ETV Bharat / entertainment

Ayushmann Khurrana on Pathaan: পাঠান নিয়ে কুমন্তব্য, চটে গিয়ে আয়ুষ্মান বললেন, 'আমি নিজেও এসআরকেয়ান' - ফ্যানের মন্তব্যে চটে গেলেন আয়ুষ্মান

'পাঠান' নিয়ে অবমাননাকর মন্তব্য করে তাঁর ছবির প্রশংসা করেছিলেন এক অনুরাগী ৷ জবাবে সোজাসুজি আয়ুষ্মান জানালেন তিনি নিজেও এসআরকেয়ান (Ayusmann Khurrana reply to fan criticizing pathaan) ৷ তাঁর ছবির প্রশংসা করতে গিয়ে শাহরুখের ছবিকে ছোট করা অনুচিত ৷

Ayushmann Khurrana
'পাঠান' নিয়ে অবমাননাকর মন্তব্য করে তাঁর ছবির প্রশংসা করেছিল এক অনুরাগী, চটে গেলেন আয়ুষ্মান
author img

By

Published : Feb 4, 2023, 12:38 PM IST

মুম্বই, 4 ফেব্রুয়ারি: বলিউডের বাজিগর শাহরুখের 'পাঠান' এখন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে বক্স অফিসে ৷ সারা বিশ্ব ব্যাপী সিনেপ্রেমীদের মন জয় করেছে ছবি ৷ বক্স অফিসেও ছবির রিপোর্ট কার্ড বেশ ঝকঝকে ৷ এই স্পাই থ্রিলারের 700 কোটির ক্লাবে ঢুকে পড়া সময়ের অপেক্ষা। ঠিক এই সময়ে নেটফ্লিক্সে চলছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'অ্যান অ্যাকশন হিরো' ৷ সেই ছবি দেখার পরেই একজন অনুরাগী পাঠান- নিয়ে একটি অবমাননাকর মন্তব্য করে বসেন । তিনি জানান তাঁর কাছে আয়ুষ্মানের এই ছবিটি অনেক বেশি ভালো ৷ আয়ুষ্মান নিজেই সেই ফ্যানের বিরোধিতা করে লিখেছেন 'আমিও এসআরকেয়ান' ৷

ঠিক কী লিখেছিলেন আয়ুষ্মানের ওই ফ্যান? আয়ুষ্মানের ওই অনুরাগী মুবিনা কাপাসি লেখেন, "বাদ দাও 'পাঠান'(Screw Pathan) নেটফ্লিক্সে 'অ্যান অ্যাকশন হিরো' দেখো ৷ গল্প, চিত্রনাট্য, সংলাপ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড আর মিউজিক সবই অনবদ্য ৷ অংশুমান খুরানা অসামান্য ৷" তাঁর অনুরাগীর মতামতের প্রতি সম্মান রেখেই আয়ুষ্মান লেখেন, "অ্যান অ্যাকশন হিরোকে এতো ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ৷ কিন্তু প্রথম লাইনটা এড়িয়ে গেলেই ভালো হত ৷ আমি নিজেই একজন এসআরকেয়ান ৷" তাঁর এই মন্তব্যের পর নেটিজেনরা আয়ুষ্মানের প্রশংসায় মেতেছেন ৷ কেউ বলেছেন, "আপনাকে ভালোবাসি আপনার বিনয়ের জন্য় ৷" কেউ বা লিখেছেন, "আমার হৃদয় তো একটাই আর কতবার আপনি এভাবে হৃদয় জিতে নেবেন ৷"

  • Screw Pathan, watch Action Hero on Netflix! Story, dialogues, background music, the subtle middle finger shown to Indian news channels and their crass reporting, @ayushmannk has KILLED it! But my fav was the guy mimicking Arnab

    — Mubina Kapasi (@MubinaKapasi) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কাল জয়সলমীরে সিড কিয়ারা, সলমন, ভি ক্যাট ছাড়া আর কারা থাকছেন অতিথি তালিকায়?

