ETV Bharat / entertainment

SRK and Big B: রিইউনিয়নে শাহেনশা-বাদশা ! 17 বছর পর সিলভার স্ক্রিনে অমিতাভ-শাহরুখ যুগলবন্দি - শাহরুখ খান

Big B and SRK: 17 বছর পর একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন ও কিং খান শাহরুখ ৷ খুব শীঘ্রই নতুন একটি প্রোজেক্টে কাজ করতে চলেছেন এই দুই তারকা ৷ শেষবার এই জুটিকে দেখা গিয়েছিল 2006 সালে ৷

Etv Bharat
17 বছর পর ফের একসঙ্গে অমিতাভ-শাহরুখ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 3:35 PM IST

Updated : Aug 26, 2023, 8:27 PM IST

হায়দরাবাদ, 26 অগস্ট: আবারও মুখোমুখি নারায়ণ শঙ্কর ও রাজ আরিয়ান মালহোত্রা ৷ আবারও মুখোমুখি যশবর্ধন রাইচাঁদ ও রাহুল ৷ আবারও একে অপরকে টেক্কা দিতে হাজির হচ্ছেন সমরজিৎ তলওয়ার ও দেব শরণ ৷ বলার অপেক্ষা রাখে না, এতক্ষণে বুঝে গিয়েছেন কাদের কথা বলছি ৷ ঠিক ধরেছেন ৷ একজন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও অন্যদিকে সুপারস্টার শাহরুখ খান, 17 বছর পর ফের ফিরছেন একসঙ্গে ৷

সূত্রের খবর, বিগ বি ও কিং খান একসঙ্গে শেষবার কাজ করেছিলেন 2006 সালে 'কভি আলবিদা না কহে না' ছবিতে ৷ করণ জোহর পরিচালিত এই ছবির পর একসঙ্গে বলিউডের ডন ওয়ান ও ডন টু-কে দেখা যায়নি আর কোনও প্রজেক্টে ৷ তবে সূত্রের কথা সত্যি হলে, খুব শীঘ্রই এই জুটিকে আবারও পেতে চলেছে দর্শকমহল ৷ 2006 সালে করণ জোহর পরিচালক ছিলেন কভি আলবিদা না কহে না- ছবির ৷ কাহিনী তিনিই লিখেছিলেন ৷ অভিনয়ে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা ও কিরণ খেরকে ৷ বিয়ের পর সম্পর্কের টানাপোড়েন ছিল এই ছবির মূল বিষয় ৷

এর আগে এই জুটিকে দর্শক পেয়েছেন 'কভি খুশি কভি গম', ও 'মহব্বতে' ছবিতে ৷ এই দুটি ছবিতে তাঁদের অসাধারণ অভিনয় পর্দায় ম্যাজিক তৈরি করেছিল ৷ 2000 সালে পরিচালক আদিত্য চোপড়া সাক্ষাৎ করিয়েছিলেন নারায়ণ শঙ্কর ও রাজ আরিয়ানের ৷ দুই অভিনেতার অভিনয় ছিল একে অপরকে টক্কর দেওয়ার মতো ৷ গুরুকুলে ভালোবাসা আর পরম্পরার সঠিক বুনন শিখিয়েছিলেন নারায়ণ শঙ্কর ওরফে অমিতাভ বচ্চন ও রাজ আরিয়ান মালহোত্রা ওরফে শাহরুখ খান ৷

এরপর এই জুটিকে নিয়ে আসেন পরিচালক করণ জোহর ৷ বাবা যশবর্ধন রাইচাঁদ ও ছেলে রাহুল আবারও একে অপরের বিরুদ্ধে ৷ নেপথ্যে সেই ভালোবাসা ৷ 2001-এ মুক্তি পেয়েছিল 'কভি খুশি কভি গম' ৷ পারিবারিক এই ছবি গল্পের মোচড়ে কখনও হাসিয়েছে আবার কখনও এনেছে চোখে জল ৷

  • It was soooooooo much fun to work with @SrBachchan after so many years. Came back from the shoot inspired and blessed. And just to let u know he beat me in the run!!!! https://t.co/hvXE6EMQIu

    — Shah Rukh Khan (@iamsrk) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'পুষ্পা' ছবিতে আল্লু নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য অভিনেতা

