হায়দরাবাদ, 18 ডিসেম্বর: 'কাটাপ্পা নে বাহুবলি কো কিঁউ মারা?' এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত অপেক্ষা করেন সিনেপ্রেমীরা ৷ 'বাহুবলি 2' মুক্তির পর তার উত্তর শুধু দর্শকরা নয়, বক্সঅফিসও পায় ৷ লাইফটাইম কালেকশনে ভারতীয় সিনেমা হিসাবে গ্লোবালি দ্বিতীয় স্থানে রয়েছে এই ছবি ৷ এবার তাকেও কি টপকে যাবে 'পুষ্পা 2: দ্য রুল ?'
তিন বছর হয়ে গিয়েছে 'পুষ্পা: দ্য রাইজ' মুক্তি পেয়েছে ৷ 2021 সালের 17 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসে এই ছবি ৷ তার সিক্যুয়েল দেখার আগ্রহ যে মানুষকে এইভাবে হলমুখী করবে কে ভেবেছিল ! একাধিক রেকর্ড ভাঙা-গড়ার খেলায় ছবির মুক্তির ত্রয়োদশতম দিনেও হল কাঁপাচ্ছে 'পুষ্পা 2' ৷ সুকুমার পরিচালিত এই ছবি ভারতীয় বক্সঅফিসে আয় করে ফেলেছে 953.3 কোটি টাকা ৷
- পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (13তম দিন)
13তম দিনে অর্থাৎ ছবি মুক্তির দ্বিতীয় মঙ্গলবার হলে কিছুটা আয় কমেছে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, মঙ্গলবার ছবির আয় হয়েছে 24.25 কোটি টাকা ৷ আগের কালেকশন থেকে 10.02 শতাংশ আয় কমেছে মঙ্গলবার ৷ হিন্দি ভার্সনে ছবির আয় হয়েছে সবচেয়ে বেশি প্রায় 591 কোটি টাকা ৷ তেলুগু ভার্সন থেকে টাকা উঠেছে 290.9 কোটি টাকা ৷ সেই জায়গা থেকে তামিল ভাষায় আয় হয়েছে 50.65 কোটি, কন্নড় ভাষায় আয় হয়েছে 6.87 কোটি টাকা ও মালয়লম ভাষায় আয় হয়েছে 13.78 কোটি টাকা ৷ সব মিলিয়ে মাত্র 10-11 দিনের মাথায় ভারতেই ছবির আয়ের পরিমাণ 953.3 কোটি টাকা ৷ গ্লোবালি সেই আয়ের পরিমাণ ছুঁয়ে গিয়েছে 1 হাজার 409 কোটি টাকায় ৷ 381 কোটি টাকা ঘরে এলেই কেল্লাফতে! তাহলে বাহুবলি 2 ছবিকে ছাপিয়ে যাবে পুষ্পা 2 ৷ গ্লোবালি চলে আসবে দ্বিতীয় স্থানে ৷
দিন/সপ্তাহ | ভারটে নেট কালেকশন |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
নবম দিন | 36.4 কোটি টাকা |
দশম দিন | 63.3 কোটি টাকা |
একাদশতম দিন | 76.6 কোটি টাকা |
দ্বাদশতম দিন | 26.95 কোটি টাকা |
ত্রয়োদশ তম দিন | 24.25 কোটি টাকা (সম্ভাব্য আয়) |
মোট | 953.3 কোটি টাকা |
(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)
এখন বক্সঅফিসে একাধিক রেকর্ড ভাঙলেও 'পুষ্পা 2'-কে প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে বড়দিনের আবহে ৷ বিগ বাজেটের একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ তামিল ইন্ডাস্ট্রিতে 20 তারিখ মুক্তি পাচ্ছে বিজয় সেতুপথির 'বীধুথলাই পার্ট 2' ৷ অন্যদিকে, অ্যাটলি প্রযোজিত, বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' মুক্তি পাচ্ছে 25 ডিসেম্বর ৷ পাশাপাশি, 'মুফাসা: দ্য লায়ন কিং'-ও মুক্তি পাচ্ছে 20 তারিখ ৷ ফলে মাত্র দুদিনে ফাঁকা মাঠে গোল দিয়ে পুষ্পা 2, বাহুবলি 2-কে ছাপাতে পারে কি না, নজর থাকবে সেইদিকেই ৷
ছবিতে আল্লু অর্জুনের পাশাপাশি নজর কাড়েন শ্রীভল্লী চরিত্রে রশ্মিকা মন্দানা ও পুলিশ অফিসার ভ্রমর সিং শেখাওয়াত চরিত্রে ফাওহাদ ফাসিল ৷ এছাড়াও মারকাটারি অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন অনুসূয়া ভরদ্বাজ, সুনীল, জগপতি বাবু ৷ ছবির শ্রীলীলার আইটেম ডান্স অতিরিক্ত পাওনা ৷