কলকাতা, 1 আগস্ট: টলিউডের এই তারকা যুগলের প্রেমকাহিনি কারও অজানা নয় । বড় পর্দায় একসঙ্গে কাজও করছেন তাঁরা । অনস্ক্রিন জুটির মতই অফস্ক্রিনেও তাঁদের জুটি জমজমাট । তবে, এবার ছোট পর্দায় জুটি বাঁধছেন তাঁরা । না, কোনও মেগা সিরিয়ালে নয় । জুটি জমবে রিয়ালিটি শো-এর মঞ্চে ।
আগামী 6 অগস্ট থেকে টেলিভিশনের পর্দায় আসছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'। এবার বিচারকের ভূমিকায় দেব এবং মনামীর পাশে বসবেন রুক্মিণী মৈত্র । প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের ইউনিট তাঁদের একত্রে নাম রেখেছেন দেব-দেবী। বিচারকের আসনে রুক্মিণীকে পাশে পেয়ে কতটা খুশি দেব (Dev Shares His Thoughts on Rukmini)? ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হলে অভিনেতা বলেন, "আমি তো চ্যানেলকে বারণ করেছিলাম ওঁকে বিচারক হিসেবে না নিতে । কিন্তু চ্যানেল আমার কথা শুনল না । ওদের বিশেষ পছন্দ রুক্মিণীকে। আমি আর কী বলি? তাই আমার আর মনামীর পাশে রুক্মিণী ।"
![Dev on Rukmini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/devandrukministorystills_01082022140003_0108f_1659342603_663.jpg)
দেব অবশ্য কথাগুলো বলেন মজা করেই । তিনি এই প্রসঙ্গে আরও বলেন, "এমন নয় যে রুক্মিণী দেবের বিশেষ বন্ধু বলে এই মঞ্চে জায়গা পেয়েছে । ও নিজে নিজের গুণে জায়গা পেয়েছে এই মঞ্চে । অনেক কাজ করছে এখন রুক্মিণী । মুম্বইতেও কাজ করছে । এর মাঝে টিভিতেও ব্যস্ত হয়ে পড়ল । ছোটপর্দায় ওর এটা ডেবিউ । আর সেটাও বিচারকের ভূমিকাতে । সবমিলিয়ে রুক্মিণীও খুশি । আমিও খুশি ।"
![Dev on Rukmini](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/devandrukministorystills_01082022140003_0108f_1659342603_776.jpg)
আরও পড়ুন: ভাদোদরা স্টেশনে 23 লক্ষ টাকার 'আর ও' প্ল্যান্ট বসালেন কিং খান
ওদিকে যাঁকে নিয়ে এত গল্প সেই অভিনেত্রী রুক্মিণী বলেন, " দেব আর মনামী আমার সিনিয়র । আমি জুনিয়র । ওরা আমার মেন্টর । আর এই মঞ্চের ক্যাপ্টেন তৃণা তো আমাকে শেখাচ্ছে কীভাবে রিল বানাতে হবে । এই মঞ্চে এসে আমি অনেককিছু শিখছি । আশা করি আরও শিখব । বাচ্চাদের কাছ থেকে শিখছি কীভাবে এনার্জি ধরে রাখতে হয় । কীভাবে ভেঙে না পড়ে এগিয়ে যেতে হয় । সতিই ছোটদের কাছ থেকে অনেককিছু শেখার আছে এখনও আমাদের ।"