ETV Bharat / entertainment

'মা-পিসিরা খুব খুশি', 12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য

Saheb Bhattacharjee: মাঝে ধারাবাহিকে বিরতি বহু বছরের ৷ দীর্ঘ 12 বছর পর তিনি আবারও ছোট পর্দায় আসতে চলেছেন সাহেব ভট্টাচার্য ৷ সেখানেই একজন শেফের চরিত্রে দেখা গিয়েছে সাহেবকে। তাঁর বিপরীতে আছেন সুস্মিতা দে। নতুন ধারাবাহিকের নাম 'কথা' ৷

12 বছর পর বাংলা ধারাবাহিকে ফিরে জানালেন সাহেব ভট্টাচার্য
Saheb Bhattacharjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 12:42 PM IST

কলকাতা, 22 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'কথা'। আর সেই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। 2008 সালে 'বন্ধন' ধারাবাহিকে অভিনয় করেন সাহেব ভট্টাচার্য। এরপর আর কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। এরপর বাংলা সিনেমাতেই অভিনয় করেন খ্যাতনামা ফুটবলার সুব্রত ভট্টাচার্যের পুত্র সাহেব ভট্টাচার্য। 'গোরস্থানে সাবধান', 'রয়েল বেঙ্গল রহস্য', 'ডাবল ফেলুদা'-সহ একাধিক জনপ্রিয় এবং হিট ছবিতে অভিনয় করেন তিনি। ওয়েব সিরিজেও অভিনয় করেন সাহেব। সাহেবের সাম্প্রতিক ওয়েব সিরিজ 'শ্বেতকালী' দর্শকের দরবারে কদর পেয়েছে।

সাহেবের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অনেকদিন পরে ফেরা ছোট পর্দায়। এই চ্যানেলেরই লঞ্চ শো বন্ধনে অভিনয় করেছিলাম। এরপরে আর মেগা সিরিয়াল করা হয়নি। এবার অনেকদিন পর। প্রত্যেকদিন সাড়ে পাঁচ কোটি মানুষ টেলিভিশন দেখেন। তাঁদের কাছে সহজে পৌঁছে যাওয়ার একমাত্র মাধ্যম ধারাবাহিক। গ্রামে-গঞ্জে, মফস্বলে সিনেমাহল কমে গিয়েছে। তাঁদের কাছে একজন অভিনেতার পৌঁছে যাওয়ার সহজ পদ্ধতি হল টেলিভিশন। তাই আমি ফেরত এলাম আবার। শুটিং শুরু হবে খুব শিঘ্রই। মা আর পিসিরা খুব খুশি আমি মেগা সিরিয়াল করছি বলে। বাবাও খুশি।"

সাহেব আরও বলেন, "সিরিয়াল করলে সিনেমা করবে না, সিনেমা করলে সে সিরিয়াল করবে না এই লাইনগুলো মুছে গেছে। এখন সবাই সব প্ল্যাটফর্মে কাজ করে। মেগা সিরিয়াল করতে করতেও অনেকে সিনেমা কিংবা ওয়েব করেন। সুতরাং সব প্ল্যাটফর্মে কাজ আমিও করব।"
সাহেবের বিপরীতে দেখা যাবে সুস্মিতা দে'কে। সুস্মিতা এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'অপরাজিতা অপু' এবং 'পঞ্চমী'র দৌলতে টেলিভিশনে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন তিনি। এবার তিনি গোবরডাঙার মিস গোবর দেবীর ভূমিকায়। হ্যাঁ, তাঁকে এই নামেই ডাকবে তার প্রতিবেশী এবং গল্পের নায়ক।

ধারাবাহিকের গল্প এগোবে এই গোবর দেবী এবং কলকাতার সেলেব্রিটি শেফ এভি'কে কেন্দ্রে রেখে। গোবর দেবী মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে বিয়ে করতে চায় না। ওদিকে শেফ এভি থুড়ি সাহেব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। খোলামেলা মনের, দিলখোলা স্বভাবের সে। প্রোমো সেই আভাসই দেয়। ওদিকে নায়িকা করমচা গাছ নিয়ে চর্চা করে। করমচা গাছ নিয়ে সে পৌঁছয় এভি'দের বাড়িতে। সেখানেই দেখা হয় দু'জনের। দু'জন একেবারে বিপরীত মেরুর মানুষ। কীভাবে মিলবে এদের জীবন? জানা যাবে ধারাবাহিক শুরু হলে।

কবে থেকে সম্প্রচার এই ধারাবাহিকের? জানানো হয়নি এখনও। সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়, দিয়া মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। বাংলা টকিজ এবং ফ্রেমস মাল্টিমিডিয়ার প্রযোজনায় আসছে এই ধারাবাহিক।