অবশ্য় আয়ুষ্মান নিজেই যে শাহরুখ ভক্ত তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন এর আগে ৷ এর আগে একদিন মন্নতের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাবার একটি ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন তিনি সোশাল মিডিয়ায় ৷ তিনি ক্যাপশনে লিখেছিলেন, 'মন্নত কে সামনে সে গুজর রাহা থা, এক মন্নত মাং লি ৷(অর্থাৎ মন্নতের সামনে দিয়ে যাচ্ছিলাম আর একটা মানতও চেয়ে নিলাম) ৷' সেদিনও ফ্যানেদের ভালোবাসা কুড়িয়েছিলেন অভিনেতা ৷

মুম্বই, 4 ফেব্রুয়ারি: বলিউডের বাজিগর শাহরুখের 'পাঠান' এখন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে বক্স অফিসে ৷ সারা বিশ্ব ব্যাপী সিনেপ্রেমীদের মন জয় করেছে ছবি ৷ বক্স অফিসেও ছবির রিপোর্ট কার্ড বেশ ঝকঝকে ৷ এই স্পাই থ্রিলারের 700 কোটির ক্লাবে ঢুকে পড়া সময়ের অপেক্ষা। ঠিক এই সময়ে নেটফ্লিক্সে চলছে আয়ুষ্মান খুরানার নতুন ছবি 'অ্যান অ্যাকশন হিরো' ৷ সেই ছবি দেখার পরেই একজন অনুরাগী পাঠান- নিয়ে একটি অবমাননাকর মন্তব্য করে বসেন । তিনি জানান তাঁর কাছে আয়ুষ্মানের এই ছবিটি অনেক বেশি ভালো ৷ আয়ুষ্মান নিজেই সেই ফ্যানের বিরোধিতা করে লিখেছেন 'আমিও এসআরকেয়ান' ৷

ঠিক কী লিখেছিলেন আয়ুষ্মানের ওই ফ্যান? আয়ুষ্মানের ওই অনুরাগী মুবিনা কাপাসি লেখেন, "বাদ দাও 'পাঠান'(Screw Pathan) নেটফ্লিক্সে 'অ্যান অ্যাকশন হিরো' দেখো ৷ গল্প, চিত্রনাট্য, সংলাপ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড আর মিউজিক সবই অনবদ্য ৷ অংশুমান খুরানা অসামান্য ৷" তাঁর অনুরাগীর মতামতের প্রতি সম্মান রেখেই আয়ুষ্মান লেখেন, "অ্যান অ্যাকশন হিরোকে এতো ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ ৷ কিন্তু প্রথম লাইনটা এড়িয়ে গেলেই ভালো হত ৷ আমি নিজেই একজন এসআরকেয়ান ৷" তাঁর এই মন্তব্যের পর নেটিজেনরা আয়ুষ্মানের প্রশংসায় মেতেছেন ৷ কেউ বলেছেন, "আপনাকে ভালোবাসি আপনার বিনয়ের জন্য় ৷" কেউ বা লিখেছেন, "আমার হৃদয় তো একটাই আর কতবার আপনি এভাবে হৃদয় জিতে নেবেন ৷"

  • Screw Pathan, watch Action Hero on Netflix! Story, dialogues, background music, the subtle middle finger shown to Indian news channels and their crass reporting, @ayushmannk has KILLED it! But my fav was the guy mimicking Arnab

    — Mubina Kapasi (@MubinaKapasi) February 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কাল জয়সলমীরে সিড কিয়ারা, সলমন, ভি ক্যাট ছাড়া আর কারা থাকছেন অতিথি তালিকায়?

অবশ্য় আয়ুষ্মান নিজেই যে শাহরুখ ভক্ত তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন এর আগে ৷ এর আগে একদিন মন্নতের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাবার একটি ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন তিনি সোশাল মিডিয়ায় ৷ তিনি ক্যাপশনে লিখেছিলেন, 'মন্নত কে সামনে সে গুজর রাহা থা, এক মন্নত মাং লি ৷(অর্থাৎ মন্নতের সামনে দিয়ে যাচ্ছিলাম আর একটা মানতও চেয়ে নিলাম) ৷' সেদিনও ফ্যানেদের ভালোবাসা কুড়িয়েছিলেন অভিনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.