লস অ্যাঞ্জেলস, 25 এপ্রিল: অস্কার 2023-এর ঘোর কাটতে না কাটতেই আগামী বছরের অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করে দিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স । 95তম অস্কার পুরস্কারের মঞ্চ থেকে দু'টি পুরস্কার জয় করে ফিরেছেন ভারতীয় শিল্পীরা । একদিকে যেমন পুরস্কার জিতেছে 'দ্য় এলিফ্যান্ট হুইস্পারার্স' অন্যদিকে তেমনই অস্কার জয় করেছে 'নাতু নাতু'ও । জানা গিয়েছে 96তম অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী বছর 10 মার্চ ।
সাধারণ বিভাগে ছবি, গান ইত্যাদি জমা দেওয়ার শেষ তারিখ 15 নভেম্বর । এবছর ডিসেম্বর থেকেই বাছাইয়ের জন্য় প্রাথমিক ভোটদান পর্ব শুরু হতে চলেছে । 21 ডিসেম্বর শুরু হতে চলেছে এই বাছাই পর্ব । 11 জানুয়ারি-16 জানুয়ারি পর্যন্ত চলবে এই নমিনেশনস ভোটিং পর্ব । এরপর 23 জানুয়ারি মনোনীত ছবিগুলির নাম ঘোষণা করবে অ্যাকাডেমি ।
চুড়ান্ত মনোয়নের জন্য ভোটদান শুরু হবে ফেব্রুয়ারির 22 তারিখ । আর তারপর মার্চে হলিউডের ডলবি থিয়েটারে আয়োজিত হবে 96তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান । অ্যাকাডেমি অবশ্য় জানিয়েছে, কোনও বিশেষ কারণে এই দিনক্ষণ বদল হতে পারে । আসুন ফের একবার দেখে নেওয়া যাক কোন কোন দিন কি কি হতে চলেছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
- জেনারেল এন্ট্রি ক্যাটাগরি, জমা দেওয়ার সময়সীমা: বুধবার, নভেম্বর 15, 2023
- গভর্নরস অ্যাওয়ার্ডস: 15 নভেম্বর 2023
- প্রাথমিক ভোটদান শুরু: 18 ডিসেম্বর 2023
- প্রাথমিক ভোটদান সমাপ্তি: 21 ডিসেম্বর 2023
- অস্কার শর্টলিস্টস অ্যানাউন্সমেন্টস: 21 ডিসেম্বর 2023
- এলিজিবিলিটি পিরিয়ড সমাপ্তি: 31 ডিসেম্বর, 2023
- নমিনেশনস ভোটিং পর্ব শুরু: 11 জানুয়ারি 2024
- নমিনেশনস ভোটিং পর্ব সমাপ্তি: 16 জানুয়ারি 2024
- অস্কার নমিনেশনস ঘোষণা: 23 জানুয়ারি 2024
- চুড়ান্ত ভোটদান শুরু: 22 ফেব্রুয়ারি 2024
- সায়েন্টিফিক অ্য়ান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডস: 23 ফেব্রুয়ারি 2024
- চুড়ান্ত ভোটদান শুরু: 27 ফেব্রুয়ারি 2024
- 96তম অস্কার পুরস্কার: 10 মার্চ 2024
আরও পড়ুন: বাদ পড়েছেন রিয়েলিটি শো থেকে, মুক্তি পায়নি ছবির গান ! লড়াই থামাননি জিয়াগঞ্জের গানের ফেরিওয়ালা