ETV Bharat / entertainment

হাতে আর মাত্র দু'দিন ! ফাঁকা মাঠে 'বাহুবলি 2'কে হারাতে পারবে 'পুষ্পা 2'? - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

'পুষ্পা 2' ছবির আয়ের বেশিরভাগটাই এল হিন্দি ভার্সন থেকে ৷ গ্লোবালি আর কত আয় হলে আল্লু অর্জুনের ছবি ছাপিয়ে যাবে 'বাহুবলি 2'-কে? ৷

Etv Bharat
'বাহুবলি 2'কে হারাতে পারবে 'পুষ্পা 2'? (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

Updated : 3 hours ago

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: 'কাটাপ্পা নে বাহুবলি কো কিঁউ মারা?' এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত অপেক্ষা করেন সিনেপ্রেমীরা ৷ 'বাহুবলি 2' মুক্তির পর তার উত্তর শুধু দর্শকরা নয়, বক্সঅফিসও পায় ৷ লাইফটাইম কালেকশনে ভারতীয় সিনেমা হিসাবে গ্লোবালি দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি ৷ এবার তাকেও কি টপকে যাবে 'পুষ্পা 2: দ্য রুল ?'

তিন বছর হয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রাইজ' মুক্তি পেয়েছে ৷ 2021 সালের 17 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসে এই ছবি ৷ তার সিক্যুয়েল দেখার আগ্রহ যে মানুষকে এইভাবে হলমুখী করবে কে ভেবেছিল ! একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় ছবির মুক্তির ত্রয়োদশতম দিনেও হল কাঁপাচ্ছে 'পুষ্পা 2' ৷ সুকুমার পরিচালিত এই ছবি ভারতীয় বক্সঅফিসে আয় করে ফেলেছে 953.3 কোটি টাকা ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (13তম দিন)

13তম দিনে অর্থাৎ ছবি মুক্তির দ্বিতীয় মঙ্গলবার হলে কিছুটা আয় কমেছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, মঙ্গলবার ছবির আয় হয়েছে 24.25 কোটি টাকা ৷ আগের কালেকশন থেকে 10.02 শতাংশ আয় কমেছে মঙ্গলবার ৷ হিন্দি ভার্সনে ছবির আয় হয়েছে সবচেয়ে বেশি প্রায় 591 কোটি টাকা ৷ তেলুগু ভার্সন থেকে টাকা উঠেছে 290.9 কোটি টাকা ৷ সেই জায়গা থেকে তামিল ভাষায় আয় হয়েছে 50.65 কোটি, কন্নড় ভাষায় আয় হয়েছে 6.87 কোটি টাকা ও মালয়লম ভাষায় আয় হয়েছে 13.78 কোটি টাকা ৷ সব মিলিয়ে মাত্র 10-11 দিনের মাথায় ভারতেই ছবির আয়ের পরিমাণ 953.3 কোটি টাকা ৷ গ্লোবালি সেই আয়ের পরিমাণ ছুঁয়ে গিয়েছে 1 হাজার 409 কোটি টাকায় ৷ 381 কোটি টাকা ঘরে এলেই কেল্লাফতে! তাহলে বাহুবলি 2 ছবিকে ছাপিয়ে যাবে পুষ্পা 2 ৷ গ্লোবালি চলে আসবে দ্বিতীয় স্থানে ৷

দিন/সপ্তাহভারটে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.4 কোটি টাকা
দশম দিন63.3 কোটি টাকা
একাদশতম দিন76.6 কোটি টাকা
দ্বাদশতম দিন26.95 কোটি টাকা
ত্রয়োদশ তম দিন24.25 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট953.3 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)

এখন বক্সঅফিসে একাধিক রেকর্ড ভাঙলেও 'পুষ্পা 2'-কে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বড়দিনের আবহে ৷ বিগ বাজেটের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তামিল ইন্ডাস্ট্রিতে 20 তারিখ মুক্তি পাচ্ছে বিজয় সেতুপথির 'বীধুথলাই পার্ট 2' ৷ অন্যদিকে, অ্যাটলি প্রযোজিত, বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর ৷ পাশাপাশি, 'মুফাসা: দ্য লায়ন কিং'-ও মুক্তি পাচ্ছে 20 তারিখ ৷ ফলে মাত্র দুদিনে ফাঁকা মাঠে গোল দিয়ে পুষ্পা 2, বাহুবলি 2-কে ছাপাতে পারে কি না, নজর থাকবে সেইদিকেই ৷

ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি নজর কাড়েন শ্রীভল্লী চরিত্রে রশ্মিকা মন্দানা ও পুলিশ অফিসার ভ্রমর সিং শেখাওয়াত চরিত্রে ফাওহাদ ফাসিল ৷ এছাড়াও মারকাটারি অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন অনুসূয়া ভরদ্বাজ, সুনীল, জগপতি বাবু ৷ ছবির শ্রীলীলার আইটেম ডান্স অতিরিক্ত পাওনা ৷

হায়দরাবাদ, 18 ডিসেম্বর: 'কাটাপ্পা নে বাহুবলি কো কিঁউ মারা?' এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত অপেক্ষা করেন সিনেপ্রেমীরা ৷ 'বাহুবলি 2' মুক্তির পর তার উত্তর শুধু দর্শকরা নয়, বক্সঅফিসও পায় ৷ লাইফটাইম কালেকশনে ভারতীয় সিনেমা হিসাবে গ্লোবালি দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি ৷ এবার তাকেও কি টপকে যাবে 'পুষ্পা 2: দ্য রুল ?'

তিন বছর হয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রাইজ' মুক্তি পেয়েছে ৷ 2021 সালের 17 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসে এই ছবি ৷ তার সিক্যুয়েল দেখার আগ্রহ যে মানুষকে এইভাবে হলমুখী করবে কে ভেবেছিল ! একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় ছবির মুক্তির ত্রয়োদশতম দিনেও হল কাঁপাচ্ছে 'পুষ্পা 2' ৷ সুকুমার পরিচালিত এই ছবি ভারতীয় বক্সঅফিসে আয় করে ফেলেছে 953.3 কোটি টাকা ৷

  • পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (13তম দিন)

13তম দিনে অর্থাৎ ছবি মুক্তির দ্বিতীয় মঙ্গলবার হলে কিছুটা আয় কমেছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, মঙ্গলবার ছবির আয় হয়েছে 24.25 কোটি টাকা ৷ আগের কালেকশন থেকে 10.02 শতাংশ আয় কমেছে মঙ্গলবার ৷ হিন্দি ভার্সনে ছবির আয় হয়েছে সবচেয়ে বেশি প্রায় 591 কোটি টাকা ৷ তেলুগু ভার্সন থেকে টাকা উঠেছে 290.9 কোটি টাকা ৷ সেই জায়গা থেকে তামিল ভাষায় আয় হয়েছে 50.65 কোটি, কন্নড় ভাষায় আয় হয়েছে 6.87 কোটি টাকা ও মালয়লম ভাষায় আয় হয়েছে 13.78 কোটি টাকা ৷ সব মিলিয়ে মাত্র 10-11 দিনের মাথায় ভারতেই ছবির আয়ের পরিমাণ 953.3 কোটি টাকা ৷ গ্লোবালি সেই আয়ের পরিমাণ ছুঁয়ে গিয়েছে 1 হাজার 409 কোটি টাকায় ৷ 381 কোটি টাকা ঘরে এলেই কেল্লাফতে! তাহলে বাহুবলি 2 ছবিকে ছাপিয়ে যাবে পুষ্পা 2 ৷ গ্লোবালি চলে আসবে দ্বিতীয় স্থানে ৷

দিন/সপ্তাহভারটে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.4 কোটি টাকা
দশম দিন63.3 কোটি টাকা
একাদশতম দিন76.6 কোটি টাকা
দ্বাদশতম দিন26.95 কোটি টাকা
ত্রয়োদশ তম দিন24.25 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট953.3 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)

এখন বক্সঅফিসে একাধিক রেকর্ড ভাঙলেও 'পুষ্পা 2'-কে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বড়দিনের আবহে ৷ বিগ বাজেটের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তামিল ইন্ডাস্ট্রিতে 20 তারিখ মুক্তি পাচ্ছে বিজয় সেতুপথির 'বীধুথলাই পার্ট 2' ৷ অন্যদিকে, অ্যাটলি প্রযোজিত, বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর ৷ পাশাপাশি, 'মুফাসা: দ্য লায়ন কিং'-ও মুক্তি পাচ্ছে 20 তারিখ ৷ ফলে মাত্র দুদিনে ফাঁকা মাঠে গোল দিয়ে পুষ্পা 2, বাহুবলি 2-কে ছাপাতে পারে কি না, নজর থাকবে সেইদিকেই ৷

ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি নজর কাড়েন শ্রীভল্লী চরিত্রে রশ্মিকা মন্দানা ও পুলিশ অফিসার ভ্রমর সিং শেখাওয়াত চরিত্রে ফাওহাদ ফাসিল ৷ এছাড়াও মারকাটারি অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন অনুসূয়া ভরদ্বাজ, সুনীল, জগপতি বাবু ৷ ছবির শ্রীলীলার আইটেম ডান্স অতিরিক্ত পাওনা ৷

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.