কলকাতা, 14 জুন: পর্দার একেনবাবু হিসেবেই মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী ৷ তবে তাঁর ঝুলিতে নানা রঙের চরিত্রের কোনও অভাব নেই ৷ তাঁকে লালমোহন গাঙ্গুলি হিসেবে দেখা গিয়েছে । পাশাপাশি কাকাবাবুর গল্পে খল চরিত্রেও কিস্তিমাত করেছেন ৷ কখনও আবার তিনিই সেই ব্যাধ যিনি বিপ্লবের স্বপ্ন বুকে নিয়ে বাঁচেন একটা গোটা জীবন ৷ এবার তাঁকে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়ের আসন্ন সিরিজ 'ডুগডুগি'-তে ৷ বুধবার শেষ হতে চলেছে এই সিরিজের শ্যুটিং ৷ ঠিক তার আগে চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা ৷
উল্লাস মল্লিকের গল্প নিয়ে তৈরি এই সিরিজ নিয়ে বলতে গিয়ে ইটিভি ভারতকে অনির্বাণ বলেন, "হইচইয়ের জন্য আগেও আমি অনেকগুলো কাজ করেছি ৷ শুধু একেন তো নয়, ব্যাধ-এও আমি অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছি ৷ এটা সেই ধরনের চরিত্রগুলোর থেকে একেবারেই আলাদা ৷ এটা খুবই সাধারণ একজন মানুষের গল্প ৷"
তিনি জানান, ডুগডুগি নামটা খুব তাৎপর্যপূর্ণ ৷ একজন মানুষ যার জীবনটা ভীষণ নিস্তরঙ্গ সে কীভাবে একটা পরিস্থিতির মধ্যে পড়ে ডুগডুগির তালে তাল মেলাতে বাধ্য হয় সেটা নিয়েই তৈরি কাহিনি ৷ ব্যাপারটা ডুগডুগির সঙ্গে বাঁদরনাচের মতোই ৷ অনির্বাণের কথায়, "পরিস্থিতিটা যদি ডুগডুগি হয়ে যায় তাহলে একটা সাধারণ নিস্তরঙ্গ জীবন কীভাবে হঠাৎ বদলে গিয়ে একটা অন্য জীবনের মধ্য গিয়ে পড়ে সেটাই দেখার ৷ তবে এই সিরিজের নির্মাণ কৌশল শুরু করে গল্প, আমার চরিত্রের লুক এবং আমার চরিত্র-এগুলো সবই ভীষণ আলাদা ৷ আমাকে সাধারণত যেভাবে দেখা যায় তার থেকে একেবারে আলাদা একটি চরিত্র ৷"
আরও পড়ুন: গুজবে কান নয়; নতুন সিরিজের শ্যুটিং নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পরিচালক রাহুল
একেন থেকে লালমোহন একের পর এক অন্য ধরনের চরিত্রে কাজ করেছেন অনির্বাণ ৷ কীভাবে নতুন একটি চরিত্রের জন্য প্রস্তুতি নেন তিনি ? জবাবে অনির্বাণ বলেন, "মূলত আমি যে চরিত্রে অভিনয় করতে চলেছি সেই মানুষটিকে বোঝবার একটা চেষ্টা করি ৷ তার মস্তিস্ক, তার মন কেমন হতে পারে সেটা আন্দাজ করবার চেষ্টা করি ৷ আমি আলাদা করে কোনও পদ্ধতি ব্যবহার করে কোনও চরিত্রের জন্য প্রস্তুতি নিই না ৷ এটা আমার মধ্যে হতে থাকে ৷ এটা খুব গুছিয়ে বলা মুশকিল যে কীভাবে এইটা (জাড়ন) আমার মধ্যে ঘটে ৷ তবে মূল চেষ্টা থাকে মানুষটাকে বোঝার ৷" কবে আসতে চলেছে এই সিরিজ তা অবশ্য এখনও জানা যায়নি ৷