ETV Bharat / entertainment

SRK on Jawan: 'লাভ ইউ ফর লাভিং জওয়ান!' ফ্যানেদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ - জওয়ান

SRK Admires Fans Love For Jawan: 'জওয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সকলকে ভালোবাসা জানাই'; ঠিক এই ভাষাতেই দেশ জোড়া অনুরাগীদের ধন্যবাদ জানালেন এসআরকে ৷ তাঁর নতুন ছবি নিয়ে অনুুরাগীদের উন্মাদনা দেখে আপ্লুত অভিনেতা ৷

Shah Rukh Khan
অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 5:04 PM IST

Updated : Sep 8, 2023, 9:06 AM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: মুক্তি পেয়েছে কিং খানের 'জওয়ান' ৷ শাহরুখ ফ্যানেদের জন্য় এর চেয়ে বড় খবর আর কিই বা হতে পারে ৷ মুম্বই হোক বা কলকাতা, রায়গঞ্জ হোক বা মতিহারি 57 বছর বয়সি এই মানুষটিকে পর্দায় দেখার জন্য় উপচে পড়েছে ভিড় ৷ আর এসআরকে? হ্য়াঁ তিনিও ভেঙেছেন নিজেকে ৷ রোম্যান্টিক অবতারকে পুরোপুরি মুছে ফেলে এখন অ্যাকশন অবতারে হাজির হয়েছেন অভিনেতা ৷ কাজটা সহজ ছিল না ৷ এই বয়সে দাঁড়িয়ে অ্যাকশন সিকোয়েন্স করা সহজ নয় ৷ এমনকী পরিচালকরাও চমকেছেন শাহরুখের এই এনার্জি দেখে ৷ তবে শেষমেষ বাধার প্রাচীর ঠেলে সরিয়ে পথ করে নিয়েছেন কিং খান ৷ আর তাই উপচে পড়েছে ভালোবাসাও ৷ এবার সমস্ত ফ্যানেদের ধন্য়বাদ দিলেন অভিনেতা ৷

  • Wow have to take time out and thank each and every Fan Club and all of you who have gone so happily in the theatres and even outside. So overwhelmed will surely do the needful as soon as I get my breath back in a day or so. Uff!! Love u for loving #Jawan

    — Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা এদিন টুইটারে (বর্তমান নাম এক্স) সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "দুরন্ত! আমাকে আলাদা করে সময় বের করে সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ দিতে হবে ৷ আর সঙ্গে আপনাদের সকলকে যাঁরা থিয়েটারের বাইরে জড়ো হয়েছেন ৷ ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছি ৷ তবে যা করা দরকার তা আমি খুব তাড়াতাড়ি করব ৷ আগে আমার সামলাতে একটা গোটা দিন লাগবে ৷ লাভ ইউ ফর লাভিং জওয়ান (জওয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সকলকে ভালোবাসা জানাই)৷"

ফ্যানেদের সঙ্গে কথা বলার বিষয়ে বরাবরই খুব খোলামেলা কিং খান ৷ সময় পেলেই তিনি আস্ক এসআরকে সেশনে আসেন ৷ ফ্যানেদের সঙ্গে মজার মজার কথা বলেন ৷ আর অনুরাগীরাও যে শাহরুখ বলতে অজ্ঞান তা বলাই বাহুল্য ৷ এমনকী আজ ভোর পাঁচটার শোয়েও ভিড় এতটুকু কম ছিল না ৷

আরও পড়ুন: অভিনয় বা রাজনীতি সব পরিচয় মিলেমিশে একাকার, কাঁধে কাঁধ মিলিয়ে 'জওয়ান' দেখলেন সৃজিত শতরূপ

