্দোলনের নেতা অতুল রায়ের হাতে এই চেক তুলে দেন তিনি । এর পাশাপাশি, আলিপুরদুয়ারে বক্সা ফোর্টের উন্নয়নে আরও 5 কোটি টাকা দেন । জলপাইগুড়ি জেলায় 130 জন KLO লিংকম্যানের হাতে আজ চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী । আগামীকাল আরও 161 জন KLO লিংকম্যানকে নিয়োগ করা হবে ।

আজ প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পুরোহিতদের ভাতা প্রদানের সূচনা করেন । পাশাপাশি জানিয়ে দেন, রাজ্যজুড়ে মন্দির সংস্কারে বিশেষ জোর দিচ্ছে রাজ্য । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পাট্টা বিলির ক্ষেত্রে দ্রুত কাজ এগোনোর পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি সংক্রান্ত শংসাপত্র দেওয়ার কাজে নানা জটিলতা নিয়ে জেলা প্রশাসনের কর্তাদের ধমক দেন মুখ্যমন্ত্রী । জানান, কাজ কোথাও ফেলে রাখলে চলবে না । দ্রুত কাজ শেষ করুন । সরকারের নীতি রূপায়ণ করতে গিয়ে ইচ্ছাকৃত দেরি, ভুল ব্যাখ্যা ও অপপ্রচার বরদাস্ত করবে না সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “রাজবংশী ভাষা অ্যাকাডেমি আছেই । কামতাপুরি ভাষাও একই ভাষা । অনেকটাই কাছাকাছি । কেউ বলেন রাজবংশী, কেউ বলেন কামতাপুরি । আমি বিবাদ চাই না । তাই এবার কামতাপুরি ভাষা অ্যাকাডেমিও গঠন করা হচ্ছে । সরকার সকলকে নিয়েই চলতে চায় । কারও ভাবাবেগকে আঘাত করতে চাই না আমরা । ”

একশো দিনের কাজ থেকে শুরু করে নানা উন্নয়নের কাজ কী অবস্থায় আছে তা খতিয়ে দেখে জানুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । বলেন, “উত্তরবঙ্গে বহু কাজ করছি এবং করেছি । বেশি কাজ করেও মূল্যহীন, কম কাজ করে অশান্তি লাগালে বড় ? আমার কাছে সকলেই পরিবার । ঐক্যবদ্ধভাবেই সকলকে নিয়ে থাকতে চাই । ”

পাশাপাশি কোরোনা পরস্থিতিতে উত্তরবঙ্গে স্বাস্থ্যকর্মীরা ভালো কাজ করেছেন বলেও জানান তিনি । তবে গ্রিন জোনে যাতে নতুন করে রোগ ছড়িয়ে না পড়ে তা নিয়ে প্রশাসনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.