মুম্বই, 29 নভেম্বর: বক্স অফিসে ঝড় তুলেছে যশ রাজ ফিল্মস প্রযোজিত টাইগার-3 ৷ সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমার সাফল্যের পর অধীর আগ্রহে ওয়ার-2 অপেক্ষায় দর্শক ৷ টাইগার-3 ফিল্মের পর যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ওয়ার-2 ৷ বুধবার নির্মাতারা জানিয়ে দিলেন, কবে আসছে এই সিনেমা ৷ যেখানে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে ৷
যশ রাজ ফিল্মসের তরফে অফিসিয়াল রিলিজের মাধ্যমে সিনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ আসন্ন স্পাই-থ্রিলার সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে 2025 সালের 14 অগস্ট ৷ স্বাধীনতা দিবসের ছুটিতে হলে গিয়ে অ্যাকশন প্যাকড ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শক ৷ এই সিনেমায় হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের পাশাপাশি মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবানি ।
-
#BreakingNews… YRF ANNOUNCES ‘WAR 2’ RELEASE DATE: INDEPENDENCE DAY WEEKEND 2025… The sixth film from #YRFSpyUniverse - #War2 - now has a release date… Get ready for mayhem at the #Boxoffice on 14 Aug 2025 [Thursday]… #AyanMukerji directs the film that’s produced by #YRF. pic.twitter.com/dHQ6BHQ9Es
— taran adarsh (@taran_adarsh) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#BreakingNews… YRF ANNOUNCES ‘WAR 2’ RELEASE DATE: INDEPENDENCE DAY WEEKEND 2025… The sixth film from #YRFSpyUniverse - #War2 - now has a release date… Get ready for mayhem at the #Boxoffice on 14 Aug 2025 [Thursday]… #AyanMukerji directs the film that’s produced by #YRF. pic.twitter.com/dHQ6BHQ9Es
— taran adarsh (@taran_adarsh) November 29, 2023#BreakingNews… YRF ANNOUNCES ‘WAR 2’ RELEASE DATE: INDEPENDENCE DAY WEEKEND 2025… The sixth film from #YRFSpyUniverse - #War2 - now has a release date… Get ready for mayhem at the #Boxoffice on 14 Aug 2025 [Thursday]… #AyanMukerji directs the film that’s produced by #YRF. pic.twitter.com/dHQ6BHQ9Es
— taran adarsh (@taran_adarsh) November 29, 2023
সিনে সমালোচক তরণ আদর্শ ইনস্টাগ্রামে 2025 সালে ওয়ার-2 সিনেমা মুক্তির খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এবং যশ রাজ ফিল্মস প্রযোজিত ওয়ার-2 নিঃসন্দেহে বক্স অফিসে ঝড় তুলবে । এক্স পোস্টে তিনি বলেন, "ওয়ার-2 মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ৷ 2025 সালের স্বাধীনতা দিবসের ছুটিতে আসছে এই সিনেমা ৷ 14 অগস্ট 2025 সালের জন্য সকলে প্রস্তুত থাকুন ৷
টাইগার 3-এর ক্রেডিটের পরবর্তী দৃশ্যে পর্দায় যশ রাজ ফিল্মস হৃতিক রোশনের চরিত্রের আভাস দিয়েছে ৷ যা উত্তেজনা বাড়িয়েছে সিনেমা অনুরাগীদের মধ্যে । ওয়ার -2 হল 2019 সালের অ্যাকশন থ্রিলার ওয়ার-এর সিক্যুয়াল ৷ যেটিতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বাণী কাপুর ।
বিপুল সাফল্য অর্জন করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার ৷ মুক্তির এক সপ্তাহের মধ্যে 200 কোটি টাকা আয় করে এই সিনেমা ৷ এটি ছিল সেই বছরের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার মধ্যে একটা । আগামিদিনে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ফিল্ম ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করবেন হৃতিক রোশন । অন্যদিকে জুনিয়র এনটিআরকে প্যান-ইন্ডিয়া ফিল্ম দেবরাতে সঈফ আলি খান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেখা যাবে ।
আরও পড়ুন: