ETV Bharat / entertainment

Salman Khan: শাহরুখের 'পাঠান'-এর পর বাংলাদেশে সলমনের 'কিসি কা ভাই কিসি কি জান', মুক্তি কবে? - কিসি কা ভাই কিসি কি জান

এবার বাংলাদেশেও মুক্তি পেল সল্লু ভাইয়ের ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ 'পাঠান' ছবির পর এবার এই ছবিও কি পড়শি দেশে উচ্ছ্বাস তৈরি করবে সেটাই এখন দেখার ৷

Pic Salman Khan Instagram
বাংলাদেশে কিসি কা ভাই কিসি কি জান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 1:34 PM IST

Updated : Aug 25, 2023, 2:31 PM IST

মুম্বই, 25 অগস্ট: ভারতীয় বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি সল্লু ভাইয়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি কার্যত সুপারফ্লপ বললেও ভুল বলা হয় না ৷ কিন্তু 'পাঠান' ছবিতে ক্যামিয়োর পর আবারও নতুন করে চর্চায় উঠে এসেছেন সলমন খান ৷ সেই সুযোগ কাজে লাগিয়েই এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ শুক্রবার নিজেই ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেন সলমন ৷

এর আগে ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল 'পাঠান' ছবিটি ৷ আর সেখানে শাহরুখ খানকে নিয়ে রীতিমতো তুঙ্গে ওঠে উন্মাদনা ৷ শাহরুখের ছবি সিনেমা হলে দেখার জন্য় ছিল বড়সড় লাইন ৷ এবার নজর কাড়তে পারবেন কি বলিউডের ভাইজান? শুক্রবার ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "আজ বাংলাদেশ মুক্তি পেতে চলেছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অ্যাকশন, মজা আর বিনোদনের জন্য তৈরি থাকুন ৷"

21 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সল্লু ভাইয়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ছবির বাজেট ছিল প্রায় 182.44 কোটি টাকা ৷ কিন্তু সলমন ম্যাজিকে এবার সেই টাকা ঘরে তুলতে পারেননি নির্মাতারা ৷ হল থেকে এই ছবির আয় ছিল মাত্র 110.53 কোটি টাকা ৷ বোঝাই যায়, অঙ্কের হিসাবে সলমনের হিট ছবির তালিকায় জায়গা করতে পারেনি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ এবার বাংলাদেশে কি চাকা ঘুরবে বলবে সময় ৷

আরও পড়ুন: ফার্স্ট লুকের পর শুটিং শুরু 'অমরসঙ্গী'র, জুটিতে বিক্রম সোহিনী

সলমন খান ছাড়াও এই ছবিতে ছিলেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, রাঘব জুয়াল, জ্যাসি গিল এবং সিদ্ধার্থ নিগমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ সলমনের কথা বলতে গেলে, আগামী দিনে তাঁকে দেখা যাবে স্পাই ইউনিভার্সের নতুন ছবি 'টাইগার 3' ৷ ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা কাইফ ৷ সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকেও ৷

মুম্বই, 25 অগস্ট: ভারতীয় বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারেনি সল্লু ভাইয়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ফরহাদ সামজি পরিচালিত এই ছবি কার্যত সুপারফ্লপ বললেও ভুল বলা হয় না ৷ কিন্তু 'পাঠান' ছবিতে ক্যামিয়োর পর আবারও নতুন করে চর্চায় উঠে এসেছেন সলমন খান ৷ সেই সুযোগ কাজে লাগিয়েই এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ শুক্রবার নিজেই ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেন সলমন ৷

এর আগে ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেয়েছিল 'পাঠান' ছবিটি ৷ আর সেখানে শাহরুখ খানকে নিয়ে রীতিমতো তুঙ্গে ওঠে উন্মাদনা ৷ শাহরুখের ছবি সিনেমা হলে দেখার জন্য় ছিল বড়সড় লাইন ৷ এবার নজর কাড়তে পারবেন কি বলিউডের ভাইজান? শুক্রবার ছবির একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "আজ বাংলাদেশ মুক্তি পেতে চলেছে 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ অ্যাকশন, মজা আর বিনোদনের জন্য তৈরি থাকুন ৷"

21 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সল্লু ভাইয়ের 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ ছবির বাজেট ছিল প্রায় 182.44 কোটি টাকা ৷ কিন্তু সলমন ম্যাজিকে এবার সেই টাকা ঘরে তুলতে পারেননি নির্মাতারা ৷ হল থেকে এই ছবির আয় ছিল মাত্র 110.53 কোটি টাকা ৷ বোঝাই যায়, অঙ্কের হিসাবে সলমনের হিট ছবির তালিকায় জায়গা করতে পারেনি 'কিসি কা ভাই কিসি কি জান' ৷ এবার বাংলাদেশে কি চাকা ঘুরবে বলবে সময় ৷

আরও পড়ুন: ফার্স্ট লুকের পর শুটিং শুরু 'অমরসঙ্গী'র, জুটিতে বিক্রম সোহিনী

সলমন খান ছাড়াও এই ছবিতে ছিলেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, রাঘব জুয়াল, জ্যাসি গিল এবং সিদ্ধার্থ নিগমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ সলমনের কথা বলতে গেলে, আগামী দিনে তাঁকে দেখা যাবে স্পাই ইউনিভার্সের নতুন ছবি 'টাইগার 3' ৷ ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা কাইফ ৷ সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকেও ৷

Last Updated : Aug 25, 2023, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.