হায়দরাবাদ, 29 জুলাই: কারও কাছে তিনি মুন্নাভাই। আবার কারও কাছে দক্ষিণি ছবির খলনায়ক ৷ আজ আরও একটি বসন্ত পার করলেন অভিনেতা সঞ্জয় দত্ত ৷ একইসঙ্গে হল তাঁর নতুন ছবির ঘোষণাও ৷ 'নায়ক নেহি খলনায়ক হু ম্যায়', তাঁর সিনেমার এই বিখ্যাত গানই বারবার 'বাস্তব' হয়ে উঠছে অভিনেতার জীবনে ৷ 'কেজিএফ 2' ছবিতে যশের পাশে বেশ নজর কেড়েছিলেন পর্দার মুন্নাভাই ৷ নতুন ছবিতেও কি তেমনই কোনও চরিত্রে দেখা যাবে তাঁকে ? ছবির নাম শুনে মিলল সেই ইঙ্গিতই ৷
অভিনেতা সঞ্জয় দত্তকে তাঁর নতুন ছবির জন্য দলে টেনেছেন পরিচালক পুরী জগন্নাথ ৷ ছবির নাম 'ডাবল ইস্মার্ট' ৷ এই মাসের প্রথম দিকেই শুটিং শুরু হয়ে গিয়েছে ছবিটির ৷ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণি সুপারস্টার রাম পথিনেনি ৷ পুরী জগন্নাথ পরিচালিত 'ডবল ইস্মার্ট' আসলে একটি দক্ষিণ ভারতীয় ছবির দ্বিতীয় ভাগ ৷ ছবির প্রথম ভাগটির নাম 'ইস্মার্ট শংকর' ৷ এই ছবিরও পরিচালনার দায়িত্বে ছিলেন পুরী জগন্নাথ এবং আর শ্রীধর ৷
প্রশান্ত নীল পরিচালিত 'কেজিএফ 2' ছবির বিপুল সাফল্যের পর সঞ্জুবাবার ভিলেন ইমেজ নিয়ে চর্চা শুরু হয়েছে দর্শকদের মধ্যে ৷ এরপর রণবীরের 'শামশেরা' ছবিতেও খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে ৷ যদিও ছবিটি খুব সাফল্য পায়নি ৷ আরও একটি দক্ষিণি ছবিতে ডাক পেলেন অভিনেতা ৷ অবশ্য শুধু তেলেগু নয় হিন্দি, তামিল, কন্নড় এবং মালয়ালাম ভাষাতেও ছবিটি মুক্তি পেতে চলেছে ৷
আরও পড়ুন: 'দেবের সঙ্গে কাজ হতেই পারে, ও আমার সঙ্গে স্ক্রিনশেয়ার করবে তো ?' জানতে ইচ্ছুক অনির্বাণ
শনিবার ছবির পোস্টার শেয়ার করে সঞ্জয় লিখেছেন, "দর্শকের পছন্দের পরিচালক পুরী জগন্নাথ এবং তরুণ তুর্কি রাম পথিনেনির সঙ্গে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি ৷ মাস এন্টারটেইনার এই সাই ফাই ডবল ইস্মার্ট ছবিতে বিগবুল চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ আনন্দিত ৷" এদিন তাঁর ফার্স্ট লুকও সামনে এসেছে ৷ ছবিতে দেখা যায় সঞ্জয়ের মুখ কঠিন। পাশাপাশি, পোশাকেও আভিজাত্যের ছাপ স্পষ্ট ৷ হাতে ধরা একটি জ্বলন্ত চুরুট ৷ সবমিলিয়ে বুঝতে সমস্যা হয় না কেমন হতে চলেছে তাঁর চরিত্রটি ৷ আগামী বছর 8 মার্চ এই ছবির মুক্তির কথা রয়েছে ৷ এরই মাঝে এও শোনা গিয়েছে যে আর্শাদ ওয়ারসি এবং সঞ্জয় দত্তকে দেখা যেতে পারে 'ওয়েলকাম 3' ছবিতেও ৷