ETV Bharat / entertainment

বক্সঅফিসের পর ওটিটি'তে ঝড় তুলতে হাজির বিজয়ের 'লিও' - নেটফ্লিক্স

Leo on Netflix: প্রতীক্ষার অবসান ৷ অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে হাজির থালাপতি বিজয়ের লিও ৷ উচ্ছ্বসিত অনুরাগীরা ৷

Etv Bharat
নেটফ্লিক্সে হাজির 'লিও'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 2:49 PM IST

Updated : Nov 24, 2023, 5:21 PM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর: অবশেষে নেটফ্লিক্সে দর্শকদের মন জয় করতে উপস্থিত 'লিও' ৷ শুক্রবার থেকেই ওটিটি প্ল্যাটফর্মে থালাপতি বিজয় অভিনীত 'লিও' দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ ফলে যাঁরা এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহে গিয়ে 'লিও' দেখেননি, তাঁদের জন্য সুখবর ৷ হলের পর ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে হাজির লিও ৷ সোশাল মিডিয়ায় আপটেড আসতেই উচ্ছ্বসিত দর্শকরা ৷

ইন্সটাগ্রামে 'লিও'-র একটি পোস্টার শেয়ার করা হয়েছে নেটফ্লিক্সের তরফে ৷ ক্যাপশনে লেখা, "সময় এসে গিয়েছে জানার সে একজন আমজনতা নাকি ফ্রিকিন ব্যাড অ্যাস ৷ লিও এবার ভারতে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেল ৷ খুব শীঘ্রই এই ছবি আসতে ইংরাজিতেও ৷ গ্লোবালি এই ছবি দেখা যাবে 28 নভেম্বর থেকে ৷"

এরপরেই অনুরাগীদের মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া ৷ এক অনুরাগী লিখেছেন, "অবশেষে সেই দিনটা উপস্থিত হয়েছে ৷ প্রতীক্ষা শেষ হল ৷ নেটফ্লিক্সে লিও ৷ ধন্যবাদ ৷ আজ পরিবারকে সঙ্গে নিয়ে এই ছবি দেখব ৷" আবার কেউ লিখেছেন, "ব্যাডঅ্যাস মিস্টার লিও দাস অবশেষে নেটফ্লিক্সে ৷ দেখার অপেক্ষায় রইলাম ৷"

19 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'লিও' ৷ ওয়ার্ল্ডওয়াইড এই ছবি আয় করেছে 604.1 কোটি টাকা ৷ লোকেশ কনাগারাজ পরিচালিত এই ছবি শুরু থেকেই ছিল আলোচনার শিরোনামে ৷ তামিল বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভাঙে 'লিও' ৷ বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ অ্যাকশন-থ্রিলারে ভরুপ ছবিতে বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মাইস্কিন, ম্যাডোনা সেবাস্তিয়ান, জর্জ মেরিয়ান, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ এবং ম্যাথু থমাস-সহ আরও অনেকেই ৷

আরও পড়ুন:

1. প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

2. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের

3. 'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা

হায়দরাবাদ, 24 নভেম্বর: অবশেষে নেটফ্লিক্সে দর্শকদের মন জয় করতে উপস্থিত 'লিও' ৷ শুক্রবার থেকেই ওটিটি প্ল্যাটফর্মে থালাপতি বিজয় অভিনীত 'লিও' দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷ ফলে যাঁরা এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহে গিয়ে 'লিও' দেখেননি, তাঁদের জন্য সুখবর ৷ হলের পর ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে হাজির লিও ৷ সোশাল মিডিয়ায় আপটেড আসতেই উচ্ছ্বসিত দর্শকরা ৷

ইন্সটাগ্রামে 'লিও'-র একটি পোস্টার শেয়ার করা হয়েছে নেটফ্লিক্সের তরফে ৷ ক্যাপশনে লেখা, "সময় এসে গিয়েছে জানার সে একজন আমজনতা নাকি ফ্রিকিন ব্যাড অ্যাস ৷ লিও এবার ভারতে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেল ৷ খুব শীঘ্রই এই ছবি আসতে ইংরাজিতেও ৷ গ্লোবালি এই ছবি দেখা যাবে 28 নভেম্বর থেকে ৷"

এরপরেই অনুরাগীদের মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া ৷ এক অনুরাগী লিখেছেন, "অবশেষে সেই দিনটা উপস্থিত হয়েছে ৷ প্রতীক্ষা শেষ হল ৷ নেটফ্লিক্সে লিও ৷ ধন্যবাদ ৷ আজ পরিবারকে সঙ্গে নিয়ে এই ছবি দেখব ৷" আবার কেউ লিখেছেন, "ব্যাডঅ্যাস মিস্টার লিও দাস অবশেষে নেটফ্লিক্সে ৷ দেখার অপেক্ষায় রইলাম ৷"

19 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'লিও' ৷ ওয়ার্ল্ডওয়াইড এই ছবি আয় করেছে 604.1 কোটি টাকা ৷ লোকেশ কনাগারাজ পরিচালিত এই ছবি শুরু থেকেই ছিল আলোচনার শিরোনামে ৷ তামিল বক্সঅফিসে একের পর এক রেকর্ড ভাঙে 'লিও' ৷ বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলে ৷ অ্যাকশন-থ্রিলারে ভরুপ ছবিতে বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ত্রিশা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মাইস্কিন, ম্যাডোনা সেবাস্তিয়ান, জর্জ মেরিয়ান, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ এবং ম্যাথু থমাস-সহ আরও অনেকেই ৷

আরও পড়ুন:

1. প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

2. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের

3. 'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা

Last Updated : Nov 24, 2023, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.