হায়দরাবাদ, 10 অগস্ট: সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে শাহরুখের নতুন ছবি 'জওয়ান' ৷ 'পাঠান'-এর বিপুল সাফল্যের পর এই ছবি কেমন হবে তা নিয়ে একটু সন্দেহ হয়তো ছিল অনেকের মনেই ৷ কিন্তু ট্রেলার মুক্তির পর থেকে সেই সন্দেহের যে নিরসন হয়ে গিয়েছে অনেকটাই তা বলাই বাহুল্য ৷ ছবির একটি গানও সামনে এসেছে ইতিমধ্যেই ৷ বৃহস্পতিবার ছবি এবং অন্য়ান্য বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলতে একটি 'আস্ক এসআরকে' সেশনের আয়োজন করেন কিং খান ৷ এই ধরনের সেশনগুলিতে প্রায়শই কিং খান বেশকিছু মজাদার উত্তর দিয়ে থাকেন ৷ এদিন তার ব্যতিক্রম হল না ৷
-
Maaf karna bhai. Next wala tumhare size ka suit banunga!! Pant Pyjama tum khud le lena….#Jawan https://t.co/7wRoprVwCA
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Maaf karna bhai. Next wala tumhare size ka suit banunga!! Pant Pyjama tum khud le lena….#Jawan https://t.co/7wRoprVwCA
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023Maaf karna bhai. Next wala tumhare size ka suit banunga!! Pant Pyjama tum khud le lena….#Jawan https://t.co/7wRoprVwCA
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
আবার একজন মজা করে করে জিজ্ঞাসা করেন, "প্রিয় এসআরকে স্যার আপনি প্রিভিউতে বলেছেন, 'জব ম্য়ায় ভিলেন বানতা হু না কোই হিরো হামারে সামনে টিক নেহি সকতা ৷' কথাটা ঠিক, কিন্তু আপনি নিজের প্রশংসা নিজেই কেন করছেন? নিজের প্রশংসা করা ভালো নয় ৷" শাহরুখ এতেও মজার মেজাজেই জবাব দেন প্রশ্নটির ৷ তিনি লেখেন, "ঠিক আছে ভাই কাল থেকে তুমি আমার প্রশংসা করা শুরু করে দাও আমি মৌনব্রত নিয়ে নেব ৷ পরের প্রিভিউটাও সাইলেন্ট প্রিভিউ হবে ৷ তুমি নিজের মতো ডাবিং করে নিও ৷"
-
Theek hai kal se tum meri tareef shuru kar doh. Main chup rahunga…next Prevue silent wala dalunga. Tum dub kar lena jo Mann chahe. #Jawan https://t.co/tuDnoSXXP0
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Theek hai kal se tum meri tareef shuru kar doh. Main chup rahunga…next Prevue silent wala dalunga. Tum dub kar lena jo Mann chahe. #Jawan https://t.co/tuDnoSXXP0
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023Theek hai kal se tum meri tareef shuru kar doh. Main chup rahunga…next Prevue silent wala dalunga. Tum dub kar lena jo Mann chahe. #Jawan https://t.co/tuDnoSXXP0
— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023
আরও পড়ুন: পোস্টারে ঢালা হল দুধ, ছবি দেখতে ভারতে জাপানি দম্পতি ; রজনীর 'জেলর' নিয়ে উৎসব
আরেকজন শাহরুখের উদ্দেশ্য়ে লেখেন, "ভাই স্ত্রীকে বললাম জওয়ান দেখতে চলো ৷ বলছে আমার জওয়ান তো তুমি ৷ শাহরুখকে দেখে কী করব?" এর উত্তরে এই অনুরাগীকে নিয়ে বেশ মজা করেন শাহরুখ ৷ তিনি লেখেন, "ঠিক আছে ওর কথাই শোনো ৷ তুমি বরং অন্য কারও কাছে গল্পটা শুনে নিও ৷ আর ওকে জিজ্ঞাসা করো আমার পরের ছবিটা দেখবে তো ? ওটার নাম ডাঙ্কি ৷ নাকি ও তোমায় ওটাও মনে করে? " এমন মজাদার জবাবে হেসে খুন নেটপাড়া ৷