ETV Bharat / entertainment

New Serial Icche Putul: অনেকদিন পর ধারাবাহিকে প্রধান চরিত্রে মৈনাক, আসছে 'ইচ্ছে পুতুল' - Icche Putul is Coming From 30 January

আসছে নতুন ধারাবাহিক 'ইচ্ছে পুতুল' ৷ মুখ্য চরিত্রে রয়েছেন মৈনাক বন্দোপাধ্যায়, তিতিক্ষা দাস, শ্বেতা মিশ্রের মতো অভিনেতা অভিনেত্রীরা (New Serial Icche Putul is Coming Soon) ৷

Etv Bharat
আসছে নতুন ধারাবাহিক 'ইচ্ছে পুতুল'
author img

By

Published : Jan 18, 2023, 11:11 AM IST

Updated : Jan 18, 2023, 5:17 PM IST

কলকাতা,18 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইচ্ছে পুতুল' (New Serial Icche Putul is Coming Soon)। হাজির হয়েছে নতুন ধারাবাহিকের প্রোমো । মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস, শ্বেতা মিশ্রকে নিয়ে শুরু হচ্ছে এই ধারাবাহিক । 'অসম্ভব' ধারাবাহিকের পর আর কোথাও লিড রোলে দেখা যায়নি মৈনাক বন্দ্যোপাধ্যায়কে (Mainak Bandyopadhyay New Serial)। লীনা গঙ্গোপাধ্যায়ের 'ধুলোকণা'তে অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক ।

এর মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মৈনাকও । তার মধ্যে অন্যতম 'বাবা বেবি ও'। অভিনয় করেছেন বেশ কিছু ওয়েব সিরিজেও । আর এবার ফের এক প্রধান পুরুষ চরিত্রে ধারাবাহিকে ফিরছেন তিনি । মৈনাক বলেন, "এটা একজন প্রফেসরের চরিত্র । ভালো চরিত্র ৷ বাকিটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।"

এই ধারাবাহিকের দু'জন নায়িকা, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র । তিতিক্ষাকে দেখা গিয়েছে 'দত্ত অ্যান্ড বউমা' ধারাবাহিকে । গতবছর এক চ্যানেলের মহালয়ার অনুষ্ঠান 'দেবী দশমহাবিদ্যা'তেও অভিনয় করেছেন তিতিক্ষা । আর শ্বেতা অভিনয় করেছেন 'জাহানারা', 'ধুলোকণা'র মতো ধারাবাহিকগুলিতে । এছাড়া অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম টেম' ছবিতে অভিনয় করেছেন তিনি । প্রথম ধারাবাহিক 'জাহানারা'তে নায়িকার ভূমিকায় অভিনয় করার পর 'ধুলোকণা'তে ভিলেন, আর এবার মানসিক ভারসাম্যহীন এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন শ্বেতা মিশ্র।

আরও পড়ুন: এই তারিখেই দেশে শুরু হচ্ছে পাঠানের অগ্রিম বুকিং

শ্বেতা, তিতিক্ষা, মৈনাক ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, সোমা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কিছু পরিচিত অভিনেতা-অভিনেত্রীকে । 30 জানুয়ারি থেকে সোম থেকে শুক্র রাত দশটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক ( Icche Putul is Coming From 30 January)। এখন এই ধারাবাহিক কতখানি দর্শকের মন জয় করতে পারে সেদিকেই নজর থাকবে সকলের ৷

কলকাতা,18 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইচ্ছে পুতুল' (New Serial Icche Putul is Coming Soon)। হাজির হয়েছে নতুন ধারাবাহিকের প্রোমো । মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস, শ্বেতা মিশ্রকে নিয়ে শুরু হচ্ছে এই ধারাবাহিক । 'অসম্ভব' ধারাবাহিকের পর আর কোথাও লিড রোলে দেখা যায়নি মৈনাক বন্দ্যোপাধ্যায়কে (Mainak Bandyopadhyay New Serial)। লীনা গঙ্গোপাধ্যায়ের 'ধুলোকণা'তে অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক ।

এর মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মৈনাকও । তার মধ্যে অন্যতম 'বাবা বেবি ও'। অভিনয় করেছেন বেশ কিছু ওয়েব সিরিজেও । আর এবার ফের এক প্রধান পুরুষ চরিত্রে ধারাবাহিকে ফিরছেন তিনি । মৈনাক বলেন, "এটা একজন প্রফেসরের চরিত্র । ভালো চরিত্র ৷ বাকিটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।"

এই ধারাবাহিকের দু'জন নায়িকা, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র । তিতিক্ষাকে দেখা গিয়েছে 'দত্ত অ্যান্ড বউমা' ধারাবাহিকে । গতবছর এক চ্যানেলের মহালয়ার অনুষ্ঠান 'দেবী দশমহাবিদ্যা'তেও অভিনয় করেছেন তিতিক্ষা । আর শ্বেতা অভিনয় করেছেন 'জাহানারা', 'ধুলোকণা'র মতো ধারাবাহিকগুলিতে । এছাড়া অনিন্দ্য চট্টোপাধ্যায়ের 'প্রেম টেম' ছবিতে অভিনয় করেছেন তিনি । প্রথম ধারাবাহিক 'জাহানারা'তে নায়িকার ভূমিকায় অভিনয় করার পর 'ধুলোকণা'তে ভিলেন, আর এবার মানসিক ভারসাম্যহীন এক তরুণীর চরিত্রে অভিনয় করবেন শ্বেতা মিশ্র।

আরও পড়ুন: এই তারিখেই দেশে শুরু হচ্ছে পাঠানের অগ্রিম বুকিং

শ্বেতা, তিতিক্ষা, মৈনাক ছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, সোমা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কিছু পরিচিত অভিনেতা-অভিনেত্রীকে । 30 জানুয়ারি থেকে সোম থেকে শুক্র রাত দশটার স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক ( Icche Putul is Coming From 30 January)। এখন এই ধারাবাহিক কতখানি দর্শকের মন জয় করতে পারে সেদিকেই নজর থাকবে সকলের ৷

Last Updated : Jan 18, 2023, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.