আরও পড়ুন:

  1. 6 বছর পর সিরিয়ালে মেগা কামব্যাক, কোন বদলের সম্মুখীন অর্জুন?
  2. 'আপনার মতো হতে চাই', 'টুয়েলভথ ফেল' ছবির রিয়েল হিরোকে কুর্নিশ বিক্রান্তের

কলকাতা, 22 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'কথা'। আর সেই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। 2008 সালে 'বন্ধন' ধারাবাহিকে অভিনয় করেন সাহেব ভট্টাচার্য। এরপর আর কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। এরপর বাংলা সিনেমাতেই অভিনয় করেন খ্যাতনামা ফুটবলার সুব্রত ভট্টাচার্যের পুত্র সাহেব ভট্টাচার্য। 'গোরস্থানে সাবধান', 'রয়েল বেঙ্গল রহস্য', 'ডাবল ফেলুদা'-সহ একাধিক জনপ্রিয় এবং হিট ছবিতে অভিনয় করেন তিনি। ওয়েব সিরিজেও অভিনয় করেন সাহেব। সাহেবের সাম্প্রতিক ওয়েব সিরিজ 'শ্বেতকালী' দর্শকের দরবারে কদর পেয়েছে।

সাহেবের সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অনেকদিন পরে ফেরা ছোট পর্দায়। এই চ্যানেলেরই লঞ্চ শো বন্ধনে অভিনয় করেছিলাম। এরপরে আর মেগা সিরিয়াল করা হয়নি। এবার অনেকদিন পর। প্রত্যেকদিন সাড়ে পাঁচ কোটি মানুষ টেলিভিশন দেখেন। তাঁদের কাছে সহজে পৌঁছে যাওয়ার একমাত্র মাধ্যম ধারাবাহিক। গ্রামে-গঞ্জে, মফস্বলে সিনেমাহল কমে গিয়েছে। তাঁদের কাছে একজন অভিনেতার পৌঁছে যাওয়ার সহজ পদ্ধতি হল টেলিভিশন। তাই আমি ফেরত এলাম আবার। শুটিং শুরু হবে খুব শিঘ্রই। মা আর পিসিরা খুব খুশি আমি মেগা সিরিয়াল করছি বলে। বাবাও খুশি।"

সাহেব আরও বলেন, "সিরিয়াল করলে সিনেমা করবে না, সিনেমা করলে সে সিরিয়াল করবে না এই লাইনগুলো মুছে গেছে। এখন সবাই সব প্ল্যাটফর্মে কাজ করে। মেগা সিরিয়াল করতে করতেও অনেকে সিনেমা কিংবা ওয়েব করেন। সুতরাং সব প্ল্যাটফর্মে কাজ আমিও করব।"
সাহেবের বিপরীতে দেখা যাবে সুস্মিতা দে'কে। সুস্মিতা এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'অপরাজিতা অপু' এবং 'পঞ্চমী'র দৌলতে টেলিভিশনে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন তিনি। এবার তিনি গোবরডাঙার মিস গোবর দেবীর ভূমিকায়। হ্যাঁ, তাঁকে এই নামেই ডাকবে তার প্রতিবেশী এবং গল্পের নায়ক।

ধারাবাহিকের গল্প এগোবে এই গোবর দেবী এবং কলকাতার সেলেব্রিটি শেফ এভি'কে কেন্দ্রে রেখে। গোবর দেবী মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে বিয়ে করতে চায় না। ওদিকে শেফ এভি থুড়ি সাহেব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। খোলামেলা মনের, দিলখোলা স্বভাবের সে। প্রোমো সেই আভাসই দেয়। ওদিকে নায়িকা করমচা গাছ নিয়ে চর্চা করে। করমচা গাছ নিয়ে সে পৌঁছয় এভি'দের বাড়িতে। সেখানেই দেখা হয় দু'জনের। দু'জন একেবারে বিপরীত মেরুর মানুষ। কীভাবে মিলবে এদের জীবন? জানা যাবে ধারাবাহিক শুরু হলে।

কবে থেকে সম্প্রচার এই ধারাবাহিকের? জানানো হয়নি এখনও। সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়, দিয়া মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। বাংলা টকিজ এবং ফ্রেমস মাল্টিমিডিয়ার প্রযোজনায় আসছে এই ধারাবাহিক।

আরও পড়ুন:

  1. 6 বছর পর সিরিয়ালে মেগা কামব্যাক, কোন বদলের সম্মুখীন অর্জুন?
  2. 'আপনার মতো হতে চাই', 'টুয়েলভথ ফেল' ছবির রিয়েল হিরোকে কুর্নিশ বিক্রান্তের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.