হায়দরাবাদ, 2 জুন: আরও একটি রঙিন বসন্ত পার করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ৷ জন্মদিনে শুক্রবার তাঁকে শুভেচ্ছা জানালেন বাবা শত্রুঘ্ন সিনহা ৷ মেয়েকে শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন সোনাক্ষীর ছোটবেলার কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেতা তথা আসানসোল লোকসভা কেন্দ্রের এই সাংসদ ৷ শুধু তাই নয় সম্প্রতি 'দাহাড়' সিরিজের জন্য় যেভাবে প্রশংসা কুড়িয়েছেন নায়িকা তা নিয়েও এদিন মখু খুলেছেন অভিনেতা ৷
-
How beautiful
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
times have gone by. On this great & auspicious day loads of love for the apple of our eye, for another wonderful year of fun, entertainment & great achievements. We are all so very proud of your strength & everything 💜 you have pic.twitter.com/BSqf0XjCTn
">How beautiful
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 2, 2023
times have gone by. On this great & auspicious day loads of love for the apple of our eye, for another wonderful year of fun, entertainment & great achievements. We are all so very proud of your strength & everything 💜 you have pic.twitter.com/BSqf0XjCTnHow beautiful
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 2, 2023
times have gone by. On this great & auspicious day loads of love for the apple of our eye, for another wonderful year of fun, entertainment & great achievements. We are all so very proud of your strength & everything 💜 you have pic.twitter.com/BSqf0XjCTn
সোনাক্ষীর ছোটবেলার ছবি শেয়ার করে এদিন তিনি লেখেন, "কী সুন্দর সময় বয়ে যায় ৷ আর এই দারুণ দিনে আমাদের চোখের মণিকে জানাই অনেক শুভেচ্ছা। সামনের বছরটা আনন্দ, খুশি আর অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে যাক ৷ যা তুমি অর্জন করেছ তার জন্য আমরা সত্যিই গর্বিত ৷ বিশেষত দাহাড়-এ যেভাবে তুমি মাইলফলক স্থাপন করেছ তা অনবদ্য ৷"
-
accomplished, especially the milestone you have created with 'Dahaad' which is the talk of the town today & one of the most wonderful films which adds another feather to your body of work, recently released on amazing Amazon Prime https://t.co/HnhZch29AA shall always pic.twitter.com/n7iWV8v8Yl
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">accomplished, especially the milestone you have created with 'Dahaad' which is the talk of the town today & one of the most wonderful films which adds another feather to your body of work, recently released on amazing Amazon Prime https://t.co/HnhZch29AA shall always pic.twitter.com/n7iWV8v8Yl
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 2, 2023accomplished, especially the milestone you have created with 'Dahaad' which is the talk of the town today & one of the most wonderful films which adds another feather to your body of work, recently released on amazing Amazon Prime https://t.co/HnhZch29AA shall always pic.twitter.com/n7iWV8v8Yl
— Shatrughan Sinha (@ShatruganSinha) June 2, 2023
গর্বিত বাবা আরও লেখেন, "দাহাড় তো আজ সকেলের চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ আরও একটা অসাধারণ কাজ যা তোমার কাজের যাত্রায় আরও একটি পালক যোগ করল ৷ প্রতিটা দিন তোমার জন্য় নতুন নতুন আনন্দ বয়ে আনুক ৷ আজকের দিনটাও দারুণ হোক ৷ ঈশ্বর তোমার মঙ্গল করুন ৷" এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে তিনি তাঁর এবং সোনাক্ষীর একটি নতুন ছবিও শেয়ার করেছেন সকলের সঙ্গে ৷ অন্য দু'টি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বাবা, মা এবং দুই ভাই লব এবং কুশের সঙ্গে ৷ অন্য়দিকে, অন্য একটি ছবিতে নায়িাককে দেখা গেল বাবা শত্রুঘ্ন সিনহার সঙ্গে ৷
আরও পড়ুন: শ্যুটিং শেষ! 'জঙ্গলে মিতিন মাসি' নিয়ে আবেগে ভাসলেন অরিন্দম
সম্প্রতি সোনাক্ষীকে জিজ্ঞাসা করা হয়েছিল জন্মদিন নিয়ে কী পরিকল্পনা তাঁর ? তিনি বলেন, "গত 5-6 বছর ধরে আমি আমার জন্মদিনে বাইরে বাইরে ঘুরি ৷ এবারও আমি কিছুটা বিরতি নিয়ে একেবারে কাছের মানুষদের সঙ্গে একটু সময় কাটাতে চাই ৷ গত কয়েকবছর ধরেই আমি এটাই করে আসছি ৷ এবারে আমি এখনও শ্য়ুটিংয়ের মাঝে রয়েছি ৷ তাই এবার হয়তো আলিবাগ অন্য কোথাও চলে যেতে পারি ৷ তবে আমি এখনও কিছু ঠিক করিনি ৷"