ETV Bharat / entertainment

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শ্রীতমা, দর্শকের মন মাতালেন সিরিয়ালের সংলাপে - জগদ্ধাত্রী পুজো

Sreetama Bhattacharjee: মহাঅষ্টমী তিথিতে বেহালার যুব সংগঠন ক্লাবের 15তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন 'মা' খ্যাত অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য ৷ দুঃস্থদের হাতে তুলে দেন শীতবস্ত্রও ৷

Etv Bharat
জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে শ্রীতমা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 12:19 PM IST

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শ্রীতমা ভট্টাচার্য

কলকাতা, 21 নভেম্বর: চলছে উৎসবের মরশুম। ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো এবার একই সূত্রে বাঁধা পড়েছে এক প্রকার। মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর মহানবমী। মহাঅষ্টমী তিথিতে বেহালার যুব সংগঠন ক্লাবের 15তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। অর্থাৎ সকলের জনপ্রিয় মা ধারাবাহিকের ঝিলিক ৷ প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

এদিন সন্ধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন তিনি। সকলের উদ্দেশ্যে বলেন, "কম্বল বিতরণের মতো একটা ভালো কাজ এই সংগঠন করছে। তাই আমি এসেছি।" পাশাপাশি উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের জন্য তিনি তাঁর ধারাবাহিকের সংলাপও বলেন ৷ যা শুনে করতালিতে ফেটে পড়ে চারিদিক ৷ অভিনেত্রী শ্রীতমা ইটিভি ভারতকে বলেন, "আমরা দুর্গা পুজো বললেই বুঝি কলকাতা, কালী পুজো বললেই বুঝি বারাসত আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। তবে, এখন কলকাতাতেও বাড়ছে মা জগদ্ধাত্রীর পুজো। মায়ের অনেক রূপ। যে রূপেই তিনি আসুন না কেন, তিনি আমাদের মা।" এই পুজোতে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর পার্থ সরকারও।

'মা' ধারাবাহিকের পর একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও আজও তাঁকে সবাই ঝিলিক হিসেবেই এক ডাকে চেনেন। 'অগ্নিপরীক্ষা', 'মা', 'ইচ্ছেনদী', 'লালকুঠি', 'প্রথমা কাদম্বিনী', 'সোহাগ জল', 'গ্রামের রাণী বীণাপানি', 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে', বসন্ত বিলাস মেস বাড়ি' ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্রীতমা। রান্নার শো-এর সঞ্চালনাও করেছেন তিনি। এই মুহূর্তে 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে পুতুলের চরিত্রে অভিনয় করছেন তিনি। পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশ্যাল চাইল্ড। এদিন মঞ্চে দাঁড়িয়ে পুতুলের সংলাপ বলে সকলের মন জয় করে নেন শ্রীতমা। দুঃস্থদের হাতে তুলে দেন শীতবস্ত্র।

আরও পড়ুন:

1. শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী

2. পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ বরুণের, খোলাসা 'কফি উইথ করণ' শোয়ে

3. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন শ্রীতমা ভট্টাচার্য

কলকাতা, 21 নভেম্বর: চলছে উৎসবের মরশুম। ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো এবার একই সূত্রে বাঁধা পড়েছে এক প্রকার। মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর মহানবমী। মহাঅষ্টমী তিথিতে বেহালার যুব সংগঠন ক্লাবের 15তম বর্ষের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। অর্থাৎ সকলের জনপ্রিয় মা ধারাবাহিকের ঝিলিক ৷ প্রিয় অভিনেত্রীকে সামনে থেকে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷

এদিন সন্ধ্যায় ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে পুজোর শুভ উদ্বোধন করেন তিনি। সকলের উদ্দেশ্যে বলেন, "কম্বল বিতরণের মতো একটা ভালো কাজ এই সংগঠন করছে। তাই আমি এসেছি।" পাশাপাশি উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের জন্য তিনি তাঁর ধারাবাহিকের সংলাপও বলেন ৷ যা শুনে করতালিতে ফেটে পড়ে চারিদিক ৷ অভিনেত্রী শ্রীতমা ইটিভি ভারতকে বলেন, "আমরা দুর্গা পুজো বললেই বুঝি কলকাতা, কালী পুজো বললেই বুঝি বারাসত আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। তবে, এখন কলকাতাতেও বাড়ছে মা জগদ্ধাত্রীর পুজো। মায়ের অনেক রূপ। যে রূপেই তিনি আসুন না কেন, তিনি আমাদের মা।" এই পুজোতে হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর পার্থ সরকারও।

'মা' ধারাবাহিকের পর একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও আজও তাঁকে সবাই ঝিলিক হিসেবেই এক ডাকে চেনেন। 'অগ্নিপরীক্ষা', 'মা', 'ইচ্ছেনদী', 'লালকুঠি', 'প্রথমা কাদম্বিনী', 'সোহাগ জল', 'গ্রামের রাণী বীণাপানি', 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে', বসন্ত বিলাস মেস বাড়ি' ধারাবাহিকেও অভিনয় করেছেন শ্রীতমা। রান্নার শো-এর সঞ্চালনাও করেছেন তিনি। এই মুহূর্তে 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে পুতুলের চরিত্রে অভিনয় করছেন তিনি। পুতুল বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশ্যাল চাইল্ড। এদিন মঞ্চে দাঁড়িয়ে পুতুলের সংলাপ বলে সকলের মন জয় করে নেন শ্রীতমা। দুঃস্থদের হাতে তুলে দেন শীতবস্ত্র।

আরও পড়ুন:

1. শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী

2. পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ বরুণের, খোলাসা 'কফি উইথ করণ' শোয়ে

3. ফ্রান্সের ফেস্টিভ্যালে অমিতাভের রেট্রোস্পেকটিভ, জায়গা পেল শাহেনশার 9 ছবি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.