ETV Bharat / entertainment

Tiger 3 Box Office Collection: ব্যবসা কমল 25 শতাংশ, 300 কোটি বাজেটের 'টাইগার থ্রি'র ঘরে কত ঢুকল চতুর্থদিনের শেষে? - মণীশ শর্মা পরিচালিত টাইগার

ভাইফোঁটার উৎসবকে বক্সঅফিসে কাজে লাগাতে পারলেন না সলমন খান-ক্যাটরিনা কাইফ ৷ উলটে কমল ব্যবসা ৷ 200 কোটির ঘরে ঢোকার চেষ্টা চালাচ্ছে 'টাইগার 3' ৷

Etv Bharat
'টাইগার 3' বক্সঅফিস কালেকশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 5:17 PM IST

হায়দরাবাদ, 16 নভেম্বর: মুক্তির পরেই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে সলমন খান-ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি অভিনীত 'টাইগার 3' ৷ তবে ছবি মুক্তির চতুর্থ দিনে কমল ব্যবসা 25 শতাংশ ৷ দু'দিনে একশো কোটির ক্লাবে ঢুকে পড়ার পর 200 কোটির ক্লাবে ঢোকার চেষ্টা করছে 'টাইগার' ৷

যশরাজ প্রোডাকশনের পঞ্চম স্পাই ফ্রাঞ্চাইজি 'টাইগার 3'-কে ঘিরে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে ৷ ফলে সকাল সাতটার শো দেখতে বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শক তথা অনুরাগীরা ৷ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন শাহরুখ খানের জওয়ান ছবির বক্সঅফিস টপকে যায় সলমনের টাইগার ৷ অ্যাকশনে ভরপুর এই ছবির ভারতে প্রথম দিন বক্সঅফিসে আয় ছিল 44.50 কোটি টাকা ৷ বুধবার ছিল ভাইফোঁটা ৷ আশা ছিল, উৎসবের মেজাজে এই ছবি আরও ভালো ব্যবসা ঘরে তুলতে পারবে ৷ কিন্তু ফল হয়নি আশানুরূপ ৷ মাত্র 22 কোটি টাকা এদিন আয় হয়েছে টাইগারের ৷ অর্থাৎ, সবমিলিয়ে 169.50 কোটি টাকার ব্যবসা করেছে 'টাইগার 3' ৷

'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-র পর 'টাইগার 3' যশরাজের স্পাই ইউনিভার্সের অন্যতম একটা ছবি ৷ তালিকায় রয়েছে 'ওয়ার' ও 'পাঠান' ছবিও ৷ মণীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ছবিতে অ্যাকশন ও কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকদের ৷ পাশাপাশি ছবিতে নজর কেড়েছে শাহরুখ খান ও হৃত্বিক রোশনের ক্যামিয়ো ৷ সিনেমা হলে করণ-অর্জুনকে বড় পর্দায় অনেক সময় উপভোগ করতে পারেন অনুরাগীরা ৷ এই ছবির বাজেট 300 কোটি টাকা ৷ তা কতটা ঘরে তুলতে পারে টাইগার, সেটাই এখন দেখার ৷

  • SALMAN KHAN SCORES HIS BIGGEST *3-DAY* TOTAL WITH ‘TIGER 3’… #Tiger3 shows EXCELLENT HOLD on Day 3… Mass circuits are clearly calling the shots… Sun 43 cr, Mon 58 cr, Tue 43.50 cr. Total: ₹ 144.50 cr. #India biz. #Hindi version. #Boxoffice

    National chains were down 5.48%… pic.twitter.com/cXsLFQIVTC

    — taran adarsh (@taran_adarsh) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. বক্স অফিসে শাহরুখ-প্রভাসের সঙ্গে লড়াই থেকে পিছু হটল 'মেরি ক্রিসমাস', ঘোষিত নতুন তারিখ

2. 'শুটিংয়েরই একটা পার্ট... ক্ষমা করে দিন'- অনুরাগীকে থাপ্পড় প্রসঙ্গে মুখ খুললেন নানা পাটেকর

3. অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার

হায়দরাবাদ, 16 নভেম্বর: মুক্তির পরেই বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে সলমন খান-ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি অভিনীত 'টাইগার 3' ৷ তবে ছবি মুক্তির চতুর্থ দিনে কমল ব্যবসা 25 শতাংশ ৷ দু'দিনে একশো কোটির ক্লাবে ঢুকে পড়ার পর 200 কোটির ক্লাবে ঢোকার চেষ্টা করছে 'টাইগার' ৷

যশরাজ প্রোডাকশনের পঞ্চম স্পাই ফ্রাঞ্চাইজি 'টাইগার 3'-কে ঘিরে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে ৷ ফলে সকাল সাতটার শো দেখতে বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় জমান দর্শক তথা অনুরাগীরা ৷ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন শাহরুখ খানের জওয়ান ছবির বক্সঅফিস টপকে যায় সলমনের টাইগার ৷ অ্যাকশনে ভরপুর এই ছবির ভারতে প্রথম দিন বক্সঅফিসে আয় ছিল 44.50 কোটি টাকা ৷ বুধবার ছিল ভাইফোঁটা ৷ আশা ছিল, উৎসবের মেজাজে এই ছবি আরও ভালো ব্যবসা ঘরে তুলতে পারবে ৷ কিন্তু ফল হয়নি আশানুরূপ ৷ মাত্র 22 কোটি টাকা এদিন আয় হয়েছে টাইগারের ৷ অর্থাৎ, সবমিলিয়ে 169.50 কোটি টাকার ব্যবসা করেছে 'টাইগার 3' ৷

'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-র পর 'টাইগার 3' যশরাজের স্পাই ইউনিভার্সের অন্যতম একটা ছবি ৷ তালিকায় রয়েছে 'ওয়ার' ও 'পাঠান' ছবিও ৷ মণীশ শর্মা পরিচালিত 'টাইগার 3' ছবিতে অ্যাকশন ও কেমিস্ট্রি নজর কেড়েছে দর্শকদের ৷ পাশাপাশি ছবিতে নজর কেড়েছে শাহরুখ খান ও হৃত্বিক রোশনের ক্যামিয়ো ৷ সিনেমা হলে করণ-অর্জুনকে বড় পর্দায় অনেক সময় উপভোগ করতে পারেন অনুরাগীরা ৷ এই ছবির বাজেট 300 কোটি টাকা ৷ তা কতটা ঘরে তুলতে পারে টাইগার, সেটাই এখন দেখার ৷

  • SALMAN KHAN SCORES HIS BIGGEST *3-DAY* TOTAL WITH ‘TIGER 3’… #Tiger3 shows EXCELLENT HOLD on Day 3… Mass circuits are clearly calling the shots… Sun 43 cr, Mon 58 cr, Tue 43.50 cr. Total: ₹ 144.50 cr. #India biz. #Hindi version. #Boxoffice

    National chains were down 5.48%… pic.twitter.com/cXsLFQIVTC

    — taran adarsh (@taran_adarsh) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন:

1. বক্স অফিসে শাহরুখ-প্রভাসের সঙ্গে লড়াই থেকে পিছু হটল 'মেরি ক্রিসমাস', ঘোষিত নতুন তারিখ

2. 'শুটিংয়েরই একটা পার্ট... ক্ষমা করে দিন'- অনুরাগীকে থাপ্পড় প্রসঙ্গে মুখ খুললেন নানা পাটেকর

3. অমিতাভের কু-সংস্কার ! খেলা দেখা নিয়ে অদ্ভুত প্রতিক্রিয়া শাহেনশার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.