হায়দরাবাদ, 24 নভেম্বর: অন্তঃসত্ত্বা শুভশ্রী-রাজ ও ছোট্ট ইউভান এখন প্রস্তুতি নিচ্ছে পরিবারে নতুন সদস্যকে আগমন জানানোর জন্য ৷ দ্বিতীয়বার মা হতে চলেছেন ইন্দুবালা ভাতের হোটেল খ্যাত অভিনেত্রী ৷ গর্ভাবস্থা হলেও কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী ৷ চুটিয়ে ডান্স বাংলা ডান্স বা বিজ্ঞাপনের কাজ করে চলেছেন অভিনেত্রী ৷ প্রতিটা দিন কীভাবে শুরু হয় তাঁর ছোট্ট ঝলক শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷ অন্তঃসত্ত্বা মায়েদের দিলেন বিশেষ বার্তাও ৷
এক মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ ক্যাপশনে লিখেছেন, "একটা দিন আমার সঙ্গে ৷" ভিডিয়োতে দেখা গিয়েছে যোগা ম্যাট নিয়ে উপস্থিত তিনি ৷ গর্ভাবস্থা থাকাকালীন যোগা করা কতটা জরুরি বা তার উপকারিতা তুলে ধরেন তিনি ৷ পরিচয় করান নিজের ট্রেনারের সঙ্গেও ৷ এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন যোগা করতে ৷ অভিনেত্রী এই দিন পরেছিলেন সাদা রঙের টি-শার্ট ও প্যান্ট ৷ শার্টে ছিল মিষ্টি একটা কার্টুন আঁকা ৷
এরপর অভিনেত্রী বলেন, "যোগা শেষে তিনি যাবেন ছেলে ইউভানকে স্কুল থেকে আনতে ৷ কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাও নয় ৷" এরপরেই অভিনেত্রীকে দেখা যায় একটি বিজ্ঞাপনের শুটিং সেটে ৷ এরপরেই তিনি দারুণ বার্তা দেন সকল অন্তঃসত্ত্বা মায়েদের ৷ লেখেন, "অন্তঃসত্ত্বা থাকাকালীন তুমি কাজের মধ্যে রয়েছো মানে সুস্থ আছো ৷ কোনও অশিক্ষিত লোকেদের কথায় কান দেবেন না ৷ চিকিৎসকের কথা শুনুন ও নিজের মনের কথা শুনুন ৷ চিয়ার্স, হ্যাপি প্রেগন্যান্সি ৷"
অনুপ্রেরণামূলক এই ভিডিয়ো দেখে প্রশংসা করেছেন নেটিজেনরাও ৷ একবাক্যে সকলেই জানিয়েছেন, এই সময়ে মন ও শরীর ভালো রাখতে সত্যিই যোগা করা জরুরী ৷ তার সঙ্গে কাজ করলে মন সতেজ থাকে ৷ কিছুদিন আগেই সাধ খাওয়ার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ শুভশ্রীর সাধের আয়োজন করেছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে ৷
আরও পড়ুন:
1. দ্বিতীয়বার মা হতে চলেছেন, পঞ্চব্যঞ্জন সাজিয়ে সাধপূরণ শুভশ্রীর
2. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের