কলকাতা, 19 অক্টোবর: দুর্গাপুজোর জলসায় মেতেছে মার্কিন মুলুক। প্রতি বছরের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতেছে দেশ-বিদেশের বাঙালিরাও। গানে-গানে অনুষ্ঠান মাতিয়ে দিতে উপস্থিত জয় সরকার, লোপামুদ্রা মিত্র থেকে ইমন চক্রবর্তী, অন্তরা নন্দী।
পুজো শুরুর আগেই গানে, গানে মেতেছে মার্কিন মুলুক। বিশিষ্ট আর্টিস্ট কো-অর্ডিনেটর জোনাই সিং এর ব্যবস্থাপনায় আরও একবার ইউএস-এর মাটি জমজমাট। চলতি বছরের চমকের মধ্যে রয়েছে পঁচিশ বছর পর জয় সরকার, লোপামুদ্রা মিত্রের একসঙ্গে ইউএস-এ কনসার্ট। ইমন চক্রবর্তীর পর পর টানা দশ বছর ইউএস কনসার্ট, বাংলা ব্যান্ড 'পৃথিবী'র গান, নন্দী সিস্টার্স-এর অন্তরা নন্দী'র প্রথম ইউএস ট্যুর। সব মিলিয়ে ইউএস-এতে শারদোৎসব এবার জমজমাট।
ইমন চক্রবর্তী এই সফরের প্রথম অনুষ্ঠানের পর মঞ্চে দাঁড়িয়ে বলেন, "এই দশ বছরে অনেক কিছু শিখেছি। বিদেশের মাটিতে এই দশ বছরের কাজ আমার অভিজ্ঞতা বাড়িয়েছে।" লোপামুদ্রা মিত্র এবং জয় সরকার বলেন, "শারদোৎসবের শুভেচ্ছা সবাইকে জানাই। আমরা পাঁচিশ বছর পর আবার একসঙ্গে মার্কিন মুলুকে অনুষ্ঠান করছি। অনেক পুরনো স্মৃতি আছে। জোনাইকে অনেক ধন্যবাদ সেইসব দিন মনে করিয়ে দেওয়ার জন্য।"
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান । শ্রোতাদের অসাধারণ সাড়া মিলছে বলে জানিয়েছেন জোনাই সিং। জেএসই ইভেন্টস-এ আরও শিল্পীদের মধ্যে আছেন জীমূত রায়, হৃতি টিকাদার, পিউ মুখোপাধ্যায়, কুশল পাল, শৌনক চট্টোপাধ্যায় প্রমুখ ৷ রয়েছে বাংলা ব্যান্ড ভূমিও ।
জানা গিয়েছে, ইমন চক্রবর্তীর অনুষ্ঠান রয়েছে আটলান্টা, ডালাস, কানসাস সিটি, নিউ জার্সি , লস অ্যাঞ্জেলস-সহ আরও অন্যান্য শহরে ৷ অন্যদিকে জয় সরকার-লোপামুদ্রা মিত্র অনুষ্ঠান করবেন আটলান্টা, বস্টন, অস্টিন, টাম্পা, নিউ জার্সি-সহ অন্যান্য শহরে ৷ 'ভূমি' অনুষ্ঠান করবে আটলান্টা, কলম্বাস, বস্টন, মেরিল্যান্ড-সহ নানা শহরে। অন্যদিকে অন্তরা নন্দী তাঁর প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবেন ডালাস, আটলান্টা, বস্টন, ভার্জিনিয়া শহরের মতো জায়গায়। 'পৃথিবী' তাদের প্রথম ইউএস সফরে অনুষ্ঠান করবে নিউ জার্সি, হিউস্টন, সাউথ জার্সি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো শহরে।
আরও পড়ুন: সলমনের টিমে 'সোয়্যাগ সে স্বাগত', প্রথমবার ভাইজানের ছবির গানে অরিজিৎ