মুম্বই, 2 জানুয়ারি: তাঁদের অদ্ভুত সাজ, ফ্যাশন নিয়ে কাটাছেঁড়ার জন্য় প্রায়ই বিতর্কের মুখে পড়তে হয় উরফি জাভেদকে ৷ কয়েকদিন আগে দুবাইতে পুলিশি ঝামেলাতেও জড়াতে হয়েছিল তাঁকে ৷ সম্প্রতি নানারকম জটিলতা কাটিয়ে ওঠার আবারও নতুন বছর শুরু হতে না হতেই উরফি নিয়ে শুরু হয়ে গেল বিতর্ক ৷ উরফির একটি সাম্প্রতিক একটি বডিশুট দেখে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন বিজেপি নেত্রী তথা মহিলা মোর্চা প্রেসিডেন্ট চিত্রা ওয়াঘ (Uorfi Javed And BJP Leader Chitra Wagh Tweet War ) ৷
সম্প্রতি উরফির একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, "মুম্বইয়ে এসব কী হচ্ছে... অবিলম্বে একে গ্রেফতার করা উচিত ৷ একদিকে নিরাপরাধ মহিলারা বিকৃতির শিকার হন আর অন্যদিকে এই মহিলারা আরও বিকৃতি ছড়ায় (BJP Leader Chitra Wagh on Uorfi Javed) ৷" তাঁর এই টুইটটি সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ সামাজিক মাধ্যমে এর পাল্টা দিয়েছেন উরফিও ৷ তিনি পরিষ্কার জানিয়েছেন তাঁর কারাগারে যেতে কোনও আপত্তি নেই কিন্তু তাঁরও একটি পালটা শর্ত রয়েছে(Uorfi Javed And BJP Leader Chitra Wagh Controversy) ৷
- — Uorfi (@uorfi_) January 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Uorfi (@uorfi_) January 1, 2023
">— Uorfi (@uorfi_) January 1, 2023
তিনি লেখেন, "আমি চাই এই সমস্ত রাজনীতিবিদদের গ্রেফতার করা হোক ৷ কারণ বিলকিস বানোর ধর্ষণে অভিযুক্ত আসামিরা মুক্তি পাচ্ছে । এটি একটি বড় বিড়ম্বনা । আমি কি সমাজের জন্য ধর্ষকের চেয়েও বড় হুমকির কারণ ? আপনি এবং আপনার পরিবারের সদস্যদের সম্পদ ঠিক কত তা প্রকাশ করলে আমি এখনই জেলে যেতে প্রস্তুত (Uorfi Javed on BJP Leader Chitra Wagh Controversy) ৷"
-
शी…ऽऽऽऽ
— Chitra Kishor Wagh (@ChitraKWagh) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
अरे..हे काय चाललयं मुंबईत
रस्त्यांवर सार्वजनिक ठीकाणी उत्तानपणे नंगटपणा करणारी ही बाई हिला रोखायला @MumbaiPolice कडे
IPC/CRPC आहेत की नाही
तात्काळ बेड्या ठोका हीला
एकीकडे निष्पाप महिला/मुली विकृतांच्या शिकार होताहेत तर ही बया अजून विकृती पसरवतीये @CPMumbaiPolice pic.twitter.com/M1loh1Mhge
">शी…ऽऽऽऽ
— Chitra Kishor Wagh (@ChitraKWagh) December 30, 2022
अरे..हे काय चाललयं मुंबईत
रस्त्यांवर सार्वजनिक ठीकाणी उत्तानपणे नंगटपणा करणारी ही बाई हिला रोखायला @MumbaiPolice कडे
IPC/CRPC आहेत की नाही
तात्काळ बेड्या ठोका हीला
एकीकडे निष्पाप महिला/मुली विकृतांच्या शिकार होताहेत तर ही बया अजून विकृती पसरवतीये @CPMumbaiPolice pic.twitter.com/M1loh1Mhgeशी…ऽऽऽऽ
— Chitra Kishor Wagh (@ChitraKWagh) December 30, 2022
अरे..हे काय चाललयं मुंबईत
रस्त्यांवर सार्वजनिक ठीकाणी उत्तानपणे नंगटपणा करणारी ही बाई हिला रोखायला @MumbaiPolice कडे
IPC/CRPC आहेत की नाही
तात्काळ बेड्या ठोका हीला
एकीकडे निष्पाप महिला/मुली विकृतांच्या शिकार होताहेत तर ही बया अजून विकृती पसरवतीये @CPMumbaiPolice pic.twitter.com/M1loh1Mhge
আরও পড়ুন: শাহরুখ থেকে অনুষ্কা...নতুন বছরে পর্দায় ফিরছেন যাঁরা
এখানেই থামেননি উরফি । আরও একটি বিজ্ঞপ্তিতে তিনি লেখেন,"আরও এক রাজনৈতিক নেত্রীর পুলিশি অভিযোগ দিয়ে আমার নতুন বছর শুরু হল ৷ এই রাজনীতিবিদদের কী আসল কোনও কাজ নেই ৷ এই রাজনৈতিক নেতা-নেত্রী আর তাঁদের আইনজীবীরা কি এতটাই বোকা ৷ সংবিধানে এমন কোনও আইন নেই যা আমাকে জেলে পাঠাতে পারে ৷ অশ্লীলতা আর নগ্নতার সংজ্ঞা প্রত্যেকের কাছে আলাদা ৷ আমি যতক্ষণ না আমার গোপনাঙ্গ দেখাচ্ছি আপনি আমাকে জেলে পাঠাতে পারবেন না ৷" চিত্রা ওয়াঘের নামে সরাসরি তিনি লেখেন, বরং মানব পাচার রুখতে মনোযোগ দিন ৷ কিম্বা মুম্বইয়ে বেআইনি বারগুলিতে যে নাচ এবং বিভিন্ন জায়াগায় যে দেহব্যবসা চলে তা রুখতে মন দিন ৷