ETV Bharat / entertainment

Saptarshi Maulik: 'ডিঙ্কা'-র পর ছোটপর্দায় নতুন চরিত্রে, এক্কা-দোক্কা নিয়ে অকপট সপ্তর্ষি - এক্কা দোক্কা নিয়ে অকপট সপ্তর্ষি

'শ্রীময়ী' ধারাবাহিকের ডিঙ্কা ফের একবার পা রাখতে চলেছে ছোট পর্দায় ৷ এবার লীনা গঙ্গোপাধ্যায়েরই 'এক্কা দোক্কা'-র হাত ধরে ছোট পর্দায় ফিরছেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik on His Character in Ekka Dokka)। তাঁর চরিত্র এখানে একজন চিকিৎসকের ৷ চরিত্র নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "ব্যক্তিশরীরে যদি কেউ ভগবান হয়ে থাকেন তিনি একজন ডাক্তার ৷"

Saptarshi Maulik
"ব্যক্তিশরীরে যদি কেউ ভগবান হয়ে থাকেন তিনি একজন ডাক্তার" মত সপ্তর্ষির
author img

By

Published : Jul 15, 2022, 3:05 PM IST

Updated : Jul 15, 2022, 7:36 PM IST

কলকাতা, 15 জুলাই: ডিঙ্কা চরিত্রটি 'শ্রীময়ী' ধারাবাহিকে আলাদা করে নজর কেড়েছিল সকলের । এক গৃহবধূর লড়াইয়ের অপর নাম 'শ্রীময়ী' । সেই শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কার মূল্য এবং দায়িত্ববোধ, মায়ের প্রতি অপার শ্রদ্ধা তাকে সকলের থেকে আলাদা করে তুলেছিল । ডিঙ্কার চরিত্র নিয়ে লেখালিখিও কম হয়নি ।

'শ্রীময়ী'র পর এবার লীনা গঙ্গোপাধ্যায়েরই 'এক্কা দোক্কা'-র হাত ধরে ছোট পর্দায় ফিরছেন সপ্তর্ষি মৌলিক । এখানে ডাক্তারির ছাত্র এবং পরবর্তীতে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে রয়েছেন সোনামণি সাহা । দুজনেই ডাক্তারের ভূমিকায় । উল্লেখ্য, ডাক্তারির সঙ্গে জড়িত কিছু শব্দ রয়েছে যেমন কোনও পরীক্ষা নিরীক্ষার নাম, কোনও রোগের নাম কিংবা ওষুধের নাম, যা এক ঝটকায় বলতে গেলে আমরা অনেকেই হোচট খাই । আর তা যখন কোনও অভিনেতাকে শ্যুটিং-এর সময় বলতে হয় তখন তাঁরা কীভাবে বিষয়টা সামাল দেন সেটা বেশ আগ্রহের বিষয় । জানতে ইচ্ছে করে ।

কাজটা চ্যালেঞ্জিং কিনা তা একজন অভিনেতাই ভাল বলতে পারেন (Saptarshi Maulik on His Character in Ekka Dokka)। সপ্তর্ষিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি আলাদা করে ডাক্তারি টার্ম কী আছে সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় ডাক্তারি টার্ম বলে কিছু হয় না । সবটাই আমার ডায়লগ মনে হয় । একজন অভিনেতাকে সেটা করতেই হয় । ওটা অন্যান্য সংলাপ বলার মতো করে বলে ফেলা যায় । আমার মতে, উচ্চারণ শেখাটা খুব একটা কঠিন নয় । ইন্টারনেটে গিয়ে কোনও শব্দের অডিও সার্চ করলেও শুনে ফেলা যাবে উচ্চারণটা । বরং একজন ভাল ডাক্তারের যে সহমর্মিতা থাকে একজন পেশেন্ট-এর প্রতি সেটা আগে শেখা দরকার । আমি সেটাই শিখছি প্রতিদিন । তাহলেই ডাক্তারের চরিত্রটা ফুটিয়ে তোলা যাবে । ব্যক্তিশরীরে যদি কেউ ভগবান হয়ে থাকেন তিনি একজন ডাক্তার ।"

কথায় কথায় এদিন সপ্তর্ষি উল্লেখ করা জনপ্রিয় ছবি 'মুন্না ভাই এম বি বি এস'-এর কথাও ৷ তিনি বলেন, " 'মুন্না ভাই এম বি বি এস'- এ একটা খুব ভাল ডায়লগ ছিল- নিজের মেয়ে ভেবে হার্ট কাটতে গেলে হাত কেঁপে যাবে । একইসঙ্গে সে একজন পেশেন্ট এবং একজন মানুষ যাকে আমায় বাঁচাতে হবে । তাই ডায়লগ বলার দিকেই আমি বেশি কনসেনট্রেট করছি টার্ম শেখার থেকেও বেশি । একজন পেশেন্টের প্রতি ডাক্তারের যে সহমর্মিতা তা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ।"

Saptarshi Maulik
'শ্রীময়ী' ধারাবাহিকের ডিঙ্কা ফের একবার পা রাখতে চলেছে ছোট পর্দায়

আরও পড়ুন: রণদীপ থেকে রোহমান... ললিত জল্পনার মাঝে ফিরে দেখা সুস্মিতার লাভ লাইফের ইতিবৃত্ত

প্রসঙ্গত, মঞ্চ, বড় পর্দা এবং ছোটপর্দা তিন জায়গাতেই সপ্তর্ষির অবাধ বিচরণ । সম্প্রতি মুক্তি পেয়েছে সপ্তর্ষি অভিনীত বাংলা ছবি 'মিনি' । এ ছাড়াও 'সাঁঝবাতি', 'ধর্মযুদ্ধ'-তে অভিনয় করেছেন তিনি । রাজ চক্রবর্তীর প্রযোজনায় বেশ কয়েকবছর আগে ছোটপর্দার ছবি 'চোরে চোরে মাসতুতো ভাই'-তে অভিনয় করেছেন তিনি । অনেকবছর ধরে নাট্যদল 'নান্দীকার'-এর সঙ্গে যুক্ত সপ্তর্ষি । এবার ফের ছোটপর্দায় ব্যস্ত হলেন সপ্তর্ষি । জার্নি শুরু 18 জুলাই থেকে ।

কলকাতা, 15 জুলাই: ডিঙ্কা চরিত্রটি 'শ্রীময়ী' ধারাবাহিকে আলাদা করে নজর কেড়েছিল সকলের । এক গৃহবধূর লড়াইয়ের অপর নাম 'শ্রীময়ী' । সেই শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কার মূল্য এবং দায়িত্ববোধ, মায়ের প্রতি অপার শ্রদ্ধা তাকে সকলের থেকে আলাদা করে তুলেছিল । ডিঙ্কার চরিত্র নিয়ে লেখালিখিও কম হয়নি ।

'শ্রীময়ী'র পর এবার লীনা গঙ্গোপাধ্যায়েরই 'এক্কা দোক্কা'-র হাত ধরে ছোট পর্দায় ফিরছেন সপ্তর্ষি মৌলিক । এখানে ডাক্তারির ছাত্র এবং পরবর্তীতে ডাক্তারের ভূমিকায় দেখা যাবে তাঁকে । তাঁর বিপরীতে রয়েছেন সোনামণি সাহা । দুজনেই ডাক্তারের ভূমিকায় । উল্লেখ্য, ডাক্তারির সঙ্গে জড়িত কিছু শব্দ রয়েছে যেমন কোনও পরীক্ষা নিরীক্ষার নাম, কোনও রোগের নাম কিংবা ওষুধের নাম, যা এক ঝটকায় বলতে গেলে আমরা অনেকেই হোচট খাই । আর তা যখন কোনও অভিনেতাকে শ্যুটিং-এর সময় বলতে হয় তখন তাঁরা কীভাবে বিষয়টা সামাল দেন সেটা বেশ আগ্রহের বিষয় । জানতে ইচ্ছে করে ।

কাজটা চ্যালেঞ্জিং কিনা তা একজন অভিনেতাই ভাল বলতে পারেন (Saptarshi Maulik on His Character in Ekka Dokka)। সপ্তর্ষিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি আলাদা করে ডাক্তারি টার্ম কী আছে সেটা বুঝতে পারছি না। আমার মনে হয় ডাক্তারি টার্ম বলে কিছু হয় না । সবটাই আমার ডায়লগ মনে হয় । একজন অভিনেতাকে সেটা করতেই হয় । ওটা অন্যান্য সংলাপ বলার মতো করে বলে ফেলা যায় । আমার মতে, উচ্চারণ শেখাটা খুব একটা কঠিন নয় । ইন্টারনেটে গিয়ে কোনও শব্দের অডিও সার্চ করলেও শুনে ফেলা যাবে উচ্চারণটা । বরং একজন ভাল ডাক্তারের যে সহমর্মিতা থাকে একজন পেশেন্ট-এর প্রতি সেটা আগে শেখা দরকার । আমি সেটাই শিখছি প্রতিদিন । তাহলেই ডাক্তারের চরিত্রটা ফুটিয়ে তোলা যাবে । ব্যক্তিশরীরে যদি কেউ ভগবান হয়ে থাকেন তিনি একজন ডাক্তার ।"

কথায় কথায় এদিন সপ্তর্ষি উল্লেখ করা জনপ্রিয় ছবি 'মুন্না ভাই এম বি বি এস'-এর কথাও ৷ তিনি বলেন, " 'মুন্না ভাই এম বি বি এস'- এ একটা খুব ভাল ডায়লগ ছিল- নিজের মেয়ে ভেবে হার্ট কাটতে গেলে হাত কেঁপে যাবে । একইসঙ্গে সে একজন পেশেন্ট এবং একজন মানুষ যাকে আমায় বাঁচাতে হবে । তাই ডায়লগ বলার দিকেই আমি বেশি কনসেনট্রেট করছি টার্ম শেখার থেকেও বেশি । একজন পেশেন্টের প্রতি ডাক্তারের যে সহমর্মিতা তা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি ।"

Saptarshi Maulik
'শ্রীময়ী' ধারাবাহিকের ডিঙ্কা ফের একবার পা রাখতে চলেছে ছোট পর্দায়

আরও পড়ুন: রণদীপ থেকে রোহমান... ললিত জল্পনার মাঝে ফিরে দেখা সুস্মিতার লাভ লাইফের ইতিবৃত্ত

প্রসঙ্গত, মঞ্চ, বড় পর্দা এবং ছোটপর্দা তিন জায়গাতেই সপ্তর্ষির অবাধ বিচরণ । সম্প্রতি মুক্তি পেয়েছে সপ্তর্ষি অভিনীত বাংলা ছবি 'মিনি' । এ ছাড়াও 'সাঁঝবাতি', 'ধর্মযুদ্ধ'-তে অভিনয় করেছেন তিনি । রাজ চক্রবর্তীর প্রযোজনায় বেশ কয়েকবছর আগে ছোটপর্দার ছবি 'চোরে চোরে মাসতুতো ভাই'-তে অভিনয় করেছেন তিনি । অনেকবছর ধরে নাট্যদল 'নান্দীকার'-এর সঙ্গে যুক্ত সপ্তর্ষি । এবার ফের ছোটপর্দায় ব্যস্ত হলেন সপ্তর্ষি । জার্নি শুরু 18 জুলাই থেকে ।

Last Updated : Jul 15, 2022, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.