ETV Bharat / entertainment

'অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না'- সোশাল মিডিয়ায় কাদের উদ্দেশ্য করে এমন বললেন অন্তঃসত্ত্বা শুভশ্রী - যোগা

Subhashree Ganguly: সোশাল মিডিয়ায় নতুন একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ অন্তঃসত্ত্বা মায়েদের দিলেন বিশেষ বার্তা ৷

Etv Bharat
অন্তঃসত্ত্বা শুভশ্রী-রাজ ও ছোট্ট ইউভান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 6:27 PM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর: অন্তঃসত্ত্বা শুভশ্রী-রাজ ও ছোট্ট ইউভান এখন প্রস্তুতি নিচ্ছে পরিবারে নতুন সদস্যকে আগমন জানানোর জন্য ৷ দ্বিতীয়বার মা হতে চলেছেন ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত অভিনেত্রী ৷ গর্ভাবস্থা হলেও কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী ৷ চুটিয়ে ডান্স বাংলা ডান্স বা বিজ্ঞাপনের কাজ করে চলেছেন অভিনেত্রী ৷ প্রতিটা দিন কীভাবে শুরু হয় তাঁর ছোট্ট ঝলক শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷ অন্তঃসত্ত্বা মায়েদের দিলেন বিশেষ বার্তাও ৷

এক মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ ক্যাপশনে লিখেছেন, "একটা দিন আমার সঙ্গে ৷" ভিডিয়োতে দেখা গিয়েছে যোগা ম্যাট নিয়ে উপস্থিত তিনি ৷ গর্ভাবস্থা থাকাকালীন যোগা করা কতটা জরুরি বা তার উপকারিতা তুলে ধরেন তিনি ৷ পরিচয় করান নিজের ট্রেনারের সঙ্গেও ৷ এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন যোগা করতে ৷ অভিনেত্রী এই দিন পরেছিলেন সাদা রঙের টি-শার্ট ও প্যান্ট ৷ শার্টে ছিল মিষ্টি একটা কার্টুন আঁকা ৷

এরপর অভিনেত্রী বলেন, "যোগা শেষে তিনি যাবেন ছেলে ইউভানকে স্কুল থেকে আনতে ৷ কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাও নয় ৷" এরপরেই অভিনেত্রীকে দেখা যায় একটি বিজ্ঞাপনের শুটিং সেটে ৷ এরপরেই তিনি দারুণ বার্তা দেন সকল অন্তঃসত্ত্বা মায়েদের ৷ লেখেন, "অন্তঃসত্ত্বা থাকাকালীন তুমি কাজের মধ্যে রয়েছো মানে সুস্থ আছো ৷ কোনও অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না ৷ চিকিৎসকের কথা শুনুন ও নিজের মনের কথা শুনুন ৷ চিয়ার্স, হ্যাপি প্রেগন্যান্সি ৷"

অনুপ্রেরণামূলক এই ভিডিয়ো দেখে প্রশংসা করেছেন নেটিজেনরাও ৷ একবাক্যে সকলেই জানিয়েছেন, এই সময়ে মন ও শরীর ভালো রাখতে সত্যিই যোগা করা জরুরী ৷ তার সঙ্গে কাজ করলে মন সতেজ থাকে ৷ কিছুদিন আগেই সাধ খাওয়ার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ শুভশ্রীর সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷

আরও পড়ুন:

1. দ্বিতীয়বার মা হতে চলেছেন, পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধপূরণ শুভশ্রীর

2. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের

3. প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

হায়দরাবাদ, 24 নভেম্বর: অন্তঃসত্ত্বা শুভশ্রী-রাজ ও ছোট্ট ইউভান এখন প্রস্তুতি নিচ্ছে পরিবারে নতুন সদস্যকে আগমন জানানোর জন্য ৷ দ্বিতীয়বার মা হতে চলেছেন ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত অভিনেত্রী ৷ গর্ভাবস্থা হলেও কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী ৷ চুটিয়ে ডান্স বাংলা ডান্স বা বিজ্ঞাপনের কাজ করে চলেছেন অভিনেত্রী ৷ প্রতিটা দিন কীভাবে শুরু হয় তাঁর ছোট্ট ঝলক শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷ অন্তঃসত্ত্বা মায়েদের দিলেন বিশেষ বার্তাও ৷

এক মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ ক্যাপশনে লিখেছেন, "একটা দিন আমার সঙ্গে ৷" ভিডিয়োতে দেখা গিয়েছে যোগা ম্যাট নিয়ে উপস্থিত তিনি ৷ গর্ভাবস্থা থাকাকালীন যোগা করা কতটা জরুরি বা তার উপকারিতা তুলে ধরেন তিনি ৷ পরিচয় করান নিজের ট্রেনারের সঙ্গেও ৷ এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন যোগা করতে ৷ অভিনেত্রী এই দিন পরেছিলেন সাদা রঙের টি-শার্ট ও প্যান্ট ৷ শার্টে ছিল মিষ্টি একটা কার্টুন আঁকা ৷

এরপর অভিনেত্রী বলেন, "যোগা শেষে তিনি যাবেন ছেলে ইউভানকে স্কুল থেকে আনতে ৷ কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাও নয় ৷" এরপরেই অভিনেত্রীকে দেখা যায় একটি বিজ্ঞাপনের শুটিং সেটে ৷ এরপরেই তিনি দারুণ বার্তা দেন সকল অন্তঃসত্ত্বা মায়েদের ৷ লেখেন, "অন্তঃসত্ত্বা থাকাকালীন তুমি কাজের মধ্যে রয়েছো মানে সুস্থ আছো ৷ কোনও অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না ৷ চিকিৎসকের কথা শুনুন ও নিজের মনের কথা শুনুন ৷ চিয়ার্স, হ্যাপি প্রেগন্যান্সি ৷"

অনুপ্রেরণামূলক এই ভিডিয়ো দেখে প্রশংসা করেছেন নেটিজেনরাও ৷ একবাক্যে সকলেই জানিয়েছেন, এই সময়ে মন ও শরীর ভালো রাখতে সত্যিই যোগা করা জরুরী ৷ তার সঙ্গে কাজ করলে মন সতেজ থাকে ৷ কিছুদিন আগেই সাধ খাওয়ার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ শুভশ্রীর সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷

আরও পড়ুন:

1. দ্বিতীয়বার মা হতে চলেছেন, পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধপূরণ শুভশ্রীর

2. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের

3. প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.