ETV Bharat / headlines

হড়পা বানের মুখে যুবক-যুবতি, প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালেন পুলিশকর্মীরা - police rescued youth

পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নেমে পড়ে পাঁচ কলেজ পড়ুয়া ৷ জলাধারের উলটো দিকে মাঝামাঝি এক বিশাল আকৃতির পাথরের উপর বসেছিল তারা ৷ কিন্তু, হড়পা বানের জেরে বাড়তে থাকে জল ৷ বিপদ বুঝে তিন কলেজ পড়ুয়া ফিরে আসে ৷ আটকে পড়ে দু'জন ৷ পরে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 25, 2019, 8:58 PM IST

Updated : Jul 25, 2019, 9:42 PM IST

পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে বামণী ফলসে নেমে পড়ে পাঁচ কলেজ পড়ুয়া ৷ জলাধারের উলটো দিকে মাঝামাঝি এক বিশাল আকৃতির পাথরের উপর বসেছিল তারা ৷ কিন্তু, হড়পা বানের জেরে বাড়তে থাকে জল ৷ বিপদ বুঝে তিন কলেজ পড়ুয়া ফিরে আসে ৷ আটকে পড়ে দু'জন ৷ পরে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের উদ্ধার করেন পুলিশকর্মীরা ৷
Last Updated : Jul 25, 2019, 9:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.