মুম্বই, 27 এপ্রিল: 2007 সালে নয়া দিল্লিতে একটি চ্যারিটি অনুষ্ঠানে মঞ্চেই রিচার্ড গেরেকে চুম্বন করেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty Richard Gere kiss case)৷ এই ঘটনা রেশ এখনও চলছে ৷ মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জানুয়ারির মাসে তাঁকে এই অশ্লীলতার মামলা থেকে অব্যহতি দেয় ৷
কিন্তু এপ্রিলে সেশন আদালতে রাজাস্থান পুলিশ দাবি করে শিল্পাকে অব্যহতি দেওয়া ঠিক হয়নি ৷ চুম্বন কান্ড থেকে তাঁকে অব্যহতি দেওয়া এবং প্রকাশ্য়ে চুম্বন করার অনুমতি দান অশ্লীলতারই নামান্তর ৷
তার উত্তরেই নিজের আইনজীবীর মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়েছেন শিল্পা ৷ অভিনেত্রী জানান, তিনি অভিযোগকারীর বিদ্বেষপূর্ণ আচরণ এবং হয়রানির শিকার ৷ তিনি একজন শিল্পী হিসেবে জনসমক্ষে সবর্দাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন ৷ অভিযোগকারী সস্তা প্রচারের জন্য় এই আদালতের দ্বারস্থ হয়ে তাঁকে হয়রানি করার চেষ্টা করছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: কলকাতায় অকাল বিসর্জন, নাচে গানে ঢাকের তালে মাতোয়ারা দিতিপ্রিয়া, বং গাই, সৌরভরা
শিল্পার বিরুদ্ধে অভিযোগ এই যে, 2007 সালে হলিউড তারকা যখন তাঁকে প্রকাশ্য়ে চুম্বন করেন তখন তার কোনও প্রতিবাদ করেননি শিল্পা ৷ তবে অভিনেত্রী তাঁর আবেদনে পরিষ্কার জানিয়েছেন, এই ঘটনা তাঁকে কোনও ষড়যন্ত্রকারী বা বড় অপরাধী হিসাবে চিহ্নিত করে না ৷