ETV Bharat / entertainment

Music Video Moner Passwod: শ্রীমার মনের নতুন পাসওয়ার্ড লিখে দিলেন অনুপম রায় - New Music Video Moner passwod is Out Now

মুক্তি পেল অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিয়ো 'মনের পাসওয়ার্ড' (Anupam Roy New Music Video)৷ প্রেমের গানে এবার জুটি বাঁধলেন শ্রীমা ভট্টাচার্য এবং রাহুল দেব বোস ৷

Etv Bharat
মুক্তি পেল অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিয়ো মনের পাসওয়ার্ড
author img

By

Published : Feb 16, 2023, 10:50 AM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সবে কেটেছে ভ্যালেন্টাইনস ডে ৷ তবে এখন শহর জুড়ে যেন প্রেমের মরশুম ৷ এবার সেই খবরই নিতে মনের পাসওয়ার্ডটা জানতে চাইলেন অনুপম ৷ বুঝলেন না তো? আসলে মুক্তি পেল অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিয়ো 'মনের পাসওয়ার্ড' ৷ অনুপমকে শ্রোতারা যেভাবে দেখেছেন সেদিক থেকে দেখতে গেলে এই গান অবশ্যই একটু অন্য ধরনের ৷ রোম্যান্টিক এই গানে জুটি বেঁধেছেন শ্রীমা ভট্টাচার্য এবং রাহুল দেব বোস(Anupam Roy New Music Video) ৷

ছোট পর্দায় দু'জনেই বেশ পরিচিত মুখ ৷ আর এবার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য গানে গানে জুটি বাঁধলেন অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে । অনুপম রায়ের এই গান বেঁধে দিল দু'জনকে । তবে গৌরব রায়চৌধুরীর সঙ্গে শ্রীমার সম্পর্ক ভেঙেছে অনেকদিন । যদিও তা নিয়ে খোলামেলা আলোচনা করেননি কেউই । গোটা বিষয়টাই নিজেদের মধ্যেই রেখেছিলেন দু'জনে । একইভাবে রাহুল দেব বোসের সঙ্গেও সম্পর্ক ভেঙে গিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রুষা চট্টোপাধ্যায় । আর এবার শ্রীমার সঙ্গে রাহুলের মন জুড়ে দিলেন সঙ্গীত পরিচালক তথা গায়ক অনুপম রায় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হ্যাঁ অবশ্য়ই বাস্তবে নয় । প্রেমের গানের এই নতুন জুটি কী বাস্তবের সমীকরণেও প্রভাব ফেলবে সে উত্তর জানা নেই ৷ চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 'মনের পাসওয়ার্ড' গানটি অনুপম রায়ের রোম্যান্টিক নিবেদন । 'সারেগামা' থেকে হাজির হয়েছে 'মনের পাসওয়ার্ড' শীর্ষক মিউজিক ভিডিয়োটি । রাহুল এবং শ্রীমা ছাড়াও এই ভিডিওতে দেখা গিয়েছে এক ঝাঁক তরুণ তুর্কীকে ।

আরও পড়ুন: ছবির প্রচারে আবার তিলোত্তমায় কার্তিক, শহর দেখলেন হলুদ ট্যাক্সিতে
অনুপম এর আগেও প্রেমের গানে মুন্সিয়ানা দেখিয়েছেন ৷ তাঁর কলমই আমাদের পরিচয় করিয়ে দিয়েছে 'শহর জুড়ে যেন প্রেমে মরশুম', 'যে ক'টা দিন তুমি ছিলে পাশে'-এর মতো তুমুল জনপ্রিয় গানের সঙ্গে ৷ তাঁর এই নতুন গানটিও বেশ মন কাড়ছে ৷ আর এবার তাঁর এই নতুন গান নিয়ে অনুপম রায় বলেন, "এই গানটা সব বয়সের ভালোবাসার মানুষদের জন্য।" মাত্র 24 ঘণ্টার মধ্যে গানটি 1 মিলিয়ন মানুষ শুনে আর দেখে ফেলেছেন, যা নি:সন্দেহে প্রশংসনীয়।

কলকাতা, 16 ফেব্রুয়ারি: সবে কেটেছে ভ্যালেন্টাইনস ডে ৷ তবে এখন শহর জুড়ে যেন প্রেমের মরশুম ৷ এবার সেই খবরই নিতে মনের পাসওয়ার্ডটা জানতে চাইলেন অনুপম ৷ বুঝলেন না তো? আসলে মুক্তি পেল অনুপম রায়ের নতুন মিউজিক ভিডিয়ো 'মনের পাসওয়ার্ড' ৷ অনুপমকে শ্রোতারা যেভাবে দেখেছেন সেদিক থেকে দেখতে গেলে এই গান অবশ্যই একটু অন্য ধরনের ৷ রোম্যান্টিক এই গানে জুটি বেঁধেছেন শ্রীমা ভট্টাচার্য এবং রাহুল দেব বোস(Anupam Roy New Music Video) ৷

ছোট পর্দায় দু'জনেই বেশ পরিচিত মুখ ৷ আর এবার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য গানে গানে জুটি বাঁধলেন অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে । অনুপম রায়ের এই গান বেঁধে দিল দু'জনকে । তবে গৌরব রায়চৌধুরীর সঙ্গে শ্রীমার সম্পর্ক ভেঙেছে অনেকদিন । যদিও তা নিয়ে খোলামেলা আলোচনা করেননি কেউই । গোটা বিষয়টাই নিজেদের মধ্যেই রেখেছিলেন দু'জনে । একইভাবে রাহুল দেব বোসের সঙ্গেও সম্পর্ক ভেঙে গিয়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রুষা চট্টোপাধ্যায় । আর এবার শ্রীমার সঙ্গে রাহুলের মন জুড়ে দিলেন সঙ্গীত পরিচালক তথা গায়ক অনুপম রায় ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হ্যাঁ অবশ্য়ই বাস্তবে নয় । প্রেমের গানের এই নতুন জুটি কী বাস্তবের সমীকরণেও প্রভাব ফেলবে সে উত্তর জানা নেই ৷ চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 'মনের পাসওয়ার্ড' গানটি অনুপম রায়ের রোম্যান্টিক নিবেদন । 'সারেগামা' থেকে হাজির হয়েছে 'মনের পাসওয়ার্ড' শীর্ষক মিউজিক ভিডিয়োটি । রাহুল এবং শ্রীমা ছাড়াও এই ভিডিওতে দেখা গিয়েছে এক ঝাঁক তরুণ তুর্কীকে ।

আরও পড়ুন: ছবির প্রচারে আবার তিলোত্তমায় কার্তিক, শহর দেখলেন হলুদ ট্যাক্সিতে
অনুপম এর আগেও প্রেমের গানে মুন্সিয়ানা দেখিয়েছেন ৷ তাঁর কলমই আমাদের পরিচয় করিয়ে দিয়েছে 'শহর জুড়ে যেন প্রেমে মরশুম', 'যে ক'টা দিন তুমি ছিলে পাশে'-এর মতো তুমুল জনপ্রিয় গানের সঙ্গে ৷ তাঁর এই নতুন গানটিও বেশ মন কাড়ছে ৷ আর এবার তাঁর এই নতুন গান নিয়ে অনুপম রায় বলেন, "এই গানটা সব বয়সের ভালোবাসার মানুষদের জন্য।" মাত্র 24 ঘণ্টার মধ্যে গানটি 1 মিলিয়ন মানুষ শুনে আর দেখে ফেলেছেন, যা নি:সন্দেহে প্রশংসনীয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.