ETV Bharat / entertainment

Vikrant Massey: প্রথম সন্তান আসছে, আদুরে পোস্টে ঘোষণা বিক্রান্তের

Vikrant Massey and wife Sheetal Thakur expecting first child: প্রথম সন্তান আসছে তাঁর ও তাঁর স্ক্রী শীতল ঠাকুরের জীবনে ৷ রবিবার আদুরে পোস্টে এ কথা ঘোষণা করলেন বিক্রান্ত ম্যাসি ৷

Vikrant Massey
বিক্রান্ত ম্যাসি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 12:39 PM IST

মুম্বই, 24 সেপ্টেম্বর: প্রথম সন্তান আসছে সেলেব-দম্পতি বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুরের ৷ রবিবার ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে এ কথা ঘোষণা করলেন স্বয়ং অভিনেতা ৷ তাঁদের বিয়ের এক বছর পর এল এই সুখবর ৷

'উই আর এক্সপেক্টিং' - রবি-সকালে ইনস্টাগ্রামে এ কথা জানালেন অভিনেতা বিক্রান্ত ৷ ওই পোস্টে তাঁদের বিয়ের একটি ছবি ব্যবহার করেছেন বিক্রান্ত ৷ ছবিতে দেখা যাচ্ছে, দুজনে একে-অপরের মুখোমুখি ৷ একগাল হেসে কপালে কপাল ঠেকিয়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছেন বিক্রান্ত ও শীতল ৷ পোস্টটিটে লেখা রয়েছে, "আমরা আশা করছি ! শিশু আসছে 2024 ।" বিক্রান্ত পোস্টের ক্যাপশনে লিখেছেন, "নতুন শুরু ।"

সেলিব্রিটি ও ভক্তদের শুভেচ্ছা

বিক্রান্তের এই পোস্টের পরই তাঁর কমেন্ট বক্স শুভেচ্ছার বন্যায় বানভাসি হয়েছে ৷ শোভিতা ধুলিপালা, কৃতি খারবান্দা, রাশি খান্না এবং শিবানী দান্ডেকার ছাড়াও অন্যান্য তারকারা হবু বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন । বাদ যাননি অনুরাগীরাও ৷ একজন ভক্ত লিখেছেন, "ওওহো..এটা কী মিষ্টি.. পাপা হওয়ার জন্য ম্যাসিকে অভিনন্দন, আপনারা আশ্চর্যজনক বাবা-মা হতে চলেছেন ।" একটি মন্তব্যে লেখা ছিল, "আমার প্রিয় অভিনেতা ! আপনি এবং আপনার পরিবারের জন্য দারুণ আনন্দিত । ঈশ্বর আশীর্বাদ করুন ।" একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "অনেক শুভেচ্ছা আপনার পথের জন্য পাঠানো হচ্ছে । সুখী ও সুস্থ থাকুন।"

2022 সালে বিক্রান্ত-শীতলের বিয়ে

গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন বিক্রান্ত ও শীতল ঠাকুর । তিনি একটি বার্তা-সহ শীতলের সঙ্গে তাঁর বিয়ের প্রথম অফিসিয়াল ছবি শেয়ার করেছিলেন । তিনি হিন্দিতে লেখেন, "সাত সালো কা ইয়ে সফর আজ সাত জনমো মে বদল গয়া। ইস সফর মে হামরা সাথ দেনে কে লিয়ে বহুত শুকরিয়া । শীতল ইভম বিক্রান্ত । 18.02.2022 (আমাদের সাত বছরের সফর সাতটি জীবনের বন্ধনে পরিণত হয়েছে । আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । শীতল এবং বিক্রান্ত)।"

আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের জুটি বিক্রান্ত এবং শীতল

বিক্রান্ত ও শীতলের কাজ

বিক্রান্ত 2008 সালের টিভি শো ধরম বীরের মাধ্যমে জনপ্রিয় হন ৷ সেখানে তিনি ধরমের ভূমিকায় অভিনয় করেন । তিনি বালিকা বধূ এবং কবুল হ্যায়ের মতো আরও অনেক শোতে অভিনয় করেছেন । এরপর তিনি চলচ্চিত্রে পদার্পণ করেন এবং রণবীর সিং ও সোনাক্ষী সিনহা-অভিনীত লুটেরা চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ ঘটে । তারপর থেকে তিনি দিল ধড়কনে দো, আ ডেথ ইন দ্য গুঞ্জ, লিপস্টিক আন্ডার মাই বোরখা, ছপাক, ডলি কিটি অর উও চমকতে সিতারের মতো ছবিতে অভিনয় করেছেন। শীতল ওয়েব শো, ব্রোকেন বাট বিউটিফুল-এ অভিনয় করেছেন ।

বিক্রান্তের আসন্ন ছবি

বিক্রান্তকে পরবর্তীতে পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়ার চলচ্চিত্র টুয়েলভথ ফেইলে দেখা যাবে । ছবিটি 27 অক্টোবর মুক্তি পাচ্ছে। ছবিটি অনুরাগ পাঠকের সর্বাধিক বিক্রিত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশির অবিশ্বাস্য জীবনযাত্রা নিয়ে এই ছবি । এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা -ইউপিএসসি-এর চেষ্টা করা শিক্ষার্থীদের লক্ষ লক্ষ সত্য গল্প দ্বারা অনুপ্রাণিত।

মুম্বই, 24 সেপ্টেম্বর: প্রথম সন্তান আসছে সেলেব-দম্পতি বিক্রান্ত ম্যাসি এবং শীতল ঠাকুরের ৷ রবিবার ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে এ কথা ঘোষণা করলেন স্বয়ং অভিনেতা ৷ তাঁদের বিয়ের এক বছর পর এল এই সুখবর ৷

'উই আর এক্সপেক্টিং' - রবি-সকালে ইনস্টাগ্রামে এ কথা জানালেন অভিনেতা বিক্রান্ত ৷ ওই পোস্টে তাঁদের বিয়ের একটি ছবি ব্যবহার করেছেন বিক্রান্ত ৷ ছবিতে দেখা যাচ্ছে, দুজনে একে-অপরের মুখোমুখি ৷ একগাল হেসে কপালে কপাল ঠেকিয়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছেন বিক্রান্ত ও শীতল ৷ পোস্টটিটে লেখা রয়েছে, "আমরা আশা করছি ! শিশু আসছে 2024 ।" বিক্রান্ত পোস্টের ক্যাপশনে লিখেছেন, "নতুন শুরু ।"

সেলিব্রিটি ও ভক্তদের শুভেচ্ছা

বিক্রান্তের এই পোস্টের পরই তাঁর কমেন্ট বক্স শুভেচ্ছার বন্যায় বানভাসি হয়েছে ৷ শোভিতা ধুলিপালা, কৃতি খারবান্দা, রাশি খান্না এবং শিবানী দান্ডেকার ছাড়াও অন্যান্য তারকারা হবু বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন । বাদ যাননি অনুরাগীরাও ৷ একজন ভক্ত লিখেছেন, "ওওহো..এটা কী মিষ্টি.. পাপা হওয়ার জন্য ম্যাসিকে অভিনন্দন, আপনারা আশ্চর্যজনক বাবা-মা হতে চলেছেন ।" একটি মন্তব্যে লেখা ছিল, "আমার প্রিয় অভিনেতা ! আপনি এবং আপনার পরিবারের জন্য দারুণ আনন্দিত । ঈশ্বর আশীর্বাদ করুন ।" একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "অনেক শুভেচ্ছা আপনার পথের জন্য পাঠানো হচ্ছে । সুখী ও সুস্থ থাকুন।"

2022 সালে বিক্রান্ত-শীতলের বিয়ে

গত বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন বিক্রান্ত ও শীতল ঠাকুর । তিনি একটি বার্তা-সহ শীতলের সঙ্গে তাঁর বিয়ের প্রথম অফিসিয়াল ছবি শেয়ার করেছিলেন । তিনি হিন্দিতে লেখেন, "সাত সালো কা ইয়ে সফর আজ সাত জনমো মে বদল গয়া। ইস সফর মে হামরা সাথ দেনে কে লিয়ে বহুত শুকরিয়া । শীতল ইভম বিক্রান্ত । 18.02.2022 (আমাদের সাত বছরের সফর সাতটি জীবনের বন্ধনে পরিণত হয়েছে । আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । শীতল এবং বিক্রান্ত)।"

আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের জুটি বিক্রান্ত এবং শীতল

বিক্রান্ত ও শীতলের কাজ

বিক্রান্ত 2008 সালের টিভি শো ধরম বীরের মাধ্যমে জনপ্রিয় হন ৷ সেখানে তিনি ধরমের ভূমিকায় অভিনয় করেন । তিনি বালিকা বধূ এবং কবুল হ্যায়ের মতো আরও অনেক শোতে অভিনয় করেছেন । এরপর তিনি চলচ্চিত্রে পদার্পণ করেন এবং রণবীর সিং ও সোনাক্ষী সিনহা-অভিনীত লুটেরা চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ ঘটে । তারপর থেকে তিনি দিল ধড়কনে দো, আ ডেথ ইন দ্য গুঞ্জ, লিপস্টিক আন্ডার মাই বোরখা, ছপাক, ডলি কিটি অর উও চমকতে সিতারের মতো ছবিতে অভিনয় করেছেন। শীতল ওয়েব শো, ব্রোকেন বাট বিউটিফুল-এ অভিনয় করেছেন ।

বিক্রান্তের আসন্ন ছবি

বিক্রান্তকে পরবর্তীতে পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়ার চলচ্চিত্র টুয়েলভথ ফেইলে দেখা যাবে । ছবিটি 27 অক্টোবর মুক্তি পাচ্ছে। ছবিটি অনুরাগ পাঠকের সর্বাধিক বিক্রিত উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশির অবিশ্বাস্য জীবনযাত্রা নিয়ে এই ছবি । এটি বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা -ইউপিএসসি-এর চেষ্টা করা শিক্ষার্থীদের লক্ষ লক্ষ সত্য গল্প দ্বারা অনুপ্রাণিত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.