ETV Bharat / entertainment

Saswata New Series: কেমন হবে ভ্যাম্পায়ারের দাঁতের চিকিৎসা! নতুন হিন্দি সিরিজ নিয়ে আসছেন শাশ্বত - নতুন হিন্দি সিরিজ নিয়ে আসছেন শাশ্বত

আসতে চলেছে শাশ্বত চট্টোপাধ্য়ায়ের নতুন ওয়েব সিরিজ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' ৷ হাজির সিরিজের নতুন প্রোমো (Saswata Chatterjee New Series Tooth Pari)৷

Saswata Chatterjee New Series Tooth Pari
শাশ্বত চট্টোপাধ্য়ায়ের নতুন ওয়েব সিরিজ টুথপরি হোয়েন লাভ বাইটস আসতে চলেছে 20 এপ্রিল
author img

By

Published : Mar 20, 2023, 12:53 PM IST

কলকাতা, 20 মার্চ: অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায় হিন্দি এবং বাংলা দুই জগতেই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ৷ চরিত্রাভিনেতা হিসাবে বলিউডেও আলাদা পরিচিতি গড়ে উঠেছে তাঁর ৷ এবার আরও একটি তাঁর নতুন ওয়েব সিরিজ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' আসছে ৷ নির্মাতারা সোমবার সামনে এনেছেন এই সিরিজটির প্রোমো ৷ আর এই ছোট্ট ভিডিয়োতেই আভাস মিলেছে কেমন হতে চলেছে এই রোম্যান্টিক ফ্যান্টাসি থ্রিলারের কাহিনি ৷ শাশ্বত নিজেও শেয়ার করেছেন সিরিজের প্রোমোটি (Saswata Chatterjee New Series Tooth Pari) ৷

সিরিজের পরিচালনার দায়িত্বে প্রীতম দাশগুপ্ত ৷ কাহিনির মুখ্য় চরিত্রে ডাক্তার রায় এবং রুমি ৷ ডাক্তার রায় একজন দাঁতের চিকিৎসক ৷ এই চরিত্রে অভিনয় করেছেন শান্তনুু মাহেশ্বরী ৷ আর তাঁর রোগীর চরিত্রে রয়েছেন তানিয়া ৷ প্রোমোতে দেখানো হয় দাঁতের সমস্য়া নিয়ে ডাক্তার রায়ের কাছে আসে রুমি ৷ তাঁর দাঁতের চিকিৎসক করতে গিয়ে যেই না মুখের ভিতরে হাত নিয়ে গেছেন চিকিৎসক তাঁর আঙুল কেটে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে রুমির জিভে ৷ রুমি যেভাবে সেই রক্ত পান করে তাতেই বোঝা যায় সে আসলে একজন ভ্যাম্পায়ার ৷
প্রোমো শেয়ার করে নির্মাতারা জানিয়েছেন আগামী 20 এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই সিরিজটির ৷ শুধু শান্তনু, তানিয়া নয় আরও বেশকিছু দারুণ অভিনেতা অভিনেত্রীদের জায়গা করে দিতে চলেছে এই সিরিজ ৷ শাশ্বত তো বটেই তাঁর সঙ্গে রয়েছেন তিলোত্তমা সোম, সিকান্দর খের, রেবতী, আদিল হোসেনের মতো বেশকিছু পরিচিত মুখ ৷

শাশ্বতকে এর আগে দেখা গিয়েছে 'দ্য নাইট ম্য়ানেজার'-এ ৷ হটস্টারের এই প্রজেক্টে তিনি স্ক্রিনশেয়ার করেছেন আদিত্য় রায় কাপুর এবং অনিল কাপুরের সঙ্গে ৷ আর এবার প্রীতম দাশগুপ্তের পরিচালনায় আসতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ ৷ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছে এনডেমল সাইন ইন্ডিয়া ৷

আরও পড়ুন: 'আমি সুস্থ, ব়্যাম্পে ফিরতে তৈরি', ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি

কলকাতা, 20 মার্চ: অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায় হিন্দি এবং বাংলা দুই জগতেই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন ৷ চরিত্রাভিনেতা হিসাবে বলিউডেও আলাদা পরিচিতি গড়ে উঠেছে তাঁর ৷ এবার আরও একটি তাঁর নতুন ওয়েব সিরিজ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' আসছে ৷ নির্মাতারা সোমবার সামনে এনেছেন এই সিরিজটির প্রোমো ৷ আর এই ছোট্ট ভিডিয়োতেই আভাস মিলেছে কেমন হতে চলেছে এই রোম্যান্টিক ফ্যান্টাসি থ্রিলারের কাহিনি ৷ শাশ্বত নিজেও শেয়ার করেছেন সিরিজের প্রোমোটি (Saswata Chatterjee New Series Tooth Pari) ৷

সিরিজের পরিচালনার দায়িত্বে প্রীতম দাশগুপ্ত ৷ কাহিনির মুখ্য় চরিত্রে ডাক্তার রায় এবং রুমি ৷ ডাক্তার রায় একজন দাঁতের চিকিৎসক ৷ এই চরিত্রে অভিনয় করেছেন শান্তনুু মাহেশ্বরী ৷ আর তাঁর রোগীর চরিত্রে রয়েছেন তানিয়া ৷ প্রোমোতে দেখানো হয় দাঁতের সমস্য়া নিয়ে ডাক্তার রায়ের কাছে আসে রুমি ৷ তাঁর দাঁতের চিকিৎসক করতে গিয়ে যেই না মুখের ভিতরে হাত নিয়ে গেছেন চিকিৎসক তাঁর আঙুল কেটে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে রুমির জিভে ৷ রুমি যেভাবে সেই রক্ত পান করে তাতেই বোঝা যায় সে আসলে একজন ভ্যাম্পায়ার ৷
প্রোমো শেয়ার করে নির্মাতারা জানিয়েছেন আগামী 20 এপ্রিল থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই সিরিজটির ৷ শুধু শান্তনু, তানিয়া নয় আরও বেশকিছু দারুণ অভিনেতা অভিনেত্রীদের জায়গা করে দিতে চলেছে এই সিরিজ ৷ শাশ্বত তো বটেই তাঁর সঙ্গে রয়েছেন তিলোত্তমা সোম, সিকান্দর খের, রেবতী, আদিল হোসেনের মতো বেশকিছু পরিচিত মুখ ৷

শাশ্বতকে এর আগে দেখা গিয়েছে 'দ্য নাইট ম্য়ানেজার'-এ ৷ হটস্টারের এই প্রজেক্টে তিনি স্ক্রিনশেয়ার করেছেন আদিত্য় রায় কাপুর এবং অনিল কাপুরের সঙ্গে ৷ আর এবার প্রীতম দাশগুপ্তের পরিচালনায় আসতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ ৷ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছে এনডেমল সাইন ইন্ডিয়া ৷

আরও পড়ুন: 'আমি সুস্থ, ব়্যাম্পে ফিরতে তৈরি', ভক্তদের আশ্বস্ত করলেন বিগ বি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.