ETV Bharat / entertainment

Sobhita Dhulipala on Naga Chaitanya: 'কোনও ব্যাখ্যা দেব না'- নাগার সঙ্গে সম্পর্ক নিয়ে শোভিতা ধুলিপালা - পনিয়িন সেলভান

শোনা গিয়েছে, নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে প্রেম করছেন 'দ্য মেড ইন হেভেন' অভিনেত্রী শোভিতা ধুলিপালা ৷ তবে গুজবে কান দিতে বারণ করছেন অভিনেত্রী ৷ নিজের প্রেম নিয়ে এবার মুখ খুললেন তিনি ৷

Sobhita Dhulipala on Naga Chaitanya
নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শোভিতা ধুলিপালা
author img

By

Published : May 12, 2023, 6:57 AM IST

হায়দরাবাদ, 11 মে: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী শোভিতা ধুলিপালা ৷ টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে প্রেম করছেন 'দ্য মেড ইন হেভেন' অভিনেত্রী ৷ এই খবর সামনে আসতেই মুখ খুলেছেন শোভিতা ৷ তিনি বলেছেন, তাঁর জীবনে কী হচ্ছে না হচ্ছে, সেই বিষয় নিয়ে সকলের সামনে ব্যাখ্যা দিতে চান না ৷

2016 থেকে 2023, সময়কালটা ছোট হলেও ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দায় ম্যাজিক দেখিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে, মণি রত্নমের 'পনিয়িন সেলভান'-এ ৷ ঐতিহাসিক কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে বনথী-র চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি ৷ খুব অল্প সময় স্ক্রিনে এলেও ছাপ ফেলেছেন দর্শকদের মনে ৷ নিজের অভিনয় সত্ত্বায় মোহিত করেছেন সকলকে ৷ তবে তাঁর কাজ নিয়ে যতটা না চর্চা হয়েছে, তার থেকে বেশি চর্চায় এসেছে প্রেম জীবন ৷ নাগা চৈতন্যর সঙ্গে নাকি চুপিসারে প্রেম করছেন অভিনেত্রী ৷ এমন খবর রটতেই অবশেষে মুখ খুলেছেন 'রামন রাঘব 2.0' অভিনেত্রী ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন শোভিতা ধুলিপালা ৷ প্রেমজীবন নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি সত্যিই ভাগ্যবান যে ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি ৷ আমি একজন ক্লাসিক্যাল ডান্সার এবং নাচতে পছন্দ করি ৷ মণি রত্নমের ছবিতে স্বনামধন্য সঙ্গীতশিল্পী এআর রহমনের তিনটি গানে কাজ করতে পারা আমার কাছে গর্বের ৷ আমি এই বিষয়গুলোতেই মন দিতে চাই ৷"

আরও পড়ুন: মনোবিদের চরিত্রে ছোটপর্দায় লিড রোলে ফিরলেন মৈনাক

তিনি আরও বলেন, "যাঁরা না জেনে কথা বলেন তাঁদের প্রত্যেককে আলাদা করে জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না ৷ আমি কোনও ভুল কাজ করছি না । তাই এই সমস্ত বিষয়ে মাথা ঘামানোরও মানে হয় না ৷ আর ঠিক একই কারণে কাউকে ব্যাখ্যা দেওয়ারও কারণ খুঁজে পাই না ৷ আসলে একটা মানুষের নিজের জীবন কীভাবে ভালো রাখবে, কীভাবে ভালো কাজ করবে- সে সব নিয়েই চিন্তাভাবনা করা উচিত । কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানো বা উত্তর দেওয়ার দরকার নেই ৷"

উল্লেখ্য, 2021 সালে সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ এর বেশ কিছুদিন পর থেকেই শোভিতা ও নাগাকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে ৷ এই দুই তারকাকে একসঙ্গে লন্ডনে দেখা গেলে প্রেমের গুজব আরও বেশি তৈরি হয় ৷ এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আগামিদিনে এই তরজা কোন দিকে বাঁক নেয় সেটাই এখন দেখার।

হায়দরাবাদ, 11 মে: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেত্রী শোভিতা ধুলিপালা ৷ টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে প্রেম করছেন 'দ্য মেড ইন হেভেন' অভিনেত্রী ৷ এই খবর সামনে আসতেই মুখ খুলেছেন শোভিতা ৷ তিনি বলেছেন, তাঁর জীবনে কী হচ্ছে না হচ্ছে, সেই বিষয় নিয়ে সকলের সামনে ব্যাখ্যা দিতে চান না ৷

2016 থেকে 2023, সময়কালটা ছোট হলেও ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দায় ম্যাজিক দেখিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা ৷ সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে, মণি রত্নমের 'পনিয়িন সেলভান'-এ ৷ ঐতিহাসিক কাহিনী অবলম্বনে তৈরি এই ছবিতে বনথী-র চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি ৷ খুব অল্প সময় স্ক্রিনে এলেও ছাপ ফেলেছেন দর্শকদের মনে ৷ নিজের অভিনয় সত্ত্বায় মোহিত করেছেন সকলকে ৷ তবে তাঁর কাজ নিয়ে যতটা না চর্চা হয়েছে, তার থেকে বেশি চর্চায় এসেছে প্রেম জীবন ৷ নাগা চৈতন্যর সঙ্গে নাকি চুপিসারে প্রেম করছেন অভিনেত্রী ৷ এমন খবর রটতেই অবশেষে মুখ খুলেছেন 'রামন রাঘব 2.0' অভিনেত্রী ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন শোভিতা ধুলিপালা ৷ প্রেমজীবন নিয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি সত্যিই ভাগ্যবান যে ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি ৷ আমি একজন ক্লাসিক্যাল ডান্সার এবং নাচতে পছন্দ করি ৷ মণি রত্নমের ছবিতে স্বনামধন্য সঙ্গীতশিল্পী এআর রহমনের তিনটি গানে কাজ করতে পারা আমার কাছে গর্বের ৷ আমি এই বিষয়গুলোতেই মন দিতে চাই ৷"

আরও পড়ুন: মনোবিদের চরিত্রে ছোটপর্দায় লিড রোলে ফিরলেন মৈনাক

তিনি আরও বলেন, "যাঁরা না জেনে কথা বলেন তাঁদের প্রত্যেককে আলাদা করে জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না ৷ আমি কোনও ভুল কাজ করছি না । তাই এই সমস্ত বিষয়ে মাথা ঘামানোরও মানে হয় না ৷ আর ঠিক একই কারণে কাউকে ব্যাখ্যা দেওয়ারও কারণ খুঁজে পাই না ৷ আসলে একটা মানুষের নিজের জীবন কীভাবে ভালো রাখবে, কীভাবে ভালো কাজ করবে- সে সব নিয়েই চিন্তাভাবনা করা উচিত । কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানো বা উত্তর দেওয়ার দরকার নেই ৷"

উল্লেখ্য, 2021 সালে সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ এর বেশ কিছুদিন পর থেকেই শোভিতা ও নাগাকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে ৷ এই দুই তারকাকে একসঙ্গে লন্ডনে দেখা গেলে প্রেমের গুজব আরও বেশি তৈরি হয় ৷ এবার তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। আগামিদিনে এই তরজা কোন দিকে বাঁক নেয় সেটাই এখন দেখার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.