শুধু যে ফ্যানেরাই রাত জেগে তাঁর শোয়ের অপেক্ষায় ছিলেন তা কিন্তু নয় ৷ সকালেই একটি টুইটে শাহরুখ জানান, তিনিও সারা রাত জেগে ছিলেন ফ্যানেদের জন্য ৷ তাঁরা থিয়েটারে যাচ্ছেন এটা দেখার পরেই ঘুমোতে চাইছিলেন তিনি ৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: মুক্তি পেয়েছে কিং খানের 'জওয়ান' ৷ শাহরুখ ফ্যানেদের জন্য় এর চেয়ে বড় খবর আর কিই বা হতে পারে ৷ মুম্বই হোক বা কলকাতা, রায়গঞ্জ হোক বা মতিহারি 57 বছর বয়সি এই মানুষটিকে পর্দায় দেখার জন্য় উপচে পড়েছে ভিড় ৷ আর এসআরকে? হ্য়াঁ তিনিও ভেঙেছেন নিজেকে ৷ রোম্যান্টিক অবতারকে পুরোপুরি মুছে ফেলে এখন অ্যাকশন অবতারে হাজির হয়েছেন অভিনেতা ৷ কাজটা সহজ ছিল না ৷ এই বয়সে দাঁড়িয়ে অ্যাকশন সিকোয়েন্স করা সহজ নয় ৷ এমনকী পরিচালকরাও চমকেছেন শাহরুখের এই এনার্জি দেখে ৷ তবে শেষমেষ বাধার প্রাচীর ঠেলে সরিয়ে পথ করে নিয়েছেন কিং খান ৷ আর তাই উপচে পড়েছে ভালোবাসাও ৷ এবার সমস্ত ফ্যানেদের ধন্য়বাদ দিলেন অভিনেতা ৷

  • Wow have to take time out and thank each and every Fan Club and all of you who have gone so happily in the theatres and even outside. So overwhelmed will surely do the needful as soon as I get my breath back in a day or so. Uff!! Love u for loving #Jawan

    — Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা এদিন টুইটারে (বর্তমান নাম এক্স) সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "দুরন্ত! আমাকে আলাদা করে সময় বের করে সমস্ত ফ্যানক্লাবগুলিকে ধন্যবাদ দিতে হবে ৷ আর সঙ্গে আপনাদের সকলকে যাঁরা থিয়েটারের বাইরে জড়ো হয়েছেন ৷ ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছি ৷ তবে যা করা দরকার তা আমি খুব তাড়াতাড়ি করব ৷ আগে আমার সামলাতে একটা গোটা দিন লাগবে ৷ লাভ ইউ ফর লাভিং জওয়ান (জওয়ানকে এত ভালোবাসা দেওয়ার জন্য় সকলকে ভালোবাসা জানাই)৷"

ফ্যানেদের সঙ্গে কথা বলার বিষয়ে বরাবরই খুব খোলামেলা কিং খান ৷ সময় পেলেই তিনি আস্ক এসআরকে সেশনে আসেন ৷ ফ্যানেদের সঙ্গে মজার মজার কথা বলেন ৷ আর অনুরাগীরাও যে শাহরুখ বলতে অজ্ঞান তা বলাই বাহুল্য ৷ এমনকী আজ ভোর পাঁচটার শোয়েও ভিড় এতটুকু কম ছিল না ৷

আরও পড়ুন: অভিনয় বা রাজনীতি সব পরিচয় মিলেমিশে একাকার, কাঁধে কাঁধ মিলিয়ে 'জওয়ান' দেখলেন সৃজিত শতরূপ

শুধু যে ফ্যানেরাই রাত জেগে তাঁর শোয়ের অপেক্ষায় ছিলেন তা কিন্তু নয় ৷ সকালেই একটি টুইটে শাহরুখ জানান, তিনিও সারা রাত জেগে ছিলেন ফ্যানেদের জন্য ৷ তাঁরা থিয়েটারে যাচ্ছেন এটা দেখার পরেই ঘুমোতে চাইছিলেন তিনি ৷

Last Updated : Sep 8, 2023, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.