এরপর 2004 সালে মুক্তি পায় 'বীর জারা' ৷ সেখানেও শাহরুখের বাবার অভিনয় করেছিলেন বিগ বি ৷ এরপর শেষ 2006 সালে 'কভি আলবিদা না কহে না' ৷ তারপর আর এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র;পার্ট ওয়ানে অমিতাভ ও শাহরুখ থাকলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তাঁরা ৷ তবে অনুরাগীদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার ৷ অমিতাভ বচ্চন ও শাহরুখ খান জুটি আবারও ফিরছে সিলভার স্ক্রিনে ৷

হায়দরাবাদ, 26 অগস্ট: আবারও মুখোমুখি নারায়ণ শঙ্কর ও রাজ আরিয়ান মালহোত্রা ৷ আবারও মুখোমুখি যশবর্ধন রাইচাঁদ ও রাহুল ৷ আবারও একে অপরকে টেক্কা দিতে হাজির হচ্ছেন সমরজিৎ তলওয়ার ও দেব শরণ ৷ বলার অপেক্ষা রাখে না, এতক্ষণে বুঝে গিয়েছেন কাদের কথা বলছি ৷ ঠিক ধরেছেন ৷ একজন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন ও অন্যদিকে সুপারস্টার শাহরুখ খান, 17 বছর পর ফের ফিরছেন একসঙ্গে ৷

সূত্রের খবর, বিগ বি ও কিং খান একসঙ্গে শেষবার কাজ করেছিলেন 2006 সালে 'কভি আলবিদা না কহে না' ছবিতে ৷ করণ জোহর পরিচালিত এই ছবির পর একসঙ্গে বলিউডের ডন ওয়ান ও ডন টু-কে দেখা যায়নি আর কোনও প্রজেক্টে ৷ তবে সূত্রের কথা সত্যি হলে, খুব শীঘ্রই এই জুটিকে আবারও পেতে চলেছে দর্শকমহল ৷ 2006 সালে করণ জোহর পরিচালক ছিলেন কভি আলবিদা না কহে না- ছবির ৷ কাহিনী তিনিই লিখেছিলেন ৷ অভিনয়ে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা ও কিরণ খেরকে ৷ বিয়ের পর সম্পর্কের টানাপোড়েন ছিল এই ছবির মূল বিষয় ৷

এর আগে এই জুটিকে দর্শক পেয়েছেন 'কভি খুশি কভি গম', ও 'মহব্বতে' ছবিতে ৷ এই দুটি ছবিতে তাঁদের অসাধারণ অভিনয় পর্দায় ম্যাজিক তৈরি করেছিল ৷ 2000 সালে পরিচালক আদিত্য চোপড়া সাক্ষাৎ করিয়েছিলেন নারায়ণ শঙ্কর ও রাজ আরিয়ানের ৷ দুই অভিনেতার অভিনয় ছিল একে অপরকে টক্কর দেওয়ার মতো ৷ গুরুকুলে ভালোবাসা আর পরম্পরার সঠিক বুনন শিখিয়েছিলেন নারায়ণ শঙ্কর ওরফে অমিতাভ বচ্চন ও রাজ আরিয়ান মালহোত্রা ওরফে শাহরুখ খান ৷

এরপর এই জুটিকে নিয়ে আসেন পরিচালক করণ জোহর ৷ বাবা যশবর্ধন রাইচাঁদ ও ছেলে রাহুল আবারও একে অপরের বিরুদ্ধে ৷ নেপথ্যে সেই ভালোবাসা ৷ 2001-এ মুক্তি পেয়েছিল 'কভি খুশি কভি গম' ৷ পারিবারিক এই ছবি গল্পের মোচড়ে কখনও হাসিয়েছে আবার কখনও এনেছে চোখে জল ৷

  • It was soooooooo much fun to work with @SrBachchan after so many years. Came back from the shoot inspired and blessed. And just to let u know he beat me in the run!!!! https://t.co/hvXE6EMQIu

    — Shah Rukh Khan (@iamsrk) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'পুষ্পা' ছবিতে আল্লু নয়, পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অন্য অভিনেতা

এরপর 2004 সালে মুক্তি পায় 'বীর জারা' ৷ সেখানেও শাহরুখের বাবার অভিনয় করেছিলেন বিগ বি ৷ এরপর শেষ 2006 সালে 'কভি আলবিদা না কহে না' ৷ তারপর আর এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র;পার্ট ওয়ানে অমিতাভ ও শাহরুখ থাকলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তাঁরা ৷ তবে অনুরাগীদের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার ৷ অমিতাভ বচ্চন ও শাহরুখ খান জুটি আবারও ফিরছে সিলভার স্ক্রিনে ৷

Last Updated : Aug 26, 2023, 8